![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
(এক)
কাল্পনিক ভালবাসা রন্ধন শিল্পের
পরিপাটি শিল্পী এক।জিবে জল আসে
খাবারের বর্ণনায়। প্রভাতের ঘাসে
তা’যেন শিশির সিক্ত, হীরে ঝলমল।
সাবলিল আলোচনা রন্ধন গল্পের
সুঘ্রাণ ছড়ায় যেন নির্মলা বাতাসে,
মনেতে আনন্দ নৃত্য ভোজন উল্লাসে
তৃপ্তিরা পাখনা মেলে, বিহঙ্গ চঞ্চল।
জীবনের হিসেবের প্রদীপ্ত গণিত
অন্তর আকাশে উড়ে মুক্তির আনন্দে,
শূণ্যরা সেথায় যেন দোলে দোলে নড়ে
একের ডানেতে বসে আন্তরিক ছন্দে।
কল্পনার রাজ্য জুড়ে চন্দ্রের প্রদীপ
আলোময় করে রাখে হৃদয়ের দ্বীপ।
(দুই)
কাল্পনিক ভালবাসা (মাননীয় মডু)
কাল্পনিক ভালবাসা মোজাদ্দিদ আল
ফাসানি জাদিদ এর প্রচেষ্টা দূর্বার
ব্লগটা সুন্দর করে রেখে অনিবার
সবার আনন্দময় করেন সময়।
কতিপয় দুষ্টলোক রয়েছে ভেজাল
যাদের চরিত্র হলো করা অনাচার
তাদের ভীষণ এক আছে সমাচার
এবার পতন হবে তাদের নিশ্চয়।
মহোদয় আপনার পোষ্ট পড়ে খুব
বুঝলাম অপরাধী পালাবার পথ
আর খুঁজে পাবেনাতো।জলে দিয়ে ডুব
বাঁচবেনা কোন আর সেসব অসথ।
ভাল সব ব্লগারের অন্তরে আনন্দ
মলিন হবেনা আর ব্লগারের ছন্দ।
ব্লগার কাল্পনিক ভালবাসা
বিঃদ্রঃ ইনি সামুর মাননীয় মডু
# বর্ষপুর্তি পোষ্ট
# সামুতে এক বছর
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪
সনেট কবি বলেছেন: আপনারা পাশে থাকলে আশাকরি আল্লাহর দয়ায় পথচলা সুগম থাকবে।
২| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০০
নতুন নকিব বলেছেন:
কা_ভা ভাই প্রিয় লোক। আসলেই যতটুকু দেখেছি, তার অনেক গুন। তাকে সনেটেবদ্ধ করায় ধন্যবাদ এবং শুভকামনা আপনাকে। তার জন্যও অভিনন্দন অন্তহীন।
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬
সনেট কবি বলেছেন: ভাবলাম মডু বলে তাঁর জন্য কবিতা হবেনা তাতো হয়না। সেজন্য এবার ব্লগার হিসেবেই তাঁকে নিয়ে কবিতা লিখলাম।
৩| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০২
এ.এস বাশার বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছ...
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৪
লাবণ্য ২ বলেছেন: শুভেচ্ছা রইলো!
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৫| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৬| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২২
কাইকর বলেছেন: শুভেচ্ছা রইলো
২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬
সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
৭| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২২
আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,
"কাল্পনিক_ ভালোবাসা" রন্ধনপটু হলেও তাঁর আসল পটুত্ব হলো সামু নামের ব্লগটির ঝৈ-ঝামেলা সামাল দিয়ে, বিরূদ্ধবাদীদের মুখে ঝামা ঘসে ঘসে, সামুকে উন্নয়নের মহাসড়কে তুলে দেয়া ।
সনেটে "কাভা"র এমন গুনটি অনুপস্থিত থাকায় অর্ধেক ভালো লাগলো ।
২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬
সনেট কবি বলেছেন: মহোদয় এখানে তাঁকে শুধু একজন ব্লগার হিসেবে দেখিয়েছি।আপনার সুমন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৩
চঞ্চল হরিণী বলেছেন: কা-ভা ভাইয়ের জন্য শুভেচ্ছা। সনেট ভাইকেও বর্ষপূর্তির শুভেচ্ছা। কবিতা ভালো লেগেছে।
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৯| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,
সুন্দর সনেটটির জন্য ধন্যবাদ। অভিনন্দন কাভাভাইকে।
বর্ষপূর্তিতে আপনার স্পেশাল শুভেচ্ছা। অনেক ভালোলাগা আপনাকে । ++
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭
সনেট কবি বলেছেন: তিনি ব্লগের দিকে একটু বেশী নজর দিতে পারলে ব্লগের পরিবেশও বেশী সুন্দর হয়। কথায় বলে যতগুড় তত মিষ্টি।
১০| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪১
জুন বলেছেন: কাবা একজন ভালো মানুষ
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮
সনেট কবি বলেছেন: আমারো তেমনটাই মনে হয়।
১১| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪২
জুন বলেছেন: স্যরি কাভা সাথে আপনার সনেট
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
১২| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩০
চাঁদগাজী বলেছেন:
ব্লগে যারা পোষ্টগুলোকে নোংরা ছবি দিয়ে ফ্লাডিং করে, তাদেরকে কাবাব করার একটা রেসেপি নিয়ে আসবেন ব্লগার কাল্পনিক ভালোবাসা শীঘ্রই
২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
সনেট কবি বলেছেন: তিনিই সেটা ভাল বলতে পারবেন।
১৩| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১১
নীলপরি বলেছেন: সুন্দর লাগলো । ++
ব্লগার কাল্পনিক ভালোবাসা-কে শুভকামনা আর আপনার জন্য বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো
২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:২০
তারেক ফাহিম বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন ।
আমার প্রথম বর্ষপুর্তি
২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:০২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব তারেক।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩২
আকিব হাসান জাভেদ বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা রহিলো । সুপ্ত ভালোবাসা অটুট থাকুক সামু ব্লগে। সুন্দর কবিতায় কাল্পনিক ভালোবাসা ভাই। কবিতা ভালো লাগা ।