![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
কাল্পনিক ভালবাসা সামুর লেখার
পর্যবেক্ষণ দায়িত্বে নিয়োজিত থেকে
নিজেও লেখেন কিছু।চলে এঁকে বেঁকে
তাঁর কথা নদীগুলো খরতর বেগে।
পরিবর্তন নিমিত্তে সৃজিত ভাষার
পরিশীল চিত্রকল্প রুচির পোশাকে
সাজিয়ে তোলেন তিনি।দেখে একে একে
চান যেন মানবতা নিত্য উঠে জেগে।
নিবন্ধে আবদ্ধ তাঁর কথাদের দল
নিশির শিশিরে ঝরে।প্রভাত বেলায়
শিউলি তলায় দেখি ঝরেপড়া ফুল।
মুজাদ্দিদ হয়ে তবে বিবেক ভেলায়
এগিয়ে চলুন নিজ সুলক্ষ্যের পানে
সভ্যতা এগিয়ে দেয়া উচ্ছাসের টানে।
ব্লগার কাল্পনিক ভালবাসা
বিঃদ্রঃ ব্লগার কাল্পনিক ভালবাসা সামুর মাননীয় মডু
২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৩
সনেট কবি বলেছেন: সেজন্য তাদের মনে অনেক কষ্ট। রাগে তখন তাদের দাঁত কিড়মিড় করে। পারলে কাভা ভাইকে চিবিয়ে খায়।
২| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৩১
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ দু'চরণ খুব ভাল লেগেছে।
২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৩| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৬
সিগন্যাস বলেছেন: কাভা ভাই প্রাচীন যুগের ব্লগার।ইমন জুবায়েরের সময়ের।তিনি কি আর আমাদের কষ্ট বুঝবেন
২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৯
সনেট কবি বলেছেন: এ ক্ষেত্রে কাইকর অনেক ভাগ্যবান।
৪| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৭
জুন বলেছেন: কাল্পনিক বেশ নিরঅহংকারী এক সরল সোজা মানুষ বলেই আমার কাছে প্রতিভাত সনেট কবি
২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৪১
সনেট কবি বলেছেন: সরল সোজা হলেও বোকা নন।
৫| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৪২
সিগন্যাস বলেছেন: বিশ্বকাপ নিয়ে একটা সনেট লিখুন।ব্লগারদের ভাল লাগবে
২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৬
সনেট কবি বলেছেন: আমরা ত্যাগী জাতি। আমাদের কপালে রয়েছে বদনা। পরের কাপ নিয়ে আমরা কি করব?
৬| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৯
সিগন্যাস বলেছেন: জ্বি এই কথা সেলিম আনোয়ারের মতো কিছু লোক বুঝেনা।তারা বিশ্বকাপ বিশ্বকাপ করে প্রথম পাতা ডুবিয়ে দিয়েছে।পরের কাপ নিয়ে এতো লাফালাফি ভারতেও হয়না
২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৫১
সনেট কবি বলেছেন: সেজন্যই কেউ কেউ আমাদেরকে বাঙ্গাল বলে।
৭| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৫২
সিগন্যাস বলেছেন: 'বাঙ্গাল' মানে?
২৯ শে জুন, ২০১৮ সকাল ১০:১৯
সনেট কবি বলেছেন: এটা যারা বলে তারা ভাল বলতে পারবে।
৮| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: বিশিষ্ট ক্যাচালবাজ মডু হওয়ার পর কোমলমতি হয়েছেন। তাঁর আছে তুখোড় হিউমার।
২৯ শে জুন, ২০১৮ সকাল ১০:২৩
সনেট কবি বলেছেন: ক্যাচালবাজ না বলে তার্কিক বললে কেমন হয়?
৯| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১০:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সনেট সাথে মন্তব্য সবই মজাদার
সনেট কবির ব্লগার সনেট সিরিজ ঋদ্ধ হোক।
+++
২৯ শে জুন, ২০১৮ সকাল ১০:২৫
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।
১০| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর!
