![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
দূর্নিবার মনভাবে দূরন্ত নতুন
যে সর্বদা সামুব্লগে আছে চকচকে
তরতাজা মতামতে, সময়ের ত্বকে
এঁকে দিয়ে জ্যামেতিক নক্সা পরিপাটি।
অনিন্দ সুন্দর তাঁর যুক্তির ফাগুন
বসন্তের ফুলরাশি কথার মোড়কে
অযুক্তি দলিত করে কঠিন মড়কে
অকপট বিস্তারনে তথ্যসূত্রে খাঁটি।
অনেক নতুন কথা বিভ্রান্তি ছড়ায়
পুরাতন পরিত্যাক্ত সময়ের কাছে
এখন কি প্রয়োজন সভ্যতা গড়ায়
কোথা কোন রত্নকথা অযতনে আছে
কে বলে কি কথা তার করে অনুভব
মতামত দেন তিনি যতটা সম্ভব।
বিঃদ্রঃ একদিনে ১৫ টি সনেট লেখা হলো।
ব্লগার নতুন
১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩
সনেট কবি বলেছেন:
ব্লগার সোহাগ তানভীর সাকিব
হে সোহাগ তানভীর সাকিব জনাব
বিচরে কথার রাজ্যে কথা দলে তুলে
গাঁথেন কথার মালা কথা ফুলে ফুলে
গল্প হয় মুগ্ধতার কি চমৎকার!
মানুষের মনে আছে কথার প্রভাব
কথায় মানব মন উঠে দোলে দোলে
ঘুমায় যেমন শিশু মায়েদের কোলে
কখনো তেমন হয় কথার বাহার।
শরতের মত চাই আপনি লিখেন
শক্তিশালী গদ্যকথা শৈল্পিক ছোঁয়ায়
তেমনি মায়ার চিত্র লেখায় আঁকেন
যেনতা পাঠক মনে সুবাস ছড়ায়।
গল্পনদী বয়ে যাক স্রোতে অবিরল
থাকুক সর্বদা তারা গতিতে সচল।
২| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০৫
নতুন বলেছেন: আমার পরিচয় ব্লগে আমার অনুমতি ছাড়া দেওয়া কি ঠিক? নাম পাল্টে দিন প্লিজ।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩
সনেট কবি বলেছেন:
ব্লগার নতুন
নিতান্ত নতুন বলে সর্বদা নতুন
নামের আড়ালে নিত্য করে বসবাস
সর্বত্র ছড়ায় নিজ মহিমা সুবাস
যাতে আছে দক্ষতার শিল্প কারুকাজ।
সুভদ্রে সকল জন হয়েছে আপন
যদিও ঠিকানা তাঁর দূরের প্রবাস
তথাপি দেশের প্রেমে জমানো উচ্ছাস
বাইরে বেরয় পরে মুগ্ধতার সাজ।
এমন সকল হোক সদস্য জাতির
যাদের চেতানা জাগে দেশের চিন্তায়
ছড়ায় যাদের গুণে স্বপ্নের আবির।
তাদের বাজানো বাঁশি স্বর বীনটায়
ধরাখায় যত আছে শত্রুকূল সব
এমন তাদের হয় হৃদি অনুভব।
বিঃদ্রঃ দেখামাত্র পোষ্টে থাকা আপনার নাম পাল্টে দিলাম।
৩| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭
সনেট কবি বলেছেন:
ব্লগার রাজীব নূর
ব্লগার রাজীব নূর জীবনের বাঁকে
নিরিবিলি পথচলে দেখে কোলাহল
জোয়ারে মানুষ দল চলে অবিরল
রেখে যায় কতকথা পিছনে সবার।
ঘটনার চিত্রপট পথে পড়ে থাকে
টুকরো টুকরো সব ঘটনার দল
হয়ে যায় রাজীবের লেখার সম্বল
তাতেই লিখনি তার চলে অনিবার।
বাস্তব ঘটনা সব সজিব জীবন্ত
যেন সব পড়ে আছে অক্ষির সমক্ষে
পাঠক মোহিত হয়ে তা’দেখে নিরান্ত
যেন না সেসব হয় দৃষ্টির অলক্ষে।
একদম ঠিকঠাক দেখি পরিমাপ
এসব বাস্তব কথা নয়তো প্রলাপ।
৪| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৯
বিজন রয় বলেছেন: ব্লগার নতুন অনেক ভাল মানুষ।
+++++
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৪
সনেট কবি বলেছেন:
কবি বিজন রয়
বিজন রয়, কোথায়? এখানে ওখানে
সে রয় কাব্যের গুণে মনের ভিতর
ক্ষুরধার কথা দিয়ে করে সহচর
মোহিত পাঠক দলে, ছন্দ মুগ্ধতায়।
কবি যেন ভেসে চলে সুন্দরের টানে
যেথায় কবির আছে জনারণ্যে ঘর
লোকদের সাথে থেকে সকল প্রহর
পরশে বাড়ায় শোভা সকল আত্মায়।
হে কবি বিজন রয় নিরজনে একা
আপনার নহে থাকা; অশোভন বটে
ভালবাসা উপেক্ষায় দূরে পড়ে থাকা।
কতজন পড়ে আছে সময়ের তটে
তাদের উদ্ধারে কবি থেকে অবিরল
নিরান্ত থাকেন মনে দূরন্ত চঞ্চল।
৫| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১০
বিজন রয় বলেছেন: ক্ষুরধার কথা দিয়ে দলনে ইতর;......... এখানে বুঝতে পারিনি।
এটা কি পোস্ট হবে না???
