নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ইসলাম বিরোধীদের বিষয়ে আল্লাহর কোন গরজ নেই

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১১




নাস্তিক ও ধর্মহীনদের বিষয়ে আল্লাহর কোন গরজ নেই। কারণ তা’দেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন তারা মনে করবে তারা প্রাকৃতিকভাবে অন্যকোন জগতে এসে পড়েছে।তারা সেখানে অনন্তকাল সাজাভোগ করবে কিন্তু আল্লাহকে দোষারপ করবেনা। সেখানে তারা তাদের অবস্থা পরিবর্তনে অনেক চেষ্টা করবে কিন্তু সফল হবেনা।
যারা এমন কাউকে ঈশ্বর মেনেছে যারা মূলত ঈশ্বর নয়। তাদের বিষয়েও আল্লাহর কোন গরজ নেই। কারণ তারা জাহান্নামে থেকে তাদের ঈশ্বরকে ডাকবে। আর তাদের ঈশ্বর তাদের ডাকে সাড়া না দিলে তারা তাদের ঈশ্বরকে দোষারপ করবে। এরাও আল্লাহকে দোষারপ করবেনা। কাজেই ইসলাম বিরোধীরা কোন পথে চলে সে বিষয়ে আল্লাহর মাঝে কোন তাড়না পরিলক্ষিত হয়না।
কিন্তু আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের বিষয়ে আল্লাহর গরজ রয়েছে। আল্লাহ তাদেরকে এমন বড়ি দিয়ে রেখেছেন যে তারা তাদের অটুট বিশ্বাস থেকে এক বিন্দু নড়েনা। তারা ভিক্ষা করে খেলেও আল্লাহর পথ ছাড়েনা। তারা পাপ করলে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে পাপ মুক্ত করেন।আর তাদের জন্য রয়েছে পরকালে জাহান্নাম মুক্তি।তাদের বিশ্বাস ঠিক থাকার জন্য আল্লাহ তাদের জন্য এমন সব তথ্য প্রেরণ করেন যাতে করে শত বিপদেও তাদের বিশ্বাস অটল থাকে এবং তারা সঠিকভাবে আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করে।সুতরাং আল্লাহ ও তাঁর নবির (সা.) শত্রুদের বিষয়ে আল্লাহর বান্দা ও নবির (সা.) অনুসারী উম্মতদের চিন্তা করে মন খারাপ না করে নিজের দায়িত্ব পালন করাই সংগত।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: আল্লাহ এখন কিছু বলবেন না।
আল্লাহ সবার জন্য কোরআন দিয়ে দিয়েছেন।
যারা মানবে তাদের মৃত্যুর পর ধরা হবে।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

সনেট কবি বলেছেন: অনেকে মনে করে তাদের আল্লাহর পথে চলায় আল্লাহর অনেক গরজ। মূলত এ বিষয়ে আল্লাহর কোন গরজ নেই। আল্লাহর কাছে হিসেব দু’টি। তাঁর সন্তুষ্টি অনুযায়ী চললে পুরস্কার আর তাঁর সন্তুষ্টি অনুযায়ী না চললে শাস্তি।

২| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: হুরের চিন্তায় ঘুম আসে না,

একলা জেগে রই ।

আল্লাহ্ আমার জেহাদ করার

রাইফেল গেল কই ?

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৬

সনেট কবি বলেছেন: চমৎকার ছন্দ। তবে আল্লাহকে বুঝতে হলে তাঁর বিষয়ে পর্যাপ্ত মনোযোগী হতে হবে।

৩| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রানার ব্লগ বলেছেন: আল্লার এই পৃথিবীর কাউকে নিয়েই কোন রকম গরজ নাই, সে ইসলামের পক্ষে বলেন আর বিপক্ষে বলেন।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৮

সনেট কবি বলেছেন: নবিকেই (সাঃ) কমর সোজা করে দাঁড়াতে অনেক কষ্ট করতে হয়েছে। আর অনেকেতো আল্লাহকে তাদের কাজের লোকের কাতারে ফেলে চিন্তা করে। অথচ এটা বুঝেনা যে তিনি আসলে মনিব।

৪| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গরজ থাকলে তো আর কোন পরীক্ষা নেয়াই হত না। আর কোন অমুসলিম থাকতো না পৃথিবীতে। আর নগদ শাস্তির ব্যবস্থা থাকলে তো পৃথিবী স্থবির হয়ে যেত...

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৯

সনেট কবি বলেছেন: এ বুঝটা যাদের নেই তারা হেদায়েত পায়না।

৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:১০

নতুন বলেছেন: দুনিয়ার কোন বিষয়ে সৃস্টিকতার হস্তক্ষেপ দেখতে পান আপনি?

