![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ব্লগে চঞ্চল হরিণী অনিবার মনে
ছুটে চলে সাহিত্যের তরু বিথী ছায়
গদ্য পদ্য চিত্রকল্পে দীপ্তি সুষমায়,
সেথায় সুখেরা আসে রঙধনু রূপে।
কথাদল অরণ্যের সুগভীর বনে
চঞ্চল হরিণী ছুটে।সচকিতে চায়
ভুলরূপ বাঘেরা না ঘাড় মটকায়
ঝোঁপেতে লুকিয়ে থেকে আড়ালেতে চুপে।
চেয়ে দেখি প্রজাপতি পত্র পুষ্প দলে,
জোনাকিরা জ্বলে নিভে জ্বালে মিটি মিটি
ক্ষুদ্র ক্ষুদ্র আলো কণা।ঝিঁ ঝিঁ কথাবলে
রাতেরে জাগিয়ে রাখে, সব পরিপাটি
হরিণীর ব্লগবনে।করি অনুভব
কথা ফুল পাখিদের নিত্য কলরব।
ব্লগার চঞ্চল হরিণী
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৭
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।
২| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৬
কাইকর বলেছেন: বরাবরের মতো এই সনেট ও মন কেড়েছে ।সুন্দর
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় নাট্য পরিচালক।
৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৭
এ.এস বাশার বলেছেন: শুভ সকাল শ্রোদ্ধেয় কবি। প্রাণবন্ত হয়েছে।
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব বাশার।
৪| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: কোনো ব্লগারকে বুঝতে হবে, জানতে হলে-
আপনার পোষ্ট পড়লেই হবে।
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪
সনেট কবি বলেছেন: অবশ্য লিং ধরে তার ব্লগে গেলে আরেকটু ভাল হবে।
৫| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হরিনী হরিন গতিতে ব্লগে ছুটে চলুক।
ধন্যবাদ।
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৫
সনেট কবি বলেছেন: সেটাই হয়ত সবার প্রত্যাশা।
৬| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!!! ভালো উপস্থাপন আমাদের আপুকে নিয়ে। ওনার লেখাতে চিনেছি এক উচ্চমননের ব্লগারকে । কমেন্ট করেনও ভীষণ মেপেমেপে। আপুকে অনেক অভিনন্দন ও শ্রদ্ধা। আর কবিকে ধন্যবাদ।
দুজনকে অনেক শুভকামনা রইল।
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৭
সনেট কবি বলেছেন: গুণের কারণেই মানুষ মানুষের অন্তরে আসন করে নিতে পারে।
৭| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৪
নতুন নকিব বলেছেন:
সুন্দর সনেট। দু'জনকেই শুভেচ্ছা।
১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৮
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।
৮| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
দেখা যাক, এবার চন্চলতা কমে কিনা
১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭
সনেট কবি বলেছেন: আমিতো চাই চঞ্চলতা বেড়ে যাক।
৯| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪
সিগন্যাস বলেছেন: কেমন আছেন সনেট সাহেব? আপনাকে বেশি ব্যস্ত মনে হচ্ছে । সংক্ষেপে প্রতিউত্তর দিচ্ছেন
১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২
সনেট কবি বলেছেন: এখানে থাকা সনেটটি পোষ্ট হিসেবে প্রদান করায় এখান থেকে মুছে দেওয়া হলো। আর বিবিধ কাজে ব্যস্ত থাকায় উত্তর সংক্ষেপে প্রদান করতে হয়।
১০| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫
চঞ্চল হরিণী বলেছেন: আমি একেবারেই সারপ্রাইজড ! ব্লগে দুই বছরের অধিক পথচলায় আমার সবচেয়ে ভালো দিন আজকে। কিভাবে এই আনন্দ অনুভূতি প্রকাশ করবো বোঝাতে পারছি না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং শ্রদ্ধা প্রিয় সনেট কবি ভাই। চঞ্চলতা বেড়েই যাবে মনে হয়। আমার অন্তরে আপনারও স্থায়ী আসন হয়ে গেলো। ভীষণ ভালো থাকুন। দীর্ঘজীবী হন আর এভাবেই সনেট লিখে ব্লগারদের উৎসাহ, অনুপ্রেরণা দিয়ে নিজেও ভালোবাসায় সিক্ত হন। আরেকবার প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি।