১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪২
সনেট কবি বলেছেন:
কবি বিজন রয়
বিজন রয়, সুন্দর নামের আড়ালে
রয়েছে সুন্দর মন, মহত্ত নেশায়
মনের অমিয় ভাব প্রকাশে যেথায়
নিতান্ত সুন্দর ভাবে পরিপাটি রূপে।
দেখেছি কবিকে বসা ছন্দ ফুল ডালে
ঝরায় পাপড়ি দল ডালের দোলায়
দেখে এ সুন্দর যেন অন্তর জুড়ায়
থাকে মন মৌনতায় নিতান্ত নিশ্চুপে।
সেদিন দেখেছি এক কবিতা সুন্দর
হয়েছে উদাস মন সে রূপসী সাজে
সেথায় পেয়েছি এক কবির অন্তর
চিত্রিত বিচিত্র রূপ নক্সা কারুকাজে।
অনূঢ়া রূপসী সেই কবিতার সতি
আড়ালে লুকানো যার কবি মহামতি।
বিঃদ্রঃ সেটা বদলে দিলাম কবি!
৬| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮
বিজন রয় বলেছেন: ক্ষুরধার পোষ্ট দিয়ে দলনে ইতর;....... না না কথা দিয়ে ঠিক ছিল, আমি বলেছিলাম ইতর শব্দটি নিয়ে।
ক্ষুরধার কথা দিয়ে দলনে ........??
এই সনেটটি কি পোস্ট আকারে আসবে?
১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯
সনেট কবি বলেছেন:
দেখেছি নয়ন ভরে বিজন প্রান্তর
নিরজনে বসে একা। বায়ু শন শন
গায়ে লাগে অথচ কি ক্ষুধাতুর মন
অপেক্ষা প্রহর গুনে ক্লান্ত নিরিবিলি।
একা একা ধোঁয়া দেখে ব্যাথার অন্তর
ভেঙ্গে বুঝি গেল শেষে গড়ান স্বপন
জানিনা কি এ জীবনে করেছি চয়ন
অহেতুক হয়ে মনে মহা কৌতুহলি।
এভাবে উঠিয়ে এনে কথন নিগুঢ়
কবি বিজন রয়ের কাব্যের লেখায়
কবি থাকেন নিজের ভাবেতে অনঢ়।
ভেসেছি কবির লেখা কাব্য মুগ্ধতায়
এমন উত্তম হয় একালের কবি
বুঝবে দেখলে তাঁর কবিতার ছবি।
বিঃদ্রঃ আবারো পাল্টে দিলাম কবি। পোষ্ট হিসেবে দেওয়ার চিন্তা করিনি। এটাতো প্রতি মন্তব্য!
৭| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯
বিজন রয় বলেছেন: ক্ষুরধার কথা দিয়ে করে সহচর............ সুন্দর এবং প্রাসঙ্গিক।
চমৎকার।
এর আগে অবশ্য আমাকে নিয়ে পোস্ট দিয়েছিলেন।
তবে আগেরটির চেয়ে এটি বেশি ভাল হয়েছে।
অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় সনেট কবি!!
১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৭
সনেট কবি বলেছেন:
কবি বিজন রয়ের প্রতি-
কি জানি কেমন জানি মানুষের মন
বুঝিনা কেমন যেন আত্মায় দূর্বল
হে কবি বিজন রয় মনেতে অচল
ভাবি কবে লেখা হবে ভাল কিছু কথা।
আপনার মতকরে লিখব কখন
দারুণ কথার কাব্য সুঅর্থে প্রবল
যাতে হবে পাঠকের হৃদয় চঞ্চল
হবেনা যা কোন ভাবে কথায় অযথা।
আপনাদের এ রাজ্যে আমি অসহায়
পড়েছি সনেট জ্বালে, নেই যার দাম!
