| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

ব্লগার কবি কথার ফুলঝুরি যার
কথা ফুল হয়ে ঝরে।কবিতা এখানে
নিঃশব্দে আসে মালঞ্চে।বলে কবি কানে
আমাকে বরণ কর ভালবাসা দিয়ে।
কবি মালঞ্চের ফুলে কি চমৎকার
আয়োজন করে চলে আবেগের বানে
আন্তরিকতার ঝড়, নিরন্ত তুফানে
অভ্যর্থনা অনুষ্ঠানে কবিতাকে নিয়ে।
কবি চরণে কবিতা ঝরে ঝরে পড়ে
ঝরা ফুল হয়ে সব।কবি গাঁথে মালা
কবিতায় কাব্যে তাঁর।পাঠকেরা পড়ে
বিমোহীত হয়ে পড়ে, হৃদয় উজ্বালা। 
কথার ফুলঝুরির কবিতার রূপ
বিমুগ্ধ নয়ন দেখে থেকে নিশ্চুপ। 
ব্লগার কবি কথার ফুলঝুরি
 
১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ১:০৭
সনেট কবি বলেছেন: আমিও চাই বাংলা সাহিত্য সমৃদ্ধ হোক এবং বাংলা সাহিত্যে মুগ্ধ হয়ে অন্যেরা বাংলা সাহিত্য অনুবাদ করে পড়ুক। দেখুননা ফারসি ও ইংরেজী সাহিত্য কেমন সচরাচর অনুবাদ হয়। অখচ না ভারত না বাংলাদেশ কোন সরকারই বাংলা সাহিত্যের যথেষ্ট পৃষ্ঠপোষকতা প্রদান করছেনা। এ দু’দেশে বাংলা সাহিত্যিকেরা না খেয়ে মরে।
২| 
১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবি দ্বয়ে শুভকামনা ও ভালোবাসা নিরন্তর।
 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩০
সনেট কবি বলেছেন: আমাকে তাঁর কবিতার ভক্ত বলতে পারেন। যেমন আমি আপনার কবিতারও ভক্ত। কারন আপনার কবিতার ধরন আন কমন।
৩| 
১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ১:২১
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অপূর্ব সনেট
শুভ কামনা সনেট কবি*
 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ কবি। আপনাকে প্রায় মিস করি।
৪| 
১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ১:২৪
কাইকর বলেছেন: সুন্দর সনেট ।
 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় নাট্য পরিচালক।
৫| 
১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!!  যথার্থ ভাবনা কবির প্রতি আরেক কবির।  আমরা বরং বিমুগ্ধ নয়নে দেখে থেকে হই নিশ্চুপ।  ++
অভিনন্দন আমার বোনকে। আর কবিকে জানাই কৃতজ্ঞতা ।  
দুজনকেই অনেক অনেক শুভকামনা।
 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৫
সনেট কবি বলেছেন: আপনার বোন আসলেই একজন গুণী কবি।
৬| 
১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবি ভাইকে আন্তরিক ধন্যবাদ।
  কথা আপুর মত চটপটে, হাসিখুশি, প্রাণবন্ত মেয়েকেই আমি বিয়ে করবো।
 
পুনশ্চঃ
সবাই শুনিয়া রাখুক, 
কথা আপু আমার কাজিন।
আর ছবির ছেলেটা হনু আমি মন্ডল।![]()
সবার জন্য শুভকামনা।
বি.দ্রঃ 
আমাদের হবু দুলাভাইকে(কবি) ব্লগে আসার জন্য বলা হল। তা না হলে কথা আপুর সাথে আমি প্রেম করমু....![]()
 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৬
সনেট কবি বলেছেন: কে আপনার সে দুলাভাই?
৭| 
১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৫৮
নতুন নকিব বলেছেন: 
Very nice poem! Thanks for both of you. +
 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। বাংলা পাইপে সমস্যা হচ্ছে মনে হয়।
৮| 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:০৯
সিগন্যাস বলেছেন: আশা করছি এমন সুন্দর সনেট পড়ে ফুলঝুরি লেখালেখি আরো বাড়িয়ে দিবে ।
 
১৪ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
সনেট কবি বলেছেন: সেটা আমাদের সবার জন্য ভাল হবে।
৯| 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০১
কথার ফুলঝুরি! বলেছেন: ওরে সর্বনাশ! কি করেছেন কি কবি! এ তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি । আমার পছন্দ আর ভালোবাসার ঝুম ঝুম মুষলধারে বৃষ্টি  
 
