| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

‘সম্রাট ইজ বেস্ট’ তা’ পড়ে এক এক
রত্নকথা পোষ্ট তাঁর  হয় অবগতি 
ছড়ানো ছিঁটানো সব মুগ্ধতার মতি 
জ্ঞানকথা সাহিত্যের বিভিন্ন শাখার।
এখানে চমৎকার সুকথা অনেক
সাজানো গুঁছানো আছে যেন রূপবতি
কন্যাসব বসে আছে সাথে নিয়ে পতি
মায়াময়ি দৃষ্টিতুলে সুনিরবতার।
সাহিত্যের পুষ্পদল ঝরে অবিরল
বিমোহিত ব্লগবাড়ি।কাছে নেয় টানি
প্রিয়তমে যেন কোন বালিকা চঞ্চল।
সম্রাটের সাহিত্যের মিঠে নদী পানি
পানকরে সকলের পরান জুড়ায়
যা মনে তৃপ্তির পূর্ণ প্রশান্তি ছড়ায়। 
ব্লগার সম্রাট ইজ বেস্ট
 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১২:০১
সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| 
১৭ ই জুলাই, ২০১৮  রাত ১০:৪৬
স্রাঞ্জি সে বলেছেন: প্রথমে আমার প্রীশু নিয়েন। 
সনেট কবিতা ভাল লাগল, ++
 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১২:০২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৩| 
১৭ ই জুলাই, ২০১৮  রাত ১০:৪৮
চঞ্চল হরিণী বলেছেন: "সাজানো গুছানো আছে যেন রূপবতী
কন্যা সব বসে আছে সাথে নিয়ে পতি"  অনেক সুন্দর লিখেছেন সনেট কবি ভাই।
 শেষ স্তবকের শেষ চার লাইন অনেক বেশি সুন্দর। এমনি আরও লেখার জন্য অনেক শুভকামনা।
 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১২:০৩
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৪| 
১৭ ই জুলাই, ২০১৮  রাত ১১:০১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার প্রথম মন্তব্যটা আসলো না কেন?![]()
চৌধুরি পরিবারের গর্ব
ব্লগের তিনি রবি
সবাই তাকে বাসে ভালো
নামটি সনেট কবি।।![]()
 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১২:০৪
সনেট কবি বলেছেন: মনে হয় পরে এসেছে।
৫| 
১৭ ই জুলাই, ২০১৮  রাত ১১:০৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: 
সম্রাট ভাই বস
খায় শুধু সস।।![]()
সম্রাট ভাই ভদ্র, শান্ত, অমায়িক, সাদা মনের মানুষ।
সমস্যা হল, তিনি ফাঁকিবাজ। ব্লগে নিয়মিত পোস্ট দেন না।![]()
সম্রাট ভাইয়ের এক হালি সন্তান হোক, তিনি কচ্ছপের মত শতবর্ষ বেঁচে থাকুন।।![]()
 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১২:০৮
সনেট কবি বলেছেন: বেশ বলেছেন।
৬| 
১৭ ই জুলাই, ২০১৮  রাত ১১:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবিভাই, 
আশাকরি ভালো আছেন। আজকের সুন্দর সনেটটি আমাদের অত্যন্ত প্রিয় সম্রাট ভাইকে নিয়ে।সম্রাট ভাই ক্ষমতাতে সম্রাট নন, তবে ভদ্রতায়, রুচিতে আমার দেখা ব্লগের অলিখিত সম্রাট । অভিনন্দন প্রিয় সম্রাট ভাইকে। কবিকে জানাই ধন্যবাদ।  
দুজনকে আমার অন্তরের ভালোলাগা ও শুভকামনা।
 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১২:০৯
সনেট কবি বলেছেন: তাঁকে নিয়ে সনেট লেখার কথা অনেক দিন থেকে ভাবছিলাম।
৭| 
১৭ ই জুলাই, ২০১৮  রাত ১১:২৯
অচেনা হৃদি বলেছেন: দ্যা বেস্ট ! +
 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১২:১০
সনেট কবি বলেছেন: বেস্ট বটে।
৮| 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১:২৭
কাওসার চৌধুরী বলেছেন: সম্রাট ভাই ভদ্র, শান্ত, অমায়িক, সাদা মনের মানুষ। উনাকে নিয়ে সনেট লেখায় ধন্যবাদ আপনাকে।
 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ৭:৩২
সনেট কবি বলেছেন: এক কথায় তাঁর সম্পর্কে চমৎকার বলেছেন।
৯| 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১:৩০
কুঁড়ের_বাদশা বলেছেন: 
 
আমি সম্রাট ওস্তাদের লেখার চরম ভক্ত !!!!!!!!!!! 
  
  ![]()
 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ৭:৩২
সনেট কবি বলেছেন: আমিও!!!!!!!!!!!
১০| 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী বলব! বাকহারা!! সনেট কবি আমার মত নগণ্যের প্রশংসা করে সনেট লিখেছেন ভাবতেই লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে! আমার মত সামান্য একজন হাতুড়ে লেখকের জন্য সনেট কবির মত সম্মানীত আর বর্ষীয়ান ব্লগারের সনেট লেখার প্রয়াসকে অন্তরের অন্তস্তল থেকে সাধুবাদ জানাই! আর কমেন্টে প্রিয় ব্লগাররা এত এত প্রশংসাপূর্ণ কমেন্ট করে আমার চোখমুখ একেবারে লাল করে দিয়েছেন! আমি সত্যিই লজ্জা পেয়েছি! 
সম্মানীত সনেট কবির দুর্দান্ত কবিতা ও সুপ্রিয় ব্লগারদের অমূল্য মন্তব্যগুলো আমার জীবনে মহামূল্যবান রত্ন হিসেবে হৃদয়ের মনিকোঠায় সবসময় সংরক্ষিত থাকবে। আপনাদের সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা! 
 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ৭:৩৪
সনেট কবি বলেছেন: ব্লগারগণ যথাযথ মান্যবরকেই সম্মান করেছেন।
১১| 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: ব্লগার সমাট্র এর লেখা আমার ভালো লাগে।
 
১৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:০৭
সনেট কবি বলেছেন: আমারও ভাল লাগে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৮  রাত ১০:৪০
তারেক_মাহমুদ বলেছেন: সম্রাট ভাই সামুতে আমার প্রিয় মানুষদের একজন। অনেক ধন্যবাদ সনেট কবি প্রিয় সম্রাট ভাইকে নিয়ে লেখার জন্য।