জানিনা কি জমে আছে পাঠক চিন্তায়
খোদিত তাদের মনে আছে কোন নাম।
তথাপি লেখায় কিছু সময় কাটাই
পাঠকের হাতে দিয়ে মন্তব্য নাটাই।
বিঃদ্রঃ এতে অবশ্য আপনার সহযোগিতা রয়েছে। আর মন্তব্য ও প্রতি মন্তব্যে সনেট লিখা অনেক সময় আমি বেশ উপভোগ করি।
৮| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১
বিজন রয় বলেছেন: চার চারটি সনেট লিখলেন আজকে, তাও এত অল্প সময়ের ব্যবধানে!!!
শুধু অবাক হচ্ছি!!
পোস্টি আমার প্রিয়তে থাক।
১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
সনেট কবি বলেছেন:
কবি বিজন রয়
আপনার কিছু লেখা অন্তর গভীরে
ভাললাগা হয়ে থাকে। বার বার পড়ি
রেখে দিয়ে পূণঃরায়, অতঃপর গড়ি
ভক্তির মিনার এক সে লেখায় বরে।
হে বিজন রয় কবি মনের আদরে
আপনি ঘুরান প্রিয় কথাদের ছড়ি
যারা সব ঘুরে ঘুরে খায় গড়াগড়ি
কবি পদে, থাকে শেষে হৃদয়ের ঘরে।
স্বচ্চ কাঁচের মতন কি ভাব নির্মল
পাঠকে আকুল করে আত্মপানে টানে
মনসব সেখানেই হয় যে অচল।
তাদের না নড়ে মন কোন কি তুফানে
আহা কি কথার রত্ন যেন হীরে মতি
সকলে নিজের পানে থামায় যে গতি।
বিঃদ্রঃ মাঝে মাঝে আপনার কাব্য মুগ্ধতায় আমরাও অবাক হই।
৯| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০
রাকু হাসান বলেছেন:
এ কি দেখছি সনেট কবি সাহেব , কমেন্ট করলেই সনেট ফ্রি
।
সনেটে ভাল লাগা ++
১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
সনেট কবি বলেছেন:
ব্লগার রাকু হাসানের প্রতি-
প্রপিকের নজরুল হে রাকু হাসান
আমরা সবাই চাই ভাল কিছু হোক
জনগণ খানিকটা শান্তিতে থাকুক
কিন্তু সে আশার দায় কে পালন করে?
এদেশে সবাই গায় ক্ষমতার গান
সব স্থানে জনতার হয় শুধু ঠক
খোলেনা তাদের প্রিয় ভাগ্যের ফটক
রাখেনা শাসক কেউ তাদের আদরে।
যে যায় শাসন কেন্দ্রে সে চায় আরাম
জনগণ চিরকাল কাঁচকলা খায়
তাদের কপালে সুখ থাকে যে হারাম।
জানিনা এদেশ খানা কোন দিকে যায়
জনতার কল্পনায় ভাসে সদা বাঁশ
আর ভাসে উপরের সুনীল আকাশ।
১০| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
নতুনের জন্য আরো সনেট লাগবে, যাতে পুরাতন না হয়
১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০
সনেট কবি বলেছেন:
চাঁদগাজী
অবশেষে উঠে চাঁদ আঁধারের পর
সে আশার এক চাঁদ থেকে প্রেরণায়
আলো জ্বালে জনতার নিত্য হতাশায়
সামুর আকাশে তারে দেখি প্রতিদিন।
বিশ্বজুড়ে হয়ে তিনি জন সহচর
সর্বদা থাকেন নিজে তাদের চিন্তায়
এলক্ষ্যে কলম চলে সে সব লেখায়
কথায় এ ক্ষেত্রে তিনি নিতান্ত স্বাধীন।
চাঁদগাজী, লেখা যাঁর লোকে ব্লগে এসে
খোঁজে কি ছড়াল আলো হেথা আজ চাঁদ
সেটা আগে পড়ে তারা চাঁদ ভালবেসে।
এভাবেই ব্লগে হলো চাঁদের আবাদ
এখানে জ্ঞানের ফুটে রাশি রাশি ফুল
যে ফুল ফুলের রাজ্যে নিতান্ত অতুল।
বিঃদ্রঃ মন চাইলে হয়ত তাঁর জন্য আরো সনেট হতে পারে।
১১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৯
রাকু হাসান বলেছেন:
কমেন্টের প্রত্যক সনেটটি সনেট যথেষ্ট ভাল । সনেট লেখার কলা কৌশল নিয়ে পোস্ট/পর্ব হতে পারে কি ? এতে করে নতুনরা সনেটের ব্যাপারে আগ্রহী হবে । লিখার ও চেষ্টা করবে
১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
সনেট কবি বলেছেন:
ব্লগার রাকু হাসানের প্রতি-
ব্লগার রাকু হাসান ক্ষমতার মোয়া
দিবেনা কখনো কেউ অপরের হাতে
সেজন্য যা করা লাগে ভয় নেই তাতে
যা লাগে সকল করে এক্ষেত্রে শাসক।
শাসক দোষেতে হয় বড় দুধে ধোয়া
তুলুসী পাতার মত নিজেদের মতে
সেজন্য অন্যের চোখে তারা ভাল হতে
সর্বদা সাজিয়ে চলে নতুন নাটক।
গদিতে যে বসে যায় সে বুঝে এমন
সব কিছু সব দিকে একান্তই তার
অন্যদের বুঝা চাই সে কথা তেমন।
শাসকের পক্ষ হতে পায় উপহার
নির্যাতন, না হলেই অনুগত খাঁটি
নতুবা কিসমত সব হয়ে যায় মাটি।
১২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩২
মুমিত প্রত্যয় বলেছেন: কমেন্ট করলেই সনেট? আমিও পাব?