গতকাল দ্বিতীয়বারের মত নিজের লেখাকে সর্বাধিক মন্তব্য পাওয়ার কারনে আলোচিত ব্লগে দেখে কি ভালো লাগছিল  
  আর প্রিয় কবিরও আমার লেখা কবিতার ঢং,  প্রতিটি লাইন এর প্রথম অক্ষরের মাধ্যমে বার্তা প্রদান করা বা বিশেষ কিছু প্রকাশ করা, বিষয়টি ভালো লেগেছে (যদিও আমি সেটি লিখেছি আরেকজন কবিকে দেখে) এবং সনেট কবি তার প্রিয়া কে নিয়ে ঠিক অমন একটি সনেট লিখেছেন আজ সকালে, নিচের লিঙ্কটি সেটি 
 রাবু (কবি প্রিয়া)
 এই সনেট টি আজ পর্যন্ত কবির লেখা আমার সবচেয়ে পছন্দের,  আর এর আগে ছিল 
সাহিত্য কন্যে সস-১, এটি
 গতকাল থেকে আজ পর্যন্ত এসব কিছু নিয়ে অনেক খুশী ছিলাম । কিন্তু সেই খুশী এখন দ্বিগুণ না কোটিগুণ বেড়ে গেল নিজের নামে সনেট দেখে  
  
 অবশেষে আমিও হলাম সনেট কবির সনেটের একটা অংশ  
  এত খুশী আমি কোথায় রাখি । খুশী যেন উপচে পরছে আমার  
 কবিকে শুধুমাত্র ধন্যবাদ না আরও একটা কিছু দিতে ইচ্ছে করছে  
 তবে সেটির জন্য একটু সময় লাগবে  
 অনেক বেশী ভালোবাসা আর শ্রদ্ধা কবি,  আপনার জন্য । আপনি সামুর গৌরব। 
 
@পদাতিক  চৌধুরি ভাই--- "অভিনন্দন আমার বোনকে। আর কবিকে জানাই কৃতজ্ঞতা" আপনার জন্য অনেক ভালোবাসা ভাইয়া। 
@পাঠকের প্রতিক্রিয়া বলেছেন----  "কথা আপুর মত চটপটে, হাসিখুশি, প্রাণবন্ত" 
ওরে আমার কাজিন
 আমিতো নাচছি তা ধিন ধিন 
 সনেট কবি আমাকে নিয়ে লিখেছে সনেট, আজকে তো আমারই দিন  
 
(তবে বিশেষণ গুলো ভালো লেগেছে)  
 
@পাঠকের প্রতিক্রিয়া বলেছেন-- 
আমাদের হবু দুলাভাইকে(কবি) ব্লগে আসার জন্য বলা হল। তা না হলে কথা আপুর সাথে আমি প্রেম করমু....
----- ওরে আল্লাহ্! কি কচ্ছেন কি মন্ডল ভাই 
আমি এবার পালাই পালাই  
 
@সিগন্যাস বলেছেন: 'আশা করছি এমন সুন্দর সনেট পড়ে ফুলঝুরি লেখালেখি আরো বাড়িয়ে দিবে"  --- হা সিগন্যাস ভাইয়া, এখন কথার ফুলঝুরি আরও বেশী ঝুর ঝুর করে লিখবে । হাহা  ![]()
 
১৪ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২৭
সনেট কবি বলেছেন: আপনার যোগ্যতার কারণেই পাঠক আপনার মূল্যায়ন করে।
১০| 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:১৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @কথার ফুলঝুরি!,
তুমি পালাইয়ো  না! আমার অতো খেয়াল ছিল না এটা কবি ভাইয়ের পেজ! আমি তখন আবেগে পইড়া মুখ ফসকে ওটা বইলা ফালাইছি!!!
 মাফ চাই, দোয়া চাই..![]()
পুনশ্চঃ
নাহ্, এবার থেকে মন্তব্য করতে গেলে দশবার ভাবতে হবে।।
(লজ্জায় তো আমিই পলায়া যামু...)
 
১৪ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২৮
সনেট কবি বলেছেন: লজ্জার কিছুই নেই। এ বয়সে এমনটা হতেই পারে। বয়স বাড়লে সব ঠিক হয়ে যাবে।
১১| 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন: 
নিকটি বেশ রোমান্টিক!
 