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১১| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৪২
সাদা মনের মানুষ বলেছেন: এই মডুরে আমি ভালা পাই, এইডা আমার অন্তরের কথা........সব ব্লগারদের নিয়ে পর্যায়ক্রমে ফরিদ ভাইয়ের মূল্যায়নকে সাধুবাদ।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৭
সনেট কবি বলেছেন: তবে যাদেরকে তিনি থামিয়ে দেন এবং থামিয়ে রাখেন তারা তাঁর প্রতি মহা বিরক্ত।
১২| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।
১৩| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৫১
Sujon Mahmud বলেছেন: ভালো লাগলো
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১৪| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০৩
শামচুল হক বলেছেন: দুইজনকেই শুভেচ্ছা।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:১৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১৫| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০৯
প্রামানিক বলেছেন: কাল্পনিক ভালোবাসাকে নিয়ে কবিতা খুব ভালো লাগল। ধন্যবাদ ভাই সনেট কবি।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:২১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১৬| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: দুজনকেই শুভেচ্ছা। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, অন্য অনেকের মত কাল্পনিক ভালোবাসা ভাইকে যদি আরোও বেশি পেতাম তাহলে আমরা আরোও অনুপ্রাণিত হতাম। তবে ওনারও সমস্যা আছে জানি।
শুভ কামনা দুজনকেই।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৩১
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন চৌধুরী ভাই।
১৭| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
কাল্পনিক ভালবাসার ভাইয়ের জন্য শুভ কামনা রইলো।
সেই সাথে আমাদের সকলের প্রিয় সনেট কবি ভাইয়ের জন্যও।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৩২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১৮| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে চাচাজ্বী।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৩২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ রাজীব নুর
১৯| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: ক্লাপনিক ভালোবাসা ভালো থাকুক। সুস্থ থাকুন।
তার জন্য অনেক শুভ কামনা।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৩
সনেট কবি বলেছেন: তাঁর সুস্থ্য থাকা ব্লগের জন্য প্রয়োজন।
২০| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৪
চাঁদগাজী বলেছেন:
কাল্পনিক ভালোবাসা উঁচুমানের ব্লগার; এডমিন'এর দায়িত্ব পালন করতে গিয়ে উনি আইনের মাঝে আটকে গেছেন; তাঁকে নিয়ে সনেট সুন্দর হয়েছে, তিনি উৎসাহিত হবেন, নিশ্চয়ই।
২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৫
সনেট কবি বলেছেন: তাঁর পোষ্টগুলোও ভাল হয়।
২১| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৬
কাওসার চৌধুরী বলেছেন: কাল্পনিক_ভালবাসা ভাইয়াকে নিয়ে সনেট লেখেছেন দেখে ভাল লাগল। গুনীজন গুণীর কদর বুঝেন। আপনারা দু'জন গুণী মানুষের জন্য অনেক শুভ কামনা রইলো।
২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।
২২| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৭
ব্লগ মাস্টার বলেছেন: শুভেচ্ছা থাকল মডু মহাগণের জন্য।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
২৩| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
শাহিন বিন রফিক বলেছেন: আমার সুভাগ্য আমি পৃথিবীর সেরা !!! সনেট রচিয়তার দেশের মানুষ। আমাদের সনেট কবি ইচ্ছে করলে ঘন্টায় দুই-একটা সনেট লিখতে পারেন। এখন যদি মধু বেঁচে থাকত তাহলে তিনিও আমাদের মত গর্ব করতে পারতেন।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
সনেট কবি বলেছেন: তিনি বেঁচে থাকলে আমাকে প্রশিক্ষণ দিতে পারতেন। আমি একজন ভাল ট্রেইনার পেতাম।
২৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০৮
চঞ্চল হরিণী বলেছেন: সবাই কতজনকে চেনে, আমি আস্তে আস্তে চিনছি সবাইকে। এই ব্লগের মডু কে ছিলেন জানতাম না, এখন কে আছেন সেটা জানলাম। কাল্পনিক ভালোবাসা এবং সনেট কবি আপনাদের দুজনকেই অনেক শুভেচ্ছা।
২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১২
