![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ব্লগার হাসু মামার জ্ঞান কৌতুহলে
রয়েছে বিষয় সব।মামার লেখায়
কতশত কথামালা ভাষা বর্ণনায়
গড়াগড়ি খায় কত গদ্য পদ্য রূপে।
মামার কথার নীল স্বচ্চ শুদ্ধ জলে
ভাগ্নেদের দল নামে। অবগাহে হয়
পরিচ্ছন্ন অন্তরের।যেথা জেগে রয়
বিবেকের নিশাচর আড়ালে নিশ্চুপে।
লেখার বৈচিত্র দেখে হয়রান মন
একটু জিরোতে চায় দু’নয়ন বুঁজে
আবার কানেতে শুনে নীতির গর্জন
চেতনার পদচায় চলতে সহজে।
মামার লেখার দিকে চেয়ে বারে বারে
সাহিত্যের বালিকারা উঁকি ঝুঁকি মারে।
ব্লগার হাসু মামা
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২
সনেট কবি বলেছেন: আপনি যেমন মনে করেছেন আমারো তাঁকে তেমনটাই মনে হয়েছে।
২| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৭
স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু নিয়েন।
হাসু মামা আর আপনি ভাল থাকুন, শুভকামনা।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২
সনেট কবি বলেছেন: আপনার প্রীশু খুব ভাল লাগে। আপনার জন্য আপ্রীশু।
৩| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৬
ল বলেছেন: প্রীশু নিয়েন।
আপনাদের দুজনকে অনেক শুভকামনা
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৪
সনেট কবি বলেছেন: প্রীশু শব্দটি সাহিত্যে স্থান করে নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনার জন্য আপ্রীশু প্রিয় কবি।
৪| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৯
অর্ক বলেছেন: হাসু মামা আমার গুটিকয় প্রিয় ব্লগারদের একজন, যেমন আপনি। হাসু মামা হিট তো ব্লগও হিট। চমৎকার সজ্জন সহজ মানুষ। শুভকামনা তার জন্য। যথারীতি সনেট উপভোগ্য। ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় কবি।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৫
সনেট কবি বলেছেন: মামার জন্য ভাগ্নের প্রচেষ্টা, এখন মামার পছন্দ হলেই হলো।
৫| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: এখন আর শ্রাবণ মাসের আকাশে বিদ্যুৎ চমকায় না । সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়ে না ।
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৩৮
সনেট কবি বলেছেন: সেজন্য আপনার ছবি তুলতে বেশ সুবিধা হচ্ছে।
৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার মত এক পাগলকেও আপনার সনেটে ধরে রাখায় অসংখ কৃতজ্ঞতা জানাই ।আসলে আমি তেমম কোনো ব্লগার হতে পারি
নাই ভাই তবে আপনাদের কাছ থেকে ব্লগ লেখালেখী শেখার আগ্রহ আছে আমার।
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০১
সনেট কবি বলেছেন: ব্লগারগণ আপনার লেখা পছন্দ করেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
হাসুমামা খুশী হবেন; তিনি ব্যাপারে জানতে আগ্রহী