![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ছোট ছোট রক্ত চোষা উড়ে উড়ে আসে
গুন গুন গান গায় মোহনিয়তায়
লোকেরা লুকিয়ে পড়ে মশারি তলায়
মানুষ নিজের ঘরে কত মহাবীর!
দাঁতে দাঁত চেপে তারা কেঁপে কেঁপে হাসে
মানুষের দল সব, জ্বর যন্ত্রণায়
তালিমেরে তাদেরকে সম্মান জানায়
তাদের বীরত্বে তারা নত করে শীর।
মশক নামেতে তারা তাড়ায় বিরাট
প্রাণীদলে পালে পালে রক্ত করে পান
বন্ধ করে মানুষেরা জানালা কপাট
ভয়ে তার, তবু শুনে মর্মভেদী গান।
ছোট হলেও নয়তো ছোট তারা কাজে
প্রাণ দিয়ে লড়ে তারা আপন স্বরাজে।
০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩
সনেট কবি বলেছেন: আমি উহাদের ডরাই।
২| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
ল বলেছেন: মানুষ শিক্ষা না নিলে ও ইতিহাস মুছে যায় না,
চলে যায় মানুষ কিন্তু ইতিহাস বয়ে চলে যুগ যুগান্তরে
চমৎকার অনুভূতির প্রকাশ +++++*****
০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি
৩| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: কবিভাই,
আমিতো প্রথমে ভাবছিলাম, এই নামের নুতন নিক কিনা । কোনও লিংক না দেওয়ায় বুঝলাম আসলেই রক্ত চোষোকদের নিয়েই আপনি লিখেছেন। সুন্দর সনেট।
আমি কিন্তু আমার ফর্মাটে কথা বলবো, অভিনন্দন প্রিয় চোষোকভাইদের। আর কবিকে ধন্যবাদ। হা হা হা।
অনেক শুভকামনা বড়ভাইকে।
০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই।
৪| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬
প্রামানিক বলেছেন: মশা নিয়ে চমৎকার সনেট। ধন্যবাদ কবি।
০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫
সনেট কবি বলেছেন: উহারা আমার জীবন অতিষ্ট করে তুলেছে।
৫| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: প্রতিবাদী সনেট।
০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৬
সনেট কবি বলেছেন: উহাদের বিরুদ্ধে প্রতিবাদ করে লাভ নেই।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু।
দারুণ সনেট +++
মশা কিন্তু আমার পছন্দ।