| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

দূর আকাশের নীল তারা মিটি মিটি
জ্বলে, কত কথা বলে তারা হেসে হেসে
যেন দর্শকের সাথে, তারে ভালবেসে;
সে তারার নামে ব্লগ? দারুণ ব্যাপার।
দেশপ্রেমে এ ব্লগার মনে খুব খাঁটি,
রাজাকারে ঘৃণাকরে। নিরব বাতাসে
বসে করে লেখালেখি দেখে জমে ঘাসে
আশার শিশির বিন্দু, কি চমৎকার!
অনেক সময় ব্লগে, লেখালেখি কম,
হয়ত দেখেন সবে লিখেন কেমন?
যাই হোক তিনি বড় রাজাকার যম
যদিও দেশের থেকে দূরেই থাকেন।
চারটি বছর তাঁর কোন পোষ্ট নাই
নতুন দিবেন পোষ্ট সেইটা’ই চাই। 
ব্লগার দূর আকাশের নীল তারা
 
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:০৭
সনেট কবি বলেছেন: যতটুকু নজরে পড়েছে, ঠিক করেছি।
২| 
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ে এই ব্লগারের ইতিহাস জেনে গেলাম।
ধন্যবাদ চাচা।
 
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:০৮
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরান্তর শুভেচ্ছা।
৩| 
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:১০
স্রাঞ্জি সে বলেছেন: হু কবি ভাইয়া এখন ঠিক আছে।
 
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:১২
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরান্তর শুভেচ্ছা।
৪| 
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:১৫
সোহাগ তানভীর সাকিব বলেছেন: সত্যি অসাধারণ!!
 
১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:১০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৫| 
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:১৮
চাঁদগাজী বলেছেন: 
উনি কি ব্লগে আছেন এখনো?
 
১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:১১
সনেট কবি বলেছেন: আজ তাকে একটিভ দেখেছিলাম।
৬| 
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:১৮
এ.এস বাশার বলেছেন: ব্লগের ইতিহাসও বটে!!!! অসাধারন।।
 
১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:১১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৭| 
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:০৮
সিগন্যাস বলেছেন: হে হে উনাকেও চিনিনা  ![]()
 
১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
সনেট কবি বলেছেন: ওভাবে কথা বললে তিনি বিব্রত বোধ করবেন। আপনি কি কখনো নীল তারা দেখেছেন? আমিও দেখিনি!
৮| 
১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:১৫
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।  
আশাকরি উনি পোষ্ট দেবেন । 
শুভকামনা
 
১৩ ই জুলাই, ২০১৮  রাত ১০:২৬
সনেট কবি বলেছেন: তাঁর নজরে পড়েছেকিনা কে জানে?
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৩১
স্রাঞ্জি সে বলেছেন: কতক শব্দ টাইপিং ভুল হইছে।
কবিতায় ভাল লাগা।
এবং ++++