| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

গল্পকার সিগন্যাস গল্পের ভূবনে
সমাদৃত। ভূতদের প্রিয়জন হয়ে
তিনি লেখেন তাদের কর্ম পরিচয়ে
অতিপ্রাকৃত গল্পের দূর্দান্ত ঘটনা।
ত্যানাদের নিয়ে তাঁর কথা জমে মনে
ঘুরপাক খায় সব নিভৃত হৃদয়ে
নাড়া দিয়ে যায় তাঁর দীপ্ত বোধদয়ে
তাই নিয়ে চলে তার কাহিনী রচনা।
জ্বীন-ভূত অনেকের কাছে বিশ্বাসের
কোন কিছু নয় বলে এসবের ভাবে
তারা থাকে নির্বিকার। বিশ্বাসে যাদের
এরা আছে এদেরকে তারা ভয় পাবে।
সিগন্যাস এভাবেই কাহিনীটা বলে
ত্যানরা তখন যেন সোজা আসে চলে। 
ব্লগার সিগন্যাস
 
১৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৬
সনেট কবি বলেছেন: তারে দেখে আবার ডরায়েন না।
২| 
১৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
 
১৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
৩| 
১৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন: 
মানুষের পৃথিবী থেকে ভয়ভীতির রাজ্য উনার বিচরণ
 
১৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৮
সনেট কবি বলেছেন: ওটা তাঁর প্রিয় সাবজেক্ট।
৪| 
১৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:২৪
পবিত্র হোসাইন বলেছেন: উরি বাবা !!!!
 
১৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৯
সনেট কবি বলেছেন: ডরাইলেও ভয় পাবেন না।
৫| 
১৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: 
ভূতের বাদশা কই?![]()
পুনশ্চঃ
সিগন্যাস ভাইকে পেত্নীর সাথে বিয়ে দেয়া হোক!![]()
 
১৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৯
সনেট কবি বলেছেন: আপনি কৈন্যা দেখেন।
৬| 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
কাইকর বলেছেন: চমৎকার সনেট
 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় নাট্য পরিচালক।
৭| 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
ভ্রমরের ডানা বলেছেন: 
ব্লগার সিগন্যাস কে অভিনন্দন!
 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৮| 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:১৮
সিগন্যাস বলেছেন: আহা অবশেষে আমার পালা এলো  
 
 
 দাঁড়ান । একটু গুচিয়ে নেয় । তারপর মন্তব্য করছি
 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
সনেট কবি বলেছেন: তবে তাই হোক।
৯| 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
রাকু হাসান বলেছেন: বাহ !  
 ,ভাল হয়েছে
 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১০| 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৫
চঞ্চল হরিণী বলেছেন: সিগন্যাসের ছবিটা যা দারুণ হয়েছে  
 ।  সিগন্যাস আমার জন্য লেখা পোস্টেও তোমার জন্য একটা কমেন্ট রেখে এসেছি  
 ।
অভিনন্দন সিগন্যাস। আর সনেট ভাইকে কি বলবো। উনি অসাধারণ অনুপ্রেরণামূলক কাজ করে যাচ্ছেন। ব্লগারদের ভালোবাসায় সিক্ত থাকুক সনেট ভাইয়া এই কামনা করি 
 ।
 
১৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
১১| 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:১২
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । 
ব্লগার সিগন্যাস-এর জন্য  অভিনন্দন রইলো । 
আপনাকে শুভকামনা
 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১০:১৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১২| 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪১
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন জাঁহাপনা।
ভাল লাগা সনেট কবিতা হে জাঁহাপনা। +++
 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১০:১৪
সনেট কবি বলেছেন: মন্তব্য ও প্লাসের জন্য নিরন্তর শুভেচ্ছা।
১৩| 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৪
দি এমপেরর বলেছেন: সনেট কবি আপনি এগিয়ে চলুন আর এমনিভাবে ব্লগারদের নিয়ে সনেট লিখতে থাকুন। আপনার জন্য শুভকামনা রইল।
 
১৮ ই জুলাই, ২০১৮  রাত ১০:১৫
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| 
১৯ শে জুলাই, ২০১৮  ভোর ৬:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: অতিপ্রাকৃত গল্প স্পেশালিষ্ট ব্লগার সিগন্যাসকে অভিনন্দন।
 গতকাল রাতেও সনেটটি পড়েছিলাম, কিন্তু আমি কমেন্ট করার মন ঝুকি নিতে চাইনি। আমার শুধু দিনের বেলার বন্ধুর জন্য অনেক অনেক ভালোলাগা ও শুভকামনা। 
কবিকে জানাই অন্তরের শুভেচ্ছা। 
 
১৯ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৫৭
সনেট কবি বলেছেন: দারুণ বলেছেন চৌধুরী ভাই।
১৫| 
১৯ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৩৪
গরল বলেছেন: কবিতা না বুঝলেও সনেট লেখা যে অত্যান্ত কৃতিত্বের কাজ সেটা বুঝি। সনেট লিখতে ১৩ শব্দ না ১৩ লাইনের কি জেন একটা ব্যাপার আছে একটু বুঝিয়ে বলবেন।
 
১৯ শে জুলাই, ২০১৮  বিকাল ৪:২৫
সনেট কবি বলেছেন: সনেট প্রতি পদে ১৪ অক্ষর ও ১৪ লাইন হতে হয়। পদ ও লাইন ৮+৬ হতে হয়। এরপর আরো কিছু নিয়ম কানুন রয়েছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ব্লগার সিগন্যাস,

সিগন্যালজ্বী কই?
তাহার সহিত আমার লড়াই হইবেক!!!!