![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
(এক)
প্রবল প্রতাপশালী আল-জাব্বারের
অনন্য প্রতাপ আছে জগৎ সমূহে
যদিও চলেন তিনি অপরাধ সহে
তাঁর দেয়া অবকাশে সমান্য সময়।
উপরের ছায়া তিনি প্রাণীকূলদের
কতজন কতভাবে কষ্টজ্বালে দহে
অলক্ষ্যে সর্ব সময় নিত্য সাথে রহে
দেখেন সবার তিনি সকল বিষয়।
সব সময় প্রকাশ হয়না প্রতাপ
সেজন্য অপরাধীরা চলে খুশী মনে
নিরাপদে থাকে সদা পাপ মনস্তাপে।
জাব্বারের সে প্রতাপ অপরাধী সনে
প্রকাশ হলেই হয় সেসবের কাল
তখন সেসবে বুঝে কেমন অকাল!
(দুই)
আল-জাব্বার
প্রবল প্রতাপশালী হে মহামহিম
আল-জাব্বার প্রতাপে সর্ব কম্পমান
আর কেহ নেই প্রভু তোমার সমান
কারণ অন্য সকল, সৃষ্টি যে তোমার।
প্রতাপেতে ওহে প্রভু তুমি যে অসীম
সমস্যা যা হোক তার পার সমাধান
অসাধ্য তোমার নয় ঘটানো তুফান
তোমার প্রতাপ প্রভু দেখি বে-শুমার।
যা ইচ্ছা করছ সৃষ্টি ফের কর নাশ।
তোমার প্রতাপে সবে করে বসবাস
অবকাশ শেষে দুষ্টে কর যে বিনাশ।
তোমাতেই টিকে আছে আকাশ-বাতাস
নতুবা বিলিন হতো সৃষ্টিকূল সব
তাই তুমি প্রিয়তম প্রভু প্রিয় রব।
জাব্বারু
জাব্বারু ক্ষমতাশালী সুরক্ষা প্রদানে
আপন বান্দায় সব অত্যাচারী থেকে
তথাপি কখনো তিনি নিস্ক্রিয় থাকেন
অবকাশ হলো এর প্রধান কারণ।
আর যদি অত্যাচার হয় পরীক্ষার
অত্যাচারীতকে তবে অপেক্ষায় থেকে
সয়ে যেতে হবে সব বিরূপ ব্যাপার
বিনিময়ে তারা বড় পুরস্কার পাবে।
জাব্বারের ক্ষমতার প্রকাশ নাহলে
অত্যাচারী মনেকরে পারপেয়ে যাবে
তাদের এহলো শুধু ধারণার ভুল।
জাব্বারের ক্ষমতাটা মিলবে হাসরে
সেদিন পাপীর দল চোখ ঘোলা করে
দেখবে পাপের শাস্তি কেমন কি হয়!
০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০
সনেট কবি বলেছেন: কিন্তু প্রতিভা এখনো তেমন কোন কাজে লাগাতে পেরেছি বলে মনে হয়না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আজ মন থেকে একটা কথা বলি- আপনি একজন উজ্জ্বল প্রতিভা।