* প্রতিদিন শিশু মারা যায় প্রতিদিন... প্রায় প্রতি ২১ মিনিটে ১ টি শিশু মারা যায় দুনিয়ায়...
* গড়ে পায় দুনিয়াতে প্রতিমিনিটে ১জন মা সন্তান জন্মদিতে গিয়ে মারা যাচ্ছে...
* দুনিয়ার ৭.৬ বিলিওন মানুষের মাঝে ১২% মানুষ অপুস্টিতে ভোগে... ঠিক মতন খেতে পায় না।
* দুনিয়াতে প্রায় ৩ কোটি মানুষকে দাস করে রাখা হয়েছে... নারীপাচার কারীরা নারীও কম বয়সী মেয়ে দিয়ে যৌনকমী`করাচ্ছে প্রতিদিন...
* বছরে বিশ্বের পুলিশের কাছে ২.৫ লাখ শিশু ধষনের অভিযোগ আসে... সংর্খাটা অবশ্যই তার চেয়ে বেশি...

উপরের যেই গুলি উল্লেখ করলাম সেই মানুষ গুলি অসহায়... শিশুদের সাহাস্যে কেন সৃস্টকতা এগিয়ে আসেনা???????????????????????????????????????????????????????

আসল কথা হলো দুনিয়াতে কোন কাজেই সৃস্টকতা বলে কেউই হস্তক্ষপ করেনা। সেটা প্রমান করতে পারবেন না।

দুনিয়া চলছে তার নিয়মে... এখানে সৃস্টিকতা বলে কেউই দুনিয়ার নিয়ম পাল্টাতে আসেনা।

দুনিয়ার বিভিন্ন জাতি, ধম`,বণ`,সমাজ দেখলে বুঝতে পারবেন.... শুধু ইসলামের চশমা পরে দুনিয়া দেখলে আসলে কি ঘটছে সেটা বুঝতে পারবেন না।

এটা আমার বিশ্বের প্রায় ৮৫ দেশের মানুষের সাথে কাজ করে...সাথে চলে যেই অভিঙ্গতা হয়েছে তার আলোকে বললাম...

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

সনেট কবি বলেছেন: সব কাজের দায়িত্ব মানুষকে দিয়ে তাঁর হস্তক্ষেপ চলেনা। তবে অনেক ক্ষেত্রে নবিগণের (আঃ) আবেদনের ভিত্তিতে তাঁর হস্তক্ষেপ হয়েছে। আমার কিছু বিষয়ে আমি সরাসরি তাঁর সাহায্য পেয়েছি। তবে তাঁর এ সব অংশগ্রহণ সচরাচর নয়।

৬| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪২

নতুন বলেছেন: @ সনেট কবি কেউ কি আপনার এই কবিতার সংখ্যা নিয়ে গিনেজ কতি`পক্ষের সাথে আলোচনা করেছে?

না করলে আমি চেস্টা করতে পারি... আপনি চাইলে আমি খুজে দেখতে পারি কিভাবে এটা করা যায়।

আবেদনের পদ্বতী...
http://www.guinnessworldrecords.com/contact/application-enquiry

http://www.guinnessworldrecords.com/records/the-application-process/self-service-applications

আবদন প্রকৃীয়া
http://www.guinnessworldrecords.com/records/the-application-process/

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

সনেট কবি বলেছেন: সম্ভবত কেউ তা করেনি। আর আমিও সে পথ চিনি না। আপনার দ্বারা কিছু হলে সেটা হবে অনেক বড় বিষয়।

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২

নতুন বলেছেন: ঠিক আছে তবে শুরু করুন.... আমি দুই একদিন পরে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে আপনাকে জানাবো...

যদি আপনার বিষয়টা নিয়ে আবেদন করা যায় তবে জানাবো আপনাকে... তখন হয়তো আরো বিস্তারিত তথ্য দরকার হবে।

এবং আপনার দাবীর পক্ষে অনেক যুক্তি দিয়ে ওদের কাছে আবেদন করতে হবে।

ফী বেশিনা ৫ ইউরো... আবেদন করলে ১২ সপ্তাহের মাঝে ওরা উত্তর দেয় বলেছে। আপনিও উপরের লিক্ং গুলিতে গেলে এই বিষয়টা নিয়ে আরো জানতে পারবেন।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৪

সনেট কবি বলেছেন: ৫ ইউরো কিভাবে দিতে হবে? আমি আপনার লিংকে যাব সময় করে ভাবছি।

৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৭

নতুন বলেছেন: আমি জেনে পরে জানাবো আপনাকে...

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩১

সনেট কবি বলেছেন: আপনার জানানোর অপেক্ষায় থাকলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.