নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কবি পবন সরকার

২৭ শে জুন, ২০১৮ রাত ১২:০৮



ছন্দের পবনে ছুটে কথার তুফান
বয়ে চলে নিরবধি ছড়াবন ছায়
যেথায় ছন্দরা সব গভীর মায়ায়
ফুটেউঠে ছড়াপত্রে শৈল্পীক আঁচড়ে।
পবন সরকারের কি প্রলয় বান
অপচ্ছায়া বিতাড়নে,কাব্যিক ছোঁয়ায়
আমরা নিরন্ত দেখি তাঁর কবিতায়
হেয়নস্তা হয়েপড়ে প্রবল আছাড়ে।

চেয়ে দেখি আহা কি যে সুখ পরিমল
পদ্যে পদ্যে মিশে আছে।ছড়াদের ঘাটি
কত যে সুন্দর লাগে সুচিত্রে নির্মল।
কবির বাগানে আছে সোনাফলা মাটি
যাতে ফলে ছড়াদল নিতান্ত সুন্দর
পরিতৃপ্ত করেদিতে পাঠক অন্তর।


ব্লগার পবন সরকার


মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ রাত ১২:২২

পবন সরকার বলেছেন: আপনি হলেন সনেট কবি
তুলনা যার নাই
কথায় কথায় ছন্দ কবিতা
আমরা উপহার পাই।

আমি হলাম ছোট্ট মানুষ
আপনার তুল্য নই
তারপরেতেও সনেট পেয়ে
হঠাৎ মুগ্ধ হই।

ছোট্ট জীবনে বড় পাওনা
পেলাম আপনার কাছে
বুকটা গর্বে ভরে গেল তাই
এর চেয়ে পাওয়ার কি আছে?


২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:০৪

সনেট কবি বলেছেন:


পবনের মহা ত্যাজ
করি অনুভব
পবনের পবনেতে
উড়ে যাবে সব।

গুণীজন গুণভারে
নত হয়ে থাকে
গুণহীন শুধু তার
মাথা উঁচু রাখে।

আপনার কবিতায়
পাঠকেরা মুগ্ধ
তাতে হয় মন্দ সব
পুরোপুরি জব্ধ।

২| ২৭ শে জুন, ২০১৮ রাত ১২:৪৭

শামচুল হক বলেছেন: সনেট লেখায় কবির তুলনা নাই। ধন্যবাদ

২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:০৫

সনেট কবি বলেছেন: আপনার গল্পও চমৎকার হয়।

৩| ২৭ শে জুন, ২০১৮ রাত ১:০৪

কাইকর বলেছেন: সুন্দর সনেট। পবন ভাই অনেক গুণী একজন ব্লগার

২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:০৬

সনেট কবি বলেছেন: তাঁর ছড়াকাব্যে মন ছুঁয়ে যায়।

৪| ২৭ শে জুন, ২০১৮ রাত ১:২৭

রাকু হাসান বলেছেন: যেমন নাম তেমন কাজ । সনেট টা যেন খুব সহজেই লেখে যাচ্ছেন গুণি সনেট কবি । ভালবাসা নিবেন

২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:০৮

সনেট কবি বলেছেন: ঐটুকুই যা একটু লিখতে পারি। তাও সব সময় খুব একটা পাঠক ঝুটেনা। এখনো মাঝে মাঝে বেশ মন্দা দেখতে হয়। দুঃখের কথা কার কাছে আর বলি!

৫| ২৭ শে জুন, ২০১৮ রাত ২:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:




ছন্দের জাদুকর
পবন সরকার!

এতদিন পরে এসে
বুঝিলাম কবি!
ভালো না লাগলেও
সনেটই সবি!!;)
নির্ভয়ে আপনাকে বলিতে যে চাই
আমার ভাগে কি একখানা সনেটও নাই??:(:P

২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:০৯

সনেট কবি বলেছেন: আপনি সনেটের নবিন সমজদার!

৬| ২৭ শে জুন, ২০১৮ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:


পবন এবার উৎসাহ পেয়ে সাইক্লোনে পরিণত হবেন!

২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:১৪

সনেট কবি বলেছেন: আমরা চাই তাঁর ছন্দ সত্যেন্দ্র নাথ দত্তকে ছাড়িয়ে যাক। একজন আর কতকাল একটা আসন ধরে রাখবেন।

৭| ২৭ শে জুন, ২০১৮ রাত ৩:৩৫

পবন সরকার বলেছেন: চাঁদগাজী ভাই, পবন বাতাস হলেও নিজে ফোলে না আরেকজনকে ফুলায়।

২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:১৫

সনেট কবি বলেছেন: চমৎকার বলেছেন কবি।

৮| ২৭ শে জুন, ২০১৮ ভোর ৬:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় পবন ভাইয়ের কবিতাগুলো চমৎকার হয়। আমি উনার কবিতার একনিষ্ঠ পাঠক। শুভ কামনা রইলো প্রিয় দুই কবির জন্য।

২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:১৮

সনেট কবি বলেছেন: তাঁর কবিতা সুখ পাঠ্য।

৯| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: সনেট কবি ও প্রিয় পবন সরকার ভাই এর প্রতি রইল ভালোবাসা।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:০২

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১০| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:০৯

তারেক_মাহমুদ বলেছেন: পবন ভাই ছন্দের যাদুকর, খুব ভাল লাগে উনার ছড়া।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৩

সনেট কবি বলেছেন: তাঁর ছড়া সুখপাঠ্য।

১১| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: আহা ----
মধু মধু !!!

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৪

সনেট কবি বলেছেন: একদম সুন্দর বনের খাঁটি মধু।

১২| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:২৯

সিগন্যাস বলেছেন: ঘাটের ছবিটা সুন্দর।ইহা এখনো দূষিত হয়নাই দেখে ভাল লাগলো।কবি পবন কে শুভেচ্ছা

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৪

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১৩| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:

ব্লগার কবি পবন সরকারের কবিতার ভক্ত আমি।ওনার জন্য শুভ কামনা রইলো।


ওনাকে নিয়ে সনেটও ভালো লিখেছেন প্রিয় সনেট কবি ভাই।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.