![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
হে সৈয়দা গুলশান ফেরদৌস জানা,
কিছুটা জেনেছি সামু কি করে দাঁড়াল
শক্ত ভিতের উপর?আলোক ছড়াল
বিশ্বময় আমাদের এ মাতৃভাষায়?
আপনি কি পরিমাণ খেটেছেন তা’না
জানলে বুঝা যাবেনা কিভাবে জড়াল
মানুষেরা সব ব্লগে।দু’হাত বাড়াল
জানা, সেজন্য মুগ্ধতা সামুর পাড়ায়।
যোগ্যতার দীপশিখা সামুর প্রদীপে
আলো ঝলমল দেখি পৃথিবীর প্রান্ত।
এ আঙ্গিনা পরিপাটি হলো ধাপে ধাপে
এতে আছে অনেকের সাধনা অক্লান্ত।
সুন্দরের জন্য লাগে প্রচেষ্টা সুন্দর
সেই সাথে লাগে আরো সুদৃঢ় অন্তর।
বিঃদ্রঃ আমাদের প্রাণপ্রিয় সামুর সবার প্রিয় হওয়ার যোগ্যতায় গড়ে তোলার জন্য আমাদের সামুর মাননীয় প্রতিষ্ঠাতা ও এডমিন কি পরিমাণ খেটেছেন নেট থেকে এর কিছুটা জেনে কৃতজ্ঞতা থেকে তাঁকে নিয়ে আমি এ সনেট রচনা করেছি।
তাঁকে নিয়ে আমার লেখা প্রথম সনেটে তিনি যে মন্তব্য করেছেন তাতে ব্লগারদের প্রতি তাঁর অসামান্য হৃদ্যতা ফুটে উঠেছে, মন্তব্যটি নিম্নরূপ-
ব্লগারদের কাছে শুনেছি তা হলো ' এই প্ল্যাটফর্মটি তো আর আপনাদের নয়; এটি সম্পূর্ণ আমাদের। এটি যেকোন কারণে সামান্য সময়ের জন্যে বন্ধ থাকলে আমাদের অস্বস্তি হয়, দম বন্ধ হয়ে আসে"। এটা বড় আনন্দের, আমার জন্যে বড় পাওয়া।
যত্নে তৈরী একটি বাগান যেমন ফুলে-ফলে সেজে ওঠে, সৌরভ এবং সৌন্দর্য বিকাশ করে তেমনি আগাছাও জন্মে। কীট-পতঙ্গও আসে। সঠিক পরিচর্যায় আবার এসব অদরকারী জিনিষগুলোর ক্ষয় হয়, বিলুপ্তি হয়। কিন্তু সৌন্দর্য আর সত্যের ক্ষয় নেই, মৃত্যু নেই, জয় অনির্বায।
আমরা সবাই যেন আমাদের দায়িত্বটুকু থেকে সরে না যাই। ভাল থাকবেন সবসময়। মঙ্গল হোক।
ব্লগার জানা
সনেট-১
সনেট -২
সনেট কাব্যে সামু ব্লগার
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রথম মন্তব্যের জন্য।
২| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
জানা আপুর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা!!
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সনেট কবি বলেছেন: তিনি যথার্থিই আমাদের শ্রদ্ধা পাওয়ার যোগ্য। নেটে ঘুরে তাঁর সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করলাম। সেখানে দেখলাম এ ব্লগের জন্য তিনি কতটা কষ্ট স্বীকার করেছেন।
৩| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,
মাননীয়া আপুর উপর রিভিউকারে সনেটটি বেশ ভালো লাগলো। অভিনন্দন আপুকে। আপনাকে ধন্যবাদ।
নিরন্তর শুভেচ্ছা দুজনকে।
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৭
সনেট কবি বলেছেন: আশাকরি তিনি সময় করে ব্লগারদের পাশে থেকে তাদেরকে কিছুটা সময় দিবেন। তাহলে তারা আরো উৎসাহ পাবেন।
৪| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শ্রদ্ধেয় আপু মাঝেমধ্যে ব্লগে ঢু মারতেন । এখন আমারা তাকে দেখিনা।
১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:২০
সনেট কবি বলেছেন: তিনি ব্লগে কিছুটা সময় দিতে পারলে ভাল হতো।
৫| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৭
সিগন্যাস বলেছেন: উনাকে তো আগে দেখিনাই
১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:০২
সনেট কবি বলেছেন: তাঁর নাম দিয়ে গুগুল সার্চ দিলে তাঁর সম্পর্কে অনেক কিছু জানা যাবে।
৬| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জানা আপাকে ধন্যবাদ।
আপা ব্লগ তৈরী করেছিল, কিন্তু এখন এটা সবার। মডুরা ব্লগটাকে গোয়ালঘর বানিয়ে ফেলেছে। জানা আপার সাথে ব্লগের ব্যাপারে কথা বলা দরকার। সবাই মিলে ব্লগটাকে মেরামত করা দরকার।।
আশাকরি, আপনারা কয়েজন সিনিয়র মিলে এই উদ্যোগটা নিবেন।
১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪১
সনেট কবি বলেছেন: কিন্তু মডুগণ ব্লগটাকে কিভাবে গোয়াল ঘর বানাচ্ছেন?
৭| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনি খুব সুন্দর লিখেছেন এবং জানা আপাও চমৎকার মন্তব্য করেছেন।
১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ রাজীব নূর
৮| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৩
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব শামচুল।
৯| ১২ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চমৎকার কবিতা।অভিনন্দন জানা আপুকে। আপনাকে ধন্যবাদ।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৮
সনেট কবি বলেছেন: তাঁর কর্মগুণে অভিনন্দন তাঁর যথার্থ প্রাপ্য।
১০| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জানা আপুর জন্য শুভেচ্ছা থাকল।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫১
সনেট কবি বলেছেন: ব্লগারদের তাঁকে মনে রাখা দরকার।
১১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৮
দৃষ্টিসীমানা বলেছেন: জানা আপুর জন্য অনেক মঙ্গল কামনা রইল , ওনার জন্য আজ আমরা এই ব্লগে বসে অনেক ভাল সময় পার করতে পারি ।
লেখককে অনেক ধন্যবাদ এমন চমৎকার পোষ্টটির জন্য , ভাল থাকুন ।
১২| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
খায়রুল আহসান বলেছেন: সনেটের শেষ দুটো লাইন ভাল লেগেছে।
এই ব্লগের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক সম্পর্কে জেনে প্রীত হ'লাম। তাঁর আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা, ভালবাসা আর কঠোর পরিশ্রম ব্যতীত এই ব্লগটি আজ এ পর্যায়ে আসতে পারতো না।
১৩| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয় ভিত্তিক ব্লগে অনেক খুঁজে কবিতাটি পেলাম।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
স্রাঞ্জি সে বলেছেন: বাহ! বেশ কবিতা।