![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
কবিতা তোমাকে নিয়ে পড়েছি বিপাকে
মনের জানালা দিয়ে দেখি নীলাকাশ
সেথায় সমগ্রে যেন ভাবের প্রকাশ
তারাদের রাজ্যে যেন হারায় এ মন।
নদীগুলো ছুটে চলে স্রোতে বাঁকে বাঁকে
দু’পাড় উজ্বল করে শরতের কাশ
জল কল ছল ছলে ছন্দের বিকাশ
কাব্যের সুতোয় চলে সাহিত্য বয়ন।
তথাপি কবিতা কেন অপমান সয়?
নজরুল রবীন্দ্র কি নয় কবিতার?
বাংলার নোবেলে হলো কবিতার জয়
তথাপি কূৎসা কারা করে কবিতার?
কবিতা উদাসী মনে চলে অবিরল
বিশ্বকে জানিয়ে দাও নও তুমি দূর্বল।
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩
সনেট কবি বলেছেন: কবিতা ও কবির অপমানের প্রতিবাদ সনেট কবিতা দিয়েই করলাম।
২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩২
লায়নহার্ট বলেছেন: {মহাদেব সাহার নাম শুনেছেন? প্রথম আলোকে দেয়া ওনার শেষ সাক্ষাৎকারটি পড়ুন (৩রা আগষ্ট)}
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫
সনেট কবি বলেছেন: আপনি সার সংক্ষেপ বললে সবাই জানতে পারতো! পত্রিকা খুঁজে হয়ত অনেকে পড়বেনা।
৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪
অচেনা হৃদি বলেছেন: কবিতা তো ভালো, কবিতাকে আবার কে অপবাদ দিলো?
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫
সনেট কবি বলেছেন: সেটা যারা দিয়েছে তারা নিশ্চয়ই জানে!
৪| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার নিন্দুক কারা? তাদের পরিচয় কি?
২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩২
সনেট কবি বলেছেন: তারা অনেক সময় কবিতাকে বিদ্রুপ করে।
৫| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫২
শাহারিয়ার ইমন বলেছেন: গ্রিনিজ বুকে নাম ওঠানোর কত দূর ?
২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৪
সনেট কবি বলেছেন: চেষ্টা যিনি করছেন তিনি বিলম্বের কথা শুনালেন। তবে গিনিস বুকে নাম উঠাই সব নয়।
৬| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচাজ্বী।
আপনার পোষ্ট পড়ে দিন শুরু করলাম।
২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩০
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।।।।
বড়ই প্রতিবাদী।