![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আমার হৃদয় রাজ্যে তোমার নিবাস
মিতালি গড়েছ শেষে অন্তর আত্মায়।
তোমার পরশ মনে পাতায় পাতায়
মাধুরী ছড়িয়ে দেয় যতনে অনেক।
কে জানে তোমার মন কেমন উদাস,
অতীত সময় থেকে প্রিয় ভাবনায়?
নেহায়েত ছিলে তুমি আমার বেলায়
কঠিন সেজন্য নয় সময় প্রত্যেক।
ভারাক্রান্ত হৃদয়ের ভার করে দূর
লয়েছ আমার দায়।সে সুখের স্মৃতি
বায়ে দোলে যেন নিত্য দোলায় অন্তর।
সিস দিয়ে ইশারায় আনন্দের গীতি
রাবু নামে চলে যেন ভরে দিতে মন
বুকের ভিতর গড়ে নিলয় আপন।
বিঃদ্রঃ রাবেয়া আখতার রাবু সনেট কবির স্ত্রী।
অক্ষর বৃত্তের প্রতি পদের প্রথম অক্ষর দিয়ে হয়-
‘আমি তোমাকে অনেক ভালবাসি রাবু’।
সনেট-১
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।
২| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: কি দারুণ সৃষ্টি আপনার !!!
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২১
লাবণ্য ২ বলেছেন: চমৎকার!
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩৯
সিগন্যাস বলেছেন: এই প্রথম কোন ননব্লগারকে নিয়ে লিখলেন
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০১
সনেট কবি বলেছেন: নন ব্লগারকে নিয়ে আমার আরো অনেক কবিতা আছে।
৫| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৬| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৬
নতুন নকিব বলেছেন:
Nice! +++
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৭| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৪
এ.এস বাশার বলেছেন: নতুন হিসেবে খুব অনুপ্রাণিত হচ্ছি। অসাধারন সৃষ্টি আপনার।
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৮| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৩
স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল
ভাল লাগল কবিতা।
আর এইও অবাক লাগল প্রতি লাইনের আদ্যক্ষরে লুকিয়ে আছে মধুর বাক্য।
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৪
সনেট কবি বলেছেন: এটা কথার ফুলঝুরি থেকে অনুপ্রাণিত হয়ে লিখলাম। তিনি কাল এমন একটি কবিতা পোষ্ট করেছিলেন।
৯| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৩
তারেক_মাহমুদ বলেছেন: কবি প্রিয়ার জন্য অনেক শুভেচ্ছা, আপনাদের সুন্দর ও সুস্থ জীবন কামনা করি।
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন - আমিন।
১০| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: আমি অভিভুত! আমি মুগ্ধ, কবি ! সবচেয়ে বেশী আমি অবাক , কিভাবে আপনার প্রিয়ার প্রতি আপনার মনের কথা ঠিক ১৪ টি অক্ষরেই হয়ে গেল । আপনার প্রিয়ার প্রতিও আপনার অনেক বেশী ভালোবাসা সেটি বুঝলাম আপনার সনেট পড়ে। মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে সুখে শান্তিতে রাখুন। আপনাদের দুইজনের জন্যই রইল অনেক বেশী শ্রদ্ধা ও ভালোবাসা।
@লেখক বলেছেন: এটা কথার ফুলঝুরি থেকে অনুপ্রাণিত হয়ে লিখলাম। তিনি কাল এমন একটি কবিতা পোষ্ট করেছিলেন---- আপনার মন্তব্বে আমার নামটি দেখে খুব খুশী হলাম আমিও একজন বিশেষ কবি থেকে অনুপ্রানিত হয়ে কবিতা টি লিখেছিলাম এবং তার জন্যই।
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯
সনেট কবি বলেছেন: কিন্তু আপনি কার জন্য লিখলেন সেটা অজ্ঞাত।
১১| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী খুব সুন্দর হয়েছে।
এটা কি কবি৯তা না সনেট?
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯
সনেট কবি বলেছেন: সনেট এবং কবিতা
১২| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১২
কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন: কিন্তু আপনি কার জন্য লিখলেন সেটা অজ্ঞাত--- তার নাম প্রকাশ করতে পারলে খুশী হতাম কবি । কিন্তু পারছিনা বলে দুঃখিত
১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০০
সনেট কবি বলেছেন: বুঝেছি সে এখনো সিকরেট।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
বাক্যের মাঝে লুকায়ে রাখা হয়েছে অনেক সন্দেশ