![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
সাহিত্য সমালোচনা লেখকে জানায়
পাঠক প্রতিক্রিয়া, ব্লগে চেষ্টা তার
সুন্দর মন্তব্য পোষ্টে দেয়া উপহার
মন্ডলের ছেলে যাঁর সুভদ্রের মন।
নিজাম উদ্দিন নামে সমবেদনায়
সকলের সাথে ছিল।পোষ্টে বার বার
দেখা যেত সুমন্তব্যে।সবার আব্দার
রক্ষায় থাকতো তার অন্তর আপন।
লেখা হয়েছে কেমন, কেউতো বলুক
লেখকেরা চায় সেটা। লেখা অনুপম
গতি নিয়ে অবিরত এগিয়ে চলুক
পাঠকের প্রতিক্রিয়া চায়না তা’কম।
সুখময় হোক তাঁর জীবনের চলা
এমনি থাকুক তাঁর অন্তর উজ্বালা।
ব্লগার পাঠকের প্রতিক্রিয়া
ব্লগার নিজাম উদ্দিন মন্ডল
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৯
সনেট কবি বলেছেন: আশাকরি তিনি বিষয়টা বুঝার চেষ্টা করবেন।
২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: এইতো!!!
নুতন নিকেও সমান জনপ্রিয় আমাদের মন্ডল ভাই। খাসা সনেট হয়েছে। হে হে হে।
দুজনকেই অন্তরের ভালোলাগা ও শুভকামনা।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩০
সনেট কবি বলেছেন: কিন্তু তাঁকে একটু রয়েসয়ে চলা দরকার বলে মনেকরি।
৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৪
কাইকর বলেছেন: এটা কি আমাদের মন্ডল ভাই??
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩১
সনেট কবি বলেছেন: তাঁর ভাষ্যমতে এটা তাঁর আই ডি।
৪| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৮
স্রাঞ্জি সে বলেছেন: ও আল্লাহ এই তাহলে ওই। নেজাম ভাইয়ের লেখা গুলো পড়তাম। খুবই ভাল লাগত।
কবিতায় ভাল লাগা ++
তাঁর জন্য ও আপনার জন্য শুভ কামনা।
আপনার সনেট রাজ্য চলতে থাকুক আজীবন।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ স্রাঞ্জি সে
৫| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: মন্ডল নবীন ব্লগার তার জন্য শুভকামনা থাকলো ।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৬| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৮
অচেনা হৃদি বলেছেন: হায় হায়, এটা কি করলেন ? সনেট লেখার মত ব্লগার আর পেলেন না !
১ নং মন্তব্যটা বেশ ভালো লেগেছে । আমি সেটাকে মার্ক করছি ।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৫
সনেট কবি বলেছেন: অনেকে তাঁকে বেশ পছন্দও করে।
৭| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৪
কাওসার চৌধুরী বলেছেন:
এই নিকটি প্রিয় মন্ডল ভাইয়ের হলেও; আগের নিকটি অনেক ভাল লাগার। খুবই আমুদে, ভাল মনের একজন মানুষ তিনি। সহ ব্লগারদের তিনি খুবই কেয়ার করেন, মাঝে মাঝে ভালবেসে খোঁচা মেরে রম্য কবিতা লেখেন; আমরা মন্ডল ভাইয়ের রম্য খুব উপভোগ করি। এই অল্প কিছুদিনের পরিচয়ে অনেক আপন হয়ে গেছেন তিনি। নতুন ব্লগারদের তিনি খুব কেয়ার করেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করে।
প্রিয় সনেট কবি অনেক সময় নিয়ে ব্লগারদের নিয়ে সনেট লেখেন; এটা অনেক পরিশ্রমেেের কাজ। একজন বড় মনের মানুষ না হলে এমন সনেট তিনি লেখতেন না। এজন্য প্রিয় কবিকে ধন্যবাদ। শুভ কামনা রইল সনেট কবি আর মন্ডল ভাইয়ের জন্য।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৭
সনেট কবি বলেছেন: কিন্তু ব্লগে কেউ কেউ তাঁকে অপছন্দ করে বলেও মনে হয়।
৮| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @সনেট কবি
কবি ভাই, আমি আজকের সনেটটা পড়েছি!!!
দুর্দান্ত সনেটের জন্য হিরোর পক্ষ থেকে ধন্যবাদ। মিষ্টি খান.....
ইয়ে! মানে...