সনেট কবি বলেছেন: তাঁর পোষ্টগুলো বেশ পরিপাটি। পড়ে দেখতে পারেন।
২৫| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি আরেক বার এসে পড়ে গেলাম।
আর কে কি মন্তব্য করেছে তাও দেখে গেলাম।
২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১৩
সনেট কবি বলেছেন: কিন্তু তাঁর নজরে পড়েছে কি না সেটাই এখনো জানা হলোনা।
২৬| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,
যোগ্য পাত্রের জন্যে যোগ্য সনেট । "কাল্পনিক_ভালবাসা" তেমনই একজন যাকে ভালোবাসা যায় অকপটে ।
২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১৫
সনেট কবি বলেছেন: বিষয়টা আমি আগে সে ভাবে খেয়াল করিনি। এবার তদন্ত করতে গিয়ে অনেক কিছু জানতে পারলাম।
২৭| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি তারে তেল মারবো না। সে একট অলস। কুড়ের বাদশা।
২৯ শে জুন, ২০১৮ রাত ১১:১৮
সনেট কবি বলেছেন: শুনেছি এটানাকি সাহিত্যিকদের বড় গুণ।
২৮| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৪:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যে যাই বলুক তার সম্পর্কে কথা এটাই সত্য কাল্পনিক ভালোবাসা উঁচুমানের ব্লগার; এডমিন'এর দায়িত্ব পালন করতে গিয়ে উনি আইনের মাঝে আটকে গেছেন; তাঁকে নিয়ে সনেট সুন্দর হয়েছে, তিনি উৎসাহিত হবেন, নিশ্চয়ই।
আইন সবার জন্যই সমান ।
৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:২১
সনেট কবি বলেছেন: কিন্তু সবাইকে এক পাল্লায় মাপা যায়না। যেমন স্বর্ণ মাপার পাল্লায় হাতি মাপা যাবেনা।
২৯| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:১৯
সৈয়দ ইসলাম বলেছেন: প্রিয় সনেট কবি,
উনার ব্যাপারে আমি অকৃত্রিম ভাবে যেটা বলব, উনি একজন নির্মল স্বচ্ছ মনের ব্লগার।
হাসু মামার সাথে আমিও একমত।
৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:২২
সনেট কবি বলেছেন: হাসু মামার কথা শেষ চার শব্দ ও ইমু। আপনি কি এর সাথে একমত?
৩০| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:৩৪
নতুন নকিব বলেছেন:
সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি তারে তেল মারবো না। সে একটা অলস। কুড়ের বাদশা।
লেখক বলেছেন: শুনেছি এটা নাকি সাহিত্যিকদের বড় গুণ।
-এই গুন আপনিও রপ্ত করতে পেরেছেন কি?
কাভা ভাইয়ের অন্যান্য দিক বাদ দিলেও স্পেশালি ধৈর্য্য-স্থৈর্য্য-সহিষ্ণুতার যে অনন্য গুনে তিনি গুনান্বিত, তাতেই মুগ্ধ হতে হয় বারবার। সনেট কবিকে ধন্যবাদ তাকে সনেটের ফ্রেমে বন্দী করায়। তাকেও শুভকামনা অনেক।
৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:৩৭
সনেট কবি বলেছেন: -এই গুন আপনিও রপ্ত করতে পেরেছেন কি?
এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়!
৩১| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৫
নতুন নকিব বলেছেন:
ভেরি গুড! আমরাও কিন্তু সাহিত্যিক হতে পিছিয়ে থাকতে চাই না! তা, আপনি কি ক'দিন পূর্বে দেয়া আমার 'তিন ভাদাইম্যার গল্প'টি দেখেছিলেন? যদিও সেই লেখাটির প্রেক্ষাপট ভিন্ন তবু ভাদাইম্যাদের একটি চিত্র সেখানে উঠে এসেছে! অলস আর কুঁড়ের পাশাপাশি কবি-সাহিত্যিকদের কি এই টাইপের কিছুটা আত্মভোলা, ভবঘুরে এবং বাউন্ডুলেও হতে হয়?
কথা সত্য মতলব খারাপ; সাথে বোনাস তিন ভাদাইম্যার গল্প
৩০ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৭
সনেট কবি বলেছেন: ভাল কিছু মগজ থেকে বের হতে হলে সব বাদ দিয়ে এক দিকে মননিবেশ করতে হয়। এ জন্য দেখা যায় সক্রেটিস ও শেখসাদী সংসারে বেশ সফল ছিলেন না। কুঁড়েমি করেই ভাবুকেরা অনেক সময় অনেক কিছু ভাবেন।
৩২| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৩০
নিউ সিস্টেম বলেছেন: উনি একজন অতন্ত ভালো লোক যে কারনে আমাকে শুধু শুধু জেনারেল বানিয়ে রাখছে ।
৩০ শে জুন, ২০১৮ দুপুর ১:২৫
সনেট কবি বলেছেন: ভুক্তভোগীরা শাসকদেরকে অনেক সময় জঘণ্য মনে করে।
৩৩| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: মন্তব্য গুলো পড়তে আবার এলাম।
৩০ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৩৪| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৩
নতুন নকিব বলেছেন:
মন্তব্যগুলোতে চোখ বুলোতে এসে লাইক দিয়ে গেলাম।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:২৬
সিগন্যাস বলেছেন: কাভা ভাই বেশ ভাল লোক।শুধু একটাই সমস্যা। উনি নতুন ব্লগারদের নতুনই রাখেন।সেফ আর করেন না