১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩০
সনেট কবি বলেছেন:
ব্লগার মুমিত প্রত্যয়ের প্রতি-
ব্লগের নতুন পথে মুমিত প্রত্যয়
করেছেন যাত্রা শুরু।এ চিন্তা এখন
মিলে মিশে সকলের হয়ে বন্ধু জন
কিভাবে বাড়ান যায় নিজ পরিচিতি।
অবশ্য এখন তার শিখার সময়
কিভাবে সবার হয়ে একান্ত আপন
বুঝে নিতে হয় ব্লগে সকলের মন
আর কেটে উঠা যায় লেখালেখি ভীতি।
বেশী বেশী মন্তব্যের মাঝে আছে ভাল
পরিচিতি অর্জনের নিয়ম সুন্দর।
এভাবেই শুরু করে প্রাথমিক কাল
জয় করে নিতে হয় সবার অন্তর।
এরপর ভাল পোষ্ট জয় করে যুদ্ধ
সামুর সাফল্যে এটা নিয়ম বিশুদ্ধ।
১৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২০
পদাতিক চৌধুরি বলেছেন: এখন বুঝতে পেরেছি কেন আপনি আজ এত পরিশ্রান্ত । অসম্ভব সুন্দর প্রচেষ্টা । আমার মনে হয় বিষয়টি গিনেসরেকর্ড উঠতে পারে দিনে সর্বাধিক সনেট রচনা। আপনাকে কী বলে কুর্নিশ জানাবো আমার ভাষায় কুলাচ্ছে না।
অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।
১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৪
সনেট কবি বলেছেন:
ব্লগার পদাতিক চৌধুরি
রণজয়ে পদাতিক চৌধুরি দূর্বার,
জীবনের প্রতি ক্ষেত্রে বাধা পার হয়
অসীম সাহস নিয়ে। করে অপচয়
যেথায় অন্যেরা বৃথা সময় অকাজে।
পদাতিক সাথে থাকে সামুতে সবার
দেখেছি সজাগ তাঁর দীপ্ত বোধদয়
যেথায় অনেক আছে প্রীতির সঞ্চয়
সকলের কষ্টসুর মনে তাঁর বাজে।
পদাতিক চায় সব জীবন রঙ্গীন
সেজন্য সবার ভাল তাঁর অভিরুচি
মমতা সজ্জিত তাঁর হৃদয় গহীন
লোকের ক্ষতিতে তাঁর ভীষণ অরুচি।
এভাবেই কাটে তাঁর প্রতিদিনকাল
উদয়ে অমোঘ মন্ত্রে শান্তির সকাল।
১৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:১২
কাওসার চৌধুরী বলেছেন:
আজকে তো প্রতি উত্তরে প্রিয় কবির সনেট !! খুব ভাল লাগলো; আর যাকে নিয়ে আজকের সনেট তিনি আমার অত্যন্ত প্রিয় ব্লগার; নতুন ভাইয়ের জন্য শুভ কামনা রইলো। আর সনেট কবির জন্য শুভ কামনা।
১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৫২
সনেট কবি বলেছেন:
কাওসার চৌধুরীর প্রতি
কাওসার চৌধুরীর গদ্য প্রিয়তায়
ভাবছি গদ্য লিখব মাঝে মাঝে কিছু
বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। সময়ের পিছু
নেব হেঁটে হেঁটে খেটে কিছুটা সময়।
লেখকেরা ভাবে বসে পাঠক কি চায়
সে হিসেবে লিখে যায় তারা কিছুমিছু
অনেক লেখায় আছে যেন কচুগেছু
সে জন্য পাঠক মন যেন উৎরায়।
মানুষের নানা রুচি সাধ ভিন্নতর
একজন একদিকে দৌড়ায় আনন্দে
অন্যজন ফিরে অন্যে সেটার ভিতর
চায় কিছু আছে নাকি নবতর ছন্দে?
এভাবেই মানুষেরা করে বসবাস
বিচিত্র বৈচিত্র ভরা মনের নিবাস।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালো লাগলো।