| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

জীবনের সময়ের সেরা অতিক্রম
যুবদের।কার্যক্রমে মনভাবে থেকে
আশাজাগানিয়া যুব, সৌভাগ্যের এঁকে
দিবে আলপনা রাশি; চিন্তা দিয়ে বাদ।
শিশু ও বুড়োর চেয়ে যুব অনুপম
সাধ্যের বিবেচনায়। তারা গেলে বেঁকে
ভুল পথে, কি উপায় অন্যদের ঠেঁকে
জীবন বন্দরে একা, ছেড়ে আশাবাদ?
যুবজয় মানে হলো জীবনের জয়,
সেরকম যুব জ্যোতি।যাতে নিরিবিলি
সুখের বারতা আনে।অবক্ষয় নয়
কখনো তাদের তারা, হবে কৌতুহলি
দীগন্তে মেঘের রাজ্যে ছুটতে নিরন্ত,
সর্বদা আপন মনে থেকে প্রাণবন্ত। 
 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৫
সনেট কবি বলেছেন: হতাশ হলাম। যুবর জন্য নতুন কিছু করতে পারলামনা!
২| 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৩| 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৪১
মহসিন ৩১ বলেছেন: হা হা ..কেন স্যার , আপনি কেন হতাশ হবেন। হৃদয়ের বাক্যের কাছে হারলে তো আমারও হার হবে। .আসলে কি; আপনি কাজ বাড়িয়ে দিলেন কিনা আবার, আমি তো তাই ই ভাবছিলাম।
 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
সনেট কবি বলেছেন: তবে কি আমি বুঝতে ভুল করলাম।
৪| 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৫২
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর খবিতা হয়েছে ভাই।
 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৫| 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৪
ঠ্যঠা মফিজ বলেছেন: ভাই কবিতা হবে।
 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৪
সনেট কবি বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৬| 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:১৫
স্রাঞ্জি সে বলেছেন: 
আজকাল যুবদের চিন্তাধারা প্রতিক্ষণে ক্ষণে যেন পঙ্গু হয়ে যাচ্ছে। 
কবিতায় ভাল লাগা ++
 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৫
সনেট কবি বলেছেন: কিন্তু তারাই জাতির শ্রেষ্ঠাংশ।
৭| 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৮
চাঁদগাজী বলেছেন: 
যুবকেরা মাথাকে হালকা রাখার চেষ্টা করছে
 
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৬
সনেট কবি বলেছেন: তাতে তাদের দায়িত্ব হালকা হবেনা।
৮| 
১৬ ই জুলাই, ২০১৮  রাত ৮:২৮
সিগন্যাস বলেছেন: আজকাল যুবকেরা তো ভূতে বিশ্বাস করেনা  ![]()
 
১৭ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৩৪
সনেট কবি বলেছেন: ভূতে বিশ্বাস করেইবা কি হবে? ভূততো কোন কাজ করে দেয়না। ভূত যদি কোন কাজে লাগতো তবে যুবকেরা অবশ্যই বিশ্বাস করতো।
৯| 
১৬ ই জুলাই, ২০১৮  রাত ১০:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যুব শক্তিই দেশের শক্তি। যুবকদের মাঝে তারণ্য আছে। যাদের মাঝে তারণ্য আছে তারা চাইলে বিশ্ব জয় করতে পারে।
 
১৭ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৩৫
সনেট কবি বলেছেন: যুব সমাজ উন্নত হলেই দেশ উন্নত হবে।
১০| 
১৭ ই জুলাই, ২০১৮  রাত ১২:৪৩
ল বলেছেন: লিখেন, বেশী বেশী লিখবেন, আমাদের জন্য, এই মস্তিষ্ক সম্বলিত মানুষগুলির জন্য। ধন্যবাদ।
 
১৭ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৩৭
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা ।
১১| 
১৭ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: দুর্দান্ত।
 
১৭ ই জুলাই, ২০১৮  সকাল ১১:০৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১২| 
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:০০
অচেনা হৃদি বলেছেন: ভালো লেগেছে। ++ ![]()
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
মহসিন ৩১ বলেছেন: থিম একটু পুরাতন মনে হচ্ছে তারপরও ---অপূর্ব হয়েছে কবিতা।