![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
সঙ্গির প্রতারণায় যন্ত্রণা কাতর
ব্লগার কানিজ রিনা, পুরুষের মন
নিয়ে বিব্রত ভীষণ।কে আর আপন
মানব জীবনে তবে, কে তার আশ্রয়?
অন্তর উপরে থাকা কঠিন পাথর
সরেনা কিছুতে যেন, জীবন যাপন
চলে টেনেটুনে খুব।কলম চালন
বিভিন্ন পোষ্ট মন্তব্যে, কাটাতে সময়।
পোষ্টগুলো দেখে দেখে পড়ে এক এক
মন্তব্য করেন কানিজ।আছে তাঁর কথা
প্রসঙ্গ যেমন হোক।কথায় অনেক
মন্তব্য করেন তিনি। হয়না অযথা
বাক্যবান।অহেতুক ছেড়ে নিরবতা
করেন সমৃদ্ধ তিনি মন্তব্যের পাতা।
ব্লগার কানিজ রিনা
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় নাট্য পরিচালক
২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @সঙ্গির প্রতারণায় যন্ত্রণা কাতর!!!!
আমাদের রিনা আপা হিরো! সে একাই ১০০!!!
সে রাজনীতিতে বস।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৪
সনেট কবি বলেছেন: সব বিষয়ে তিনি মন্তব্য করতে পারেন এটা দেখার মত।
৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৯
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন জাঁহাপনা।
কবিতায় ভাল লাগা।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৭
সনেট কবি বলেছেন: প্রীশু নতুন শব্দ তথাপি বেশ অর্থ বোধক। প্রীতি ও শুভেচ্ছার নতুন নিয়মের সমাস, বেশ ভাল। কিন্তু এটা কোন সমাস? এটাকি ছন্দ সমাস?
৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০
স্রাঞ্জি সে বলেছেন: আপনি, আপনি ধরতে পেরেছেন। ও আল্লাহ।
প্রীতি ও শুভেচ্ছা কে সংক্ষিপ্ত লিখতে চাইলাম। দেখি হয়ে গেল প্রীশু, সব জায়গায় চালান দিতে লাগলাম। আর আপনি তা ধরে পেললেন। জাঁহাপনা আপনিই বলেন কোন সমাসে পড়ে।
আপনি, আপনি ধরতে পেরেছেন। ও আল্লাহ।
প্রীতি ও শুভেচ্ছা কে সংক্ষিপ্ত লিখতে চাইলাম। দেখি হয়ে গেল প্রীশু, সব জায়গায় চালান দিতে লাগলাম। আর আপনি তা ধরে পেললেন। জাঁহাপনা আপনিই বলেন কোন সমাসে পড়ে।
সেলিম ভাই আমার জাঁহাপনা বের করে পেলছেন।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৪
সনেট কবি বলেছেন: প্রিশু এক চমৎকার আবিষ্কার।
৫| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২০
সূচরিতা সেন বলেছেন: কবিদের নিয়ে আপনার প্রতিটা লেখা বেশ ছন্দময় ।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৬
সনেট কবি বলেছেন: সবাইকে নিয়ে লেখার চেষ্টা করি। এমনকি আমার শত্রুও আশাকরি বাদ যাবেন না। কারণ আমার শত্রুওতো গুণীজন হতে পারেন, কি বলেন? আর আমার এ প্রচেষ্টা গুণীজনের জন্য।
৬| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: লেখাটা সেই রকম হয়েছে।
২০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইপুত।
৭| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩২
অক্পটে বলেছেন: শ্রদ্ধেয় কানিজ রিনা সম্পর্কে আপনার ধারনাকেও শ্রদ্ধা জানাই।
"করেন সমৃদ্ধ তিনি মন্তব্যের পাতা"
তার মন্তব্যগুলো আমারও খুব ভালো লাগে।
২০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১১
সনেট কবি বলেছেন: আমিও বিশেষত সেটাই খেয়াল করেছি।
৮| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৩:০৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগে কানিজ রিনার সময়টুকু ভালো কাটুক।
২০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৩
সনেট কবি বলেছেন: অন্তত এতে যদি তিনি কিছুটা শান্তি পান।
৯| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৬
কানিজ রিনা বলেছেন: প্রথমেই অসংখ্য ধন্যবাদ, অনেক ভাল লাগল
আপনার আদলে সবার মন্তব্য আমি এত
আনন্দিত আর কখনও হই নাই। আপনাকে
দীর্ঘ জীবন কামনান্তে অশেষ শুভ কামনা।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:২১
সনেট কবি বলেছেন: আপনার প্রতি ব্লগারদের অনেক শ্রদ্ধা রয়েছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৫
কাইকর বলেছেন: সুন্দর সনেট প্রিয় কবি