| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সামিয়া আক্তার প্রিয়া, এখন সময়
গুণের স্নিগ্ধ আলোয় নিজেকে গড়ার
পুরো আপাদমস্তক, বাড়ানো চিন্তার
পরিধি দীগন্ত জুড়ে, চেষ্টায় প্রবল।
মেলে ধর সর্বলোকে নিজ বোধদয়
গড়তে প্রাসাদ এক স্বচ্চ চেতনার
হয়ে উঠ লোকদের অনুপ্রেরণার
নিখাঁদ এক উৎস দীপ্ত সুনির্মল।
নিজকে সুকাজে রেখে সময়ে প্রত্যেক,
অপরের মঙ্গলের সুচিন্তার মতি
জগতের জন্য এটা আদর্শ অনেক। 
আলস্যের চর্চা নয় কাজে রেখে গতি
সময়ের অপচয় না করা উত্তম
তাহলেই কোন ক্ষেত্রে হবেনা অধম।
বিঃদ্রঃ সামিয়া আক্তার প্রিয়া হয়ত এমন কেউ যে বড় হতে চায়। তবে কবিতার চরিত্র শতভাগ বাস্তব। চরিত্রের অনুরোধে কবির কবিতা লেখা। চরিত্র কবির কন্যা স্থানীয়া।
 
২৫ শে জুলাই, ২০১৮  রাত ১০:০৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
২| 
২৫ শে জুলাই, ২০১৮  রাত ১০:২৪
ল বলেছেন: সামিয়া আক্তার প্রিয়াকে জানা হলো
 
২৫ শে জুলাই, ২০১৮  রাত ১০:৩৬
সনেট কবি বলেছেন: ব্লগার হওয়ার পূর্বেই তাকে নিয়ে কবিতা হয়ে গেল। ব্লগার হওয়ার পর এ কবিতা দিয়ে তাকে ব্লগার তালিকায় যুক্ত করা যাবে।
৩| 
২৫ শে জুলাই, ২০১৮  রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। 
আমি এত সুন্দর করে যদি লিখতে পারতাম।
 
২৫ শে জুলাই, ২০১৮  রাত ১০:৪৬
সনেট কবি বলেছেন: আপনার লেখার মান অনেক বেড়েছে। এখন আর আপনাকে মন্তব্যের জন্য পথ চেয়ে বসে থাকতে হয়না। আমার মনে হয় সামনে আপনার লেখার মান আরো বাড়বে। আপনি যে পরিমাণ খাটেন তাতে আপনার ভাল কিছু প্রাপ্য হওয়া উচিৎ।
৪| 
২৬ শে জুলাই, ২০১৮  রাত ৩:৪৯
রাকু হাসান বলেছেন: পড়লাম ........সনেট লেখার চেষ্টা করার জন্য মন চাচ্ছে ,কিন্তু সাধারণ কোন কবিতাই তো লিখতে পারি না ,হলেও অখাদ্য । আপনাকে দেখে ইচ্ছা জাগে
 
২৬ শে জুলাই, ২০১৮  সকাল ৮:৫০
সনেট কবি বলেছেন: চেষ্টা করলে হয়ত হবে।
৫| 
২৬ শে জুলাই, ২০১৮  সকাল ৭:১৪
স্রাঞ্জি সে বলেছেন: 
প্রীশু নিয়েন। 
প্রিয়া  কে নিয়ে লিখার সাথে সাথে মনে হচ্ছে এটা সবার জন্য ও প্রযোজ্য।  খুব সুন্দর উপদেশ। 
শুভ কামনা প্রীয়ার জন্য।
 
২৬ শে জুলাই, ২০১৮  সকাল ৮:৫৯
সনেট কবি বলেছেন: মন্তব্য বেশ ভাল লাগল।
৬| 
৩১ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৫
সামিয়া আক্তার শেহা বলেছেন: আমি সামিয়া আক্তার প্রিয়া হিসেবে ব্লগার হতে পারিনি। তবে এই কবিতা আমাকে নিয়ে লেখা হয়েছে।আমি খুব খুশী।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৮  রাত ৮:৩৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সামিয়া আক্তার প্রিয়ার জন্য শুভকামনা।