![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
পিচ্চি আন্দোলন দেখে বিস্ফারিত চোখ
চেতনার অগ্নিকুন্ড প্রজ্জলিত হোক।
সরকার বুঝে নিক সব নহে শেষ
মাঝে মাঝে হয়ে পড়ে জনতার দেশ।
নিরাপদ সড়কের দাবী যথাযথ
সব কিছু হতে হবে ন্যায় কথামত।
নতুবা জাতির রোষে দগ্ধ হবে সব
সে কথা সবার চাই করা অনুভব।
বাচ্চাদের মৃত্যুদেখে শাসকের হাসি
জাতির গলায় যেন মরনের ফাঁসি।
এখনো সময় আছে বুঝায় উচিত
নতুবা উঠবে কেঁপে ক্ষমতার ভিত।
সরকার মহোদয় জনতার কথা
এবার শুনুন ছেড়ে ভাবনা অযথা।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
সনেট কবি বলেছেন: সরকার জনগনের সুবিধার কথা মোটেও না ভাবলে জনগণ কত আর সহ্য করবে।
২| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লাইক একটা দিয়েই দিলুম...
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
সনেট কবি বলেছেন: সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার উভয় নিক কি এখন নিরাপদ?
৩| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
ল বলেছেন:
সুন্দরভাবে লেখা
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সনেট কবি বলেছেন: ভাবলাম নিরাপদ সড়কতো আসলে সবার দরকার।
৪| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা মাফিয়া মুফিয়া দিয়ে দেশ চালিয়ে নিচ্ছেন; এগুলো জাতি-বিরোধী পদক্ষেপ
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সনেট কবি বলেছেন: জনরোষ থেকে বাঁচতে হলে মাফিয়া প্রীতি ছাড়তে হবে।
৫| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
লাবণ্য ২ বলেছেন: আন্দোলনের পক্ষে সুন্দর সনেট
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
সনেট কবি বলেছেন: সবার জন্য আন্দোলনে সবার অংশগ্রহণ জরুরী।
৬| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
মায়াবী ঘাতক বলেছেন: আর কোন দাবি নাই, নিরাপদ সড়ক চাই।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০২
সনেট কবি বলেছেন: প্রাণটা হাতে করে কত আর রাস্তায় হাঁটা যায়। কাজেই এটা এখন জনতার প্রাণ রক্ষার প্রাণের দাবী। একটাই মাত্র প্রাণ সেটাও চলে গেলে কেমন হয়!
৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: এমনভাবে চলতে থাকলে দেশটা ঘুরেই বিদেশ দেখতে পারবেন ।
০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।
৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩১
ঢাবিয়ান বলেছেন: সরকারের ক্ষমতাইতো অবৈধ।এই অবৈধ ক্ষমতার ভিত হচ্ছে পেশীশক্তি। সুতরাং সেটাই তারা দেখাচ্ছে। জনগনের কথা শুনবার দায় তাদের নাই।
০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩
সনেট কবি বলেছেন: কিন্তু গণবিদ্রোহ শুরু হলে সেটা বাঁধ ভাঙ্গা স্রোতে রূপ নিবে সরকারকে সেটাও ভাবতে হবে।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:৪৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: চমৎকার সনেট!
আন্দোলনের জুজুর ভয় ছেড়ে সরকারকে জনমুখী হতে হবে। অযথা ভাবনা ছেড়ে জনগণের কথা বুঝতে হবে ।
অভিনন্দন শ্রদ্ধেয় সনেট কবি ভাই।
০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০
সনেট কবি বলেছেন: চিন্তা করলাম বাচ্চাদের আন্দোলন সনেটে ধরে রাখি। যেমন অনেক ব্লগারকে সনেটে ধরে রাখছি। যদিও এর জন্য আমি মাঝে মাঝে সমালোচিত হই।
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি করে চোখের আড়াল হলো বুঝিনাই
যা হোক ধন্যবাদ আপনাকে
০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৬
সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মাননীয়।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
ঋতো আহমেদ বলেছেন: আশা করছি টনক নড়বে এইবার