১৪ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২৯
সনেট কবি বলেছেন: কবি নিজেও বেশ রোমান্টিক।
১২| 
১৪ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
সনেট কবি ও কথার ফুলঝুরিকে
অনেক অনেক শুভেচ্ছা।
 
১৪ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
সনেট কবি বলেছেন: আশাকরি মৃত্যূর পর আপনি আমার সম্পর্কে দু’কলম লিখে পোষ্ট দিবেন। অবশ্য জীবিত অবস্থায়ও লিখেছেন সেজন্য কৃতজ্ঞ।
১৩| 
১৪ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:০০
কথার ফুলঝুরি! বলেছেন: @পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @কথার ফুলঝুরি!,
তুমি পালাইয়ো না! আমার অতো খেয়াল ছিল না এটা কবি ভাইয়ের পেজ! আমি তখন আবেগে পইড়া মুখ ফসকে ওটা বইলা ফালাইছি!!!
 মাফ চাই, দোয়া চাই..
---- হাহাহা !   
 কোন সমস্যা নাই মন্ডল ভাই। আমিতো মজা করছিলাম  
 আমি কি আমার প্রিয় সামু আর সামুর প্রিয় ব্লগার ভাই বন্ধুদের ছেড়ে পালাতে পারি   
 
@চাঁদগাজী বলেছেন: নিকটি বেশ রোমান্টিক!----  
 হাহা! জী জনাব চাঁদগাজী সাহেব, আপনি বুজেছেন তাহলে আমাকে  
 
@লেখক বলেছেন: কবি নিজেও বেশ রোমান্টিক--- তা আর বলতে, কবির সনেট ই বলে দেয় কবির মনে যে কত প্রেম  ![]()
 
১৪ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
সনেট কবি বলেছেন: বেশ উপভোগ্য মন্তব্য। সামুর বেশ ক’জন ব্লগারের মন্তব্যও একটা শিল্প মনে হয়। যদিও এক্ষেত্রে আমি অনেক পিছিয়ে।
১৪| 
১৪ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। দারুনতো
সনেট নিয়ে আন্দন আর খূশির বণ্যা বইছে দেখী এখানে ![]()
অভিনন্দন কথার ফুল ঝুরি ![]()
ধন্যবাদ সনেট কবি।
আপনার ব্লগার সনেট সিরিজ পূর্নতা পাক সাফল্যের সাথে।
 
১৪ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৩১
সনেট কবি বলেছেন: পথ এখনো অনেক বাকী। জানিনা কবে হবে পথের শেষ।
১৫| 
১৪ ই জুলাই, ২০১৮  রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী সনেট লিখতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছি আমি। 
 
১৪ ই জুলাই, ২০১৮  রাত ৮:১৫
সনেট কবি বলেছেন: চালিয়ে যান। কথায় বলে একবার না পারিলে দেখ শতবার।
১৬| 
১৪ ই জুলাই, ২০১৮  রাত ৮:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম  
 কবিতাটির মধ্যে আমার প্রিয় লাইন 
"বলে কবি কানে আমাকে বরণ কর ভালবাসা দিয়ে" 
আসলেই আমি ভালবাসাই তো চাই  ![]()
 
১৪ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪০
সনেট কবি বলেছেন: আপনার লেখায় ভালবাসার ছোঁয়ামিলে।
১৭| 
১৪ ই জুলাই, ২০১৮  রাত ১১:৫৬
শামচুল হক বলেছেন: সনেট কবি ও কথার ফুলঝুরিকে শুভেচ্ছা।
 
১৫ ই জুলাই, ২০১৮  রাত ১২:৩২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার।
১৮| 
১৪ ই জুলাই, ২০১৮  রাত ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কথার ফুলঝুরি ও সনেট কবিকে শুভেচ্ছা।
 
১৫ ই জুলাই, ২০১৮  রাত ১২:৩২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১৯| 
১৫ ই জুলাই, ২০১৮  দুপুর ২:০৪
কথার ফুলঝুরি! বলেছেন: আমি কিন্তু অপেক্ষায় আছি কবির মন্তব্য এর জন্য  
 
সনেট, সনেট কবি এবং একজন কথার ফুলঝুরি  
 
 
১৫ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৫০
সনেট কবি বলেছেন: বিলকুল দারুণ পোষ্ট হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ১:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার লেখা সনেটগুলো প্রতিটা ব্লগারকে বেশ অনুপেরনা যোগায়।