আপনাকে তো আগেই বলেছিলুম, নিজের নামের পাশে ব্লগার(!!!) শব্দটা দেখলে, আমার কেমন কেমন লাগে!!
ব্লগার না দিয়ে, হিরো শব্দটা লেখা যায় না??
শিরোনামঃ ব্লগের হিরো পাঠকের প্রতিক্রিয়া!
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৯
সনেট কবি বলেছেন: ওভাবে লিখলে একটু বেশী হয়ে যাবে।
৯| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @চাঁদগাজীবলেছেন:সনেট লিখছেন, ভালো হলো; পারলে, একটু দোয়াও করে দেন, উনি যেন লাফালাফি কম করেন।
... চামচিকার লাফালাফিতে হাতিরা ভয় পাচ্ছে কেন??
তবে কি আমি চমচিকা নই!!!!
আমি কী বাঘ? না সিংহ??????
(গাজী ভাই! ব্লগের সবাই আমাকে ভালোবাসে। শুধুমাত্র আপনি আর মডুরাই.....
)
@পদাতিক চৌধুরি, .. ধন্যবাদ চৌধুরি বাড়ীর গর্ব।
@কাইকর, .. ইয়েস, আই অ্যাম মন্ডল।
@স্রাঞ্জি সে, .. ধন্যবাদ জামেমান আপু।।
@সেলিম আনোয়ার// প্রিয় কবি, তরুন প্রজন্মের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।
@অচেনা হৃদি// পিচ্চি হিরোইন? খবরদার, ভুলেও আমার শত্রুর দলে যোগ দিবে না।।
@কাওসার চৌধুরী,// ... ধন্যবাদ প্রিয় বন্ধু, ধন্যবাদ। আমরা তরুন প্রজন্ম, ভবিষ্যতে ব্লগিং এ একটা হইচই ফেলেদেব।।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৩
সনেট কবি বলেছেন: বেশ লাগল।
১০| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৬
অচেনা হৃদি বলেছেন: @পাঠকের প্রতিক্রিয়া , এই মিয়া, আমি তো আপনার শত্রুদের দলে অলরেডি আছি, আর কি যোগ দেব ?
হিহিহি....
শুনেন আপনাকে একটা কথা বলি, কোনদিন যদি দেখেন আমি আপনার বিরুদ্ধে লিখে ফেলেছি, মানে সরাসরি শত্রুতা শুরু করি তাহলে বুঝে নিবেন আমার ব্লগ হ্যাক হয়েছে ।
আশা করি কিছু বুঝেছেন !
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৯
সনেট কবি বলেছেন: দারুণ মন্তব্য।
১১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্ডল ভাই, থুড়ি- পাঠকের প্রতিক্রিয়া ভাইকে নিয়ে অসাধারণ সনেট লেখার জন্য শ্রদ্ধেয় সনেট কবিকে আন্তরিক ধন্যবাদ! মন্ডল ভাইকে বিনা বিচারে হাজতে আটকে রেখে ওসি সাহেব (মডুরা) মনে হয় কোর্টে চালান দিতে ভুলেই গেছেন। তা না হলে তাঁর শাস্তি শেষ হচ্ছে না কেন? তাড়াতাড়ি তাঁকে কোর্টে উপস্থিত করে শাস্তির মেয়াদটা জানিয়ে দেয়া হোক। এভাবে বিনা বিচারে হাজতে আটকে রাখা ঠিক হচ্ছে না।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৮
সনেট কবি বলেছেন: সহমত
১২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২০
চাঁদগাজী বলেছেন:
আপনার বন্ধুর অভাব নেই; কিন্তু ওরা তো টের পায় না, কখন আপনার বিপদ আসছে! গতবার, আপনাকে ইংগিতে বলেছিলাম, "কিছু নিয়ে ব্লগিং " করেন; আপনি বুঝেননি।
এবার, আবারও বলছি, থিতু হোন, কিছু নিয়ে ব্লগিং করেন।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৭
সনেট কবি বলেছেন: আপনার কথা বুঝলে ভালই হয়।
১৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @অচেনা হৃদি,.... ... ওকে প্রিয় ওকে!!
@সম্রাট ইজ বেস্ট.... , ধন্যবাদ সম্রাটজ্বী। আপনার বিয়ের খবর কী??
