![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ঠাকুর মাহমুদের ছোট ছোট সব
অনুভূতি মূর্ত হয়ে ব্লগের পাতায়
নানা রঙ মতামতে আলোক ছড়ায়
অন্ধকার দূরে ঠেলে প্রত্যাশার স্বপ্নে।
মাটি খুঁড়ে তুলে আনে সত্য অনুভব
বর্ণনায় সবটুকু কড়ায় গন্ডায়
অপরূপ তুলেধরে মোহনিয়তায়
সাজিয়ে সাজিয়ে সবে অপরূপ যত্নে।
পাঠকের অজ্ঞতায় হারিকেন জ্বেলে
দেখান সত্য কেমন!সে আলোচনার
আকাশে জ্ঞান বিহঙ্গ মুক্ত ডানা মেলে।
ঠাকুর মাহমুদের কি চমৎকার
উপস্থাপন সবার ভরে দেয় মন
সেথায় এমন দেখি সব আয়োজন।
ব্লগার ঠাকুর মাহমুদ
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
সনেট কবি বলেছেন: লিংকটা যোগ করে দিলাম। আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা ।
২| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৩| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১২
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! বেশ খাসা সনেট ব্লগে আলো দাতা ভায়ের জন্য। তাইতো সর্বক্ষণ আলো জ্বালিয়ে যিনি আমাদের আলোকিত করেছেন সেই মাহমুদভাইকে জানাই অভিনন্দন। কবিভায়ের জন্য কোনও ধন্যবাদ যথেষ্ট নয়।
আপনাদের দুজনকে অনেক শুভকামনা।
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
সনেট কবি বলেছেন: তাঁর হারিকেনটা বেশ লাগে।
৪| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: আমি অবাক হলাম, আজ প্রিয় স্রাঞ্জি সে আপু ও আপনি দুজনেই প্রীশু বললেন না। আপনাদের জন্য রইল আমার অপ্রীশু ( অন্তরের প্রীতি শুভেচ্ছা)
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
সনেট কবি বলেছেন: প্রীশু বলতে মাঝে মাঝে ভালই লাগে।
৫| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০
পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকে অ্যাক্টিভ পেয়ে আরও একবাট এলাম, আমি ব্যক্তিগত ভাবে হ্যারিকেনের বেশ ভক্ত। আজকের দিনে এমন আলোই আমাদের বড্ড দরকার। যে হারে চোখের সমস্যা হচ্ছে তাতে মনে হয় একটু পিছনে তাকাই।
অপ্রীশু।
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
সনেট কবি বলেছেন: একেবারে মন্দ বলেননি। ঠকুর মাহমুদ ভাই প্রোপিকে হারিকেন জ্বেলে আমাদের অতিত স্মরণে রাখছেন।
৬| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
ল বলেছেন:
আমার পক্ষ থেকে ঠাকুর মাহমুদভাইকে জানাই অভিনন্দন
সনেট কবির সু-স্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।
ধন্যবাদ
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি। প্রীশু নিয়েন।
৭| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন: কবি ভাই,
আমি নিতান্ত সামান্য মানুষ, জিবনের প্রথমে সরকারী চাকুরীতে জয়েন হয়ে জানলাম সম্মান আছে পাছে অসম্মানও আর টাকাও আছে অগাধ !!! যতোই সততা থাকুক লোকে বলবে ঘুষের টাকা, চাকুরী ছেড়ে বিদেশী এনজিও তারপর শুরু হলো শহর থেকে শহরান্তর -দেশ থেকে দেশান্তর, জিবনের দীর্ঘ সময় হেটে হাত পা ভেঙ্গে হয়েছি ব্যাবসায়ী - আমি জিবনে অনেকের কাছে পেয়েছি অগাধ ভালোবাসা মায়া মমতা - সেই ঋণ পরিশোদ করা আমার সাধ্যাতীত, তাই সবার জন্য - আপনার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাস্ত থাকুন, পরম করুণাময় যেনো তাঁর মঙ্গলের শান্তিময় ছায়া আপনাদের উপর ছেয়ে দেন - আমেন ।
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যে মন ভরেগেল।
৮| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৯
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৯| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
ঠাকুর মাহমুদ মুলত" রাজনীতি নিয়ে কথা বলেন; দেশের রাজনৈতিক ইতিহাসে উনার দখল আছে
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৬
সনেট কবি বলেছেন: আমারো তেমনটাই মনে হয়।
১০| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি চমৎকার করে সকলকে উৎসাহিত করেন! এটা আপনার উদার মনের প্রকাশ! কবিতায় ভাল লাগা কবি!
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫
সনেট কবি বলেছেন: একশত ষাটজন ব্লগারকে নিয়ে তিনটি করে কবিতা লেখার চিন্তা সে হিসেবে আশি পার করেছি অন্তত একটি করে কবিতা লিখে। ভাবতে ভাল লাগে যে আমার কবিতার বিষয় বাস্তব কেউ। জসিম উদ্দিনের আসমানি বাস্তবে কেউ ছিল জেনে ভাল লাগতো। তারপর আমি বাস্তব চরিত্র নিয়ে লিখা শুরু করলাম। এতে কারো প্রতিবাদ নেই, এটাও ভাল দিক। এখন একটাই ভাবনা তা’হলো সনেটে আপনাদের মত কবিতা লিখতে পারা। আর পারস্পরিক উৎসাহ প্রদানে যদি এক ঝাঁক ভাল মানের সাহিত্যিক বেরিয়ে আসে। আর তাদের লেকার মাধ্যমে যতি জাতির নীতি নৈতিকতা গড়ে উঠে তবে হয়ত জাতি একদিন উন্নত হবে।
১১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
মনোমুগ্ধকর।
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১
স্রাঞ্জি সে বলেছেন:
কবিতা মন্দ লাগেনি। +++
ঠাকুর দার ব্লগ লিংক টা যুগ করে দিতেন যদি...