১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
সনেট কবি বলেছেন: আপনি আপনার উঁচুমানের লেখা দ্বারা পাঠকদের প্রিয় ভাজন হয়েছেন। তো আপনার একজন পাঠক হিসেবে হয়ত আমি আপনার জন্য দু’কলম লেখার চেষ্টা করেছি।
১১| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০
চঞ্চল হরিণী বলেছেন: আমাদের অতিপ্রাকৃত ব্লগার সিগন্যাসকে নিয়ে লেখা সনেটটাও অনেক ভালো হয়েছে। একেবারে পারফেক্ট ! সিগন্যাসের জন্য আর শুভকামনা কি জানাবো, সে তো নিজেই । বরং সনেট কবি ভাইকেই এমন সনেট লেখার জন্য অভিনন্দন ও সাধুবাদ জানাই
।
১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
সনেট কবি বলেছেন: আপনি সার্টিফাই করাতে আর এডিটিং না করে সরাসরি পোষ্ট দিয়ে দিলাম।
১২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫১
রাকু হাসান বলেছেন: রাজীব নুর বলেছেন: কোনো ব্লগারকে বুঝতে হবে, জানতে হলে-
আপনার পোষ্ট পড়লেই হবে।-শতভাগ একমত ,
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!!! ভালো উপস্থাপন আমাদের আপুকে নিয়ে। ওনার লেখাতে চিনেছি এক উচ্চমননের ব্লগারকে । কমেন্ট করেনও ভীষণ মেপেমেপে। আপুকে অনেক অভিনন্দন ও শ্রদ্ধা। আর কবিকে ধন্যবাদ।
দুজনকে অনেক শুভকামনা রইল।-হাজারো বার একমত,
অসাধারণ ক্ষমতা আপনার ,প্রতিনিয়ত উচ্চমানের লেখা যাচ্ছেন,একটি সু-বাতাস
বয়ে চলে সামুতে ,সেটা শ্রদ্ধেয় কবি আপনার জন্যই । সেই সাথে একটি উপহার ও গুণি কবির কাছ থেকে ,যা অমূল্য । কে না চায় তাকে নিয়ে সনেট লেখা হউক !
আর চঞ্চল হরিণী আপুর কথা কি বলবো ! আমি অল্প কয়েকদিনের মানুষ ,এখনো জানার -শেখার ,বুঝার অনেক বাকি , তিনি শেখাচ্ছেন অনেক কিছূ ,বোন বলে ডেকেছি ,ছোট ভাই গ্রহণ করে আদরে রেখেছে । একজন নবীন অ-পরিক্ষীত ব্লগারের কি পাওয়া সেটা .সেই বুঝবে ।অবশ্য আমার বোনটাও বুঝে (অবশ্য আমার বোনটাও বুঝে--এটা না বললে বকা খেতে হবে ,তাই বললাম , সনেটটি প্রিয়তে স্থান দিয়ে সম্মান করার চেষ্টা করলাম ,কোনদিন শ্রদ্ধেয় সনেট কবি,ভাই-বোনের সর্ম্পক নিয়ে স্মৃতিচারণ তো করতে পারবো । এমন একজন উচু মানের ব্লগার সামুতে কম ই আছে । না,একটু ও বেশি বলছি না ,এটা বিশ্বাস করি ,কারও দ্বিমত থাকারও কথা নয় ,থাকলে তাঁর মতামতে শ্রদ্ধা টুকু থাকবে ।
আামার আরেক টি বিষয় খুব ভাল লেগেছে কবি ,জানি না ,লক্ষ্য করেছেন কিনা ,সামুতে কিছু বিষয় নিয়ে বির্তক,আছে ,কিন্ত আপনার সনেট ! এখানে কিন্ত সবাই এক হয়ে যায় ,অাপনার কোন বিপক্ষ থাকার কথাও নয় । এটি অর্জন ,যার কৃতিত্ব অাপনার ,গর্বের ।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৮
সনেট কবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছেন। অন্তত এ ক্ষেত্রে আমি দূর্বল।
১৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শ্রদ্ধেয় সনেট কবি ও সুপ্রিয় ব্লগার চঞ্চল হরিণী দু’জনকেই অভিনন্দন! খুব অল্প সময়ের মধ্যেই চঞ্চল হরিণী ব্লগে নিজের আসন পাকাপোক্ত করে নিয়েছেন। তাঁর লেখা ও সুন্দর কমেন্টগুলো ব্লগের আকর্ষণ শতগুণ বাড়িয়ে দিচ্ছে। তাঁর জন্য শুভকামনা!
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৬
স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল ও প্রীশু ভাইজান।
সনেট কবিতা সবটার মতো এটাও প্রাণবন্ত সনেট। ভাল লাগল।
ব্লগার চঞ্চল হরিণী আমার একজন প্রিয় ব্লগার।