পুনশ্চঃ
আমাকে আদালতে হাজির করো হোক। আমি নিজেই ডিফেন্স ল'ইয়ার/ উকিল হব। দেখি, ব্লগে কত বড় পাবলিক প্রসিকিউটর আছে???
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৯
সনেট কবি বলেছেন: কিন্তু এরা কখনই কোর্টে তোলেনা। গোপনে বিচার করে শাস্তি দিয়ে দেয়। এমনকি শাস্তির মেয়াদটাও অপরাধীকে জানায়না। হতে পারে সেটা কেয়ামত পর্যন্ত।
১৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: @সম্রাট ইজ বেস্ট.... , ধন্যবাদ সম্রাটজ্বী। আপনার বিয়ের খবর কী??
বিয়েটা তো আপনার জন্যই হতে পারছে না। পাত্রী গোঁ ধরেছে, মন্ডল ভাই বিয়েতে না নাচলে আর না গাইলে সে বিয়েই করবে না।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৩
সনেট কবি বলেছেন: ভীষণ খবর।
১৫| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩১
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "আপনার কথা বুঝলে ভালই হয়। "
-আপনি বুঝতে পেরেছেন, উপরের কমেন্টটা আমাদের হিরো সাহেবের জন্য!
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৪
সনেট কবি বলেছেন: তাঁর কথাই বলছি। তাঁর একটু বুঝে সুজে চলা ভাল। যেটা আপনি বলেছেন আমি এর সাথে একমত।
১৬| ১৯ শে জুলাই, ২০১৮ ভোর ৬:১৯
সিগন্যাস বলেছেন: আমার মনে হয় জনাব প্রতিক্রিয়ার উপর মাঝে মাঝে জিনের আছর হয় । মন্তব্য দেখে তাই মনে হয় । গাজি সাবের মন্তব্যে দারুণ মজা পেলাম
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৩
সনেট কবি বলেছেন: কি জানি!
১৭| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী একজন ব্লগারকে নিয়ে এত সুন্দর করে লেখার জন্য।
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১৮| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ইনি তাহলে তিনি।
বেশ বেশ।
+++
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫
সনেট কবি বলেছেন: জি
১৯| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৭
নতুন নকিব বলেছেন:
মন্ডল ভাই সদা হাসিখুশি অত্যন্ত আন্তরিক মানুষ। তার জন্য শুভকামনা। আপনার প্রতিও।
১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি
২০| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬
রায়হানুল এফ রাজ বলেছেন: সনেট পড়তে সব সময়ই ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইলো কবি।
১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
২১| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৭
কুঁড়ের_বাদশা বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
সনেট লিখছেন, ভালো হলো; পারলে, একটুও দোয়াও করে দেন, উনি যেন লাফালাফি কম করেন। বেশী লাফালাফি করলে, আপনাকে একই ব্লগারের জন্য অন্য নিকে আবারো সনেট লিখতে হবে।
চাঁদগাজী নানার কথায় খাস দিলে একখানা লাইক প্রদান করা হইল !!!!!!!!!!!!!!!!!
নিজাম দাদা ব্লগের হিরু আলু’ম কথাটা শুনে হার্ট এ্যটাক......!!!!!!!!!!!!!!!
১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭
সনেট কবি বলেছেন: খুবই চিন্তার বিষয়।
২২| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২০
এ.এস বাশার বলেছেন: সত্যি ভাল লাগার মানুষ গুলো দিন দিন বেড়েই চলেছে........
শুভকামনা সকলের জন্য......................
১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
২৩| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭
কথার ফুলঝুরি! বলেছেন: যাক, সনেট কবির লেখা বইটা তে তাহলে প্রিয় নিজাম ভাইকে নিয়ে সনেট ও দেখতে পাবো ইনশাআল্লাহ্।
@নিজাম ভাই,
এবার আর আপনার দুঃখ নাই
সনেট কবির সনেটে এখন আপনিও আছেন ভাই
এই খুশীতে এবার আপনার নতুন লেখা চাই ই চাই
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১
সনেট কবি বলেছেন: `নতুন লেখা চাই ই চাই' একদম হক কথা।
২৪| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০
ফেনা বলেছেন: অতি সুন্দর হয়ছে।
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
সনেট লিখছেন, ভালো হলো; পারলে, একটুও দোয়াও করে দেন, উনি যেন লাফালাফি কম করেন। বেশী লাফালাফি করলে, আপনাকে একই ব্লগারের জন্য অন্য নিকে আবারো সনেট লিখতে হবে।