![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মেঘের আড়ালে কাঁদে একলা আকাশ
ঈদ ধুয়ে যায় যেন শোকের পানিতে
বিন্দু বিন্দু অশ্রু জমে চোখের কানিতে
ঈদেও কান্নায় ভাসে শেখ হাসিনায়।
আগষ্টে হাসির ঈদে শোকের প্রকাশ
অবচেতনেতে হয়। স্বজন স্মৃতিতে
সেথায় রক্তের দাগ, পারে ঢেকে দিতে
কেউ কি মনেতে জাগা শব্দ হায় হায়?
পনের একুশ স্মৃতি অন্তরে অনল
হাসিনার আগষ্টের ঈদে শোকবান
উড়ন্ত হৃদয়টারে করেছে অচল।
নিরন্ত বইছে মনে ক্ষোভের তুফান
পিশাচ মনেতে দেখে আনন্দ উল্লাস
বিচার বিলম্বে মন হয় যে উদাস।
২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮
সনেট কবি বলেছেন: কিন্তু তাঁর নজরে আসবেতো? আমি অবশ্য লিখেছি যারা তাঁকে ভালবাসে তাদের জন্য।
২| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪২
বিজন রয় বলেছেন: এই ব্লগের সবকিছু সরকারি নজরদারিতে থাকে। আর আপনি লিখেছেন স্বয়ং সরকার প্রধানকে নিয়ে। নজরে আসবেই। তবে আপনার আমার হয়তো জানার উপায় নেই।
উনি খুশি হবেন বলেছি এই কারনে যে, উনি এসব খুব পছন্দ করেন, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি।
আমি অবশ্য লিখেছি যারা তাঁকে ভালবাসে তাদের জন্য।
আপনি ভালবাসেন নাকি?
২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৮
সনেট কবি বলেছেন: যারা দেশ এবং জাতিকে ভালবাসে আমি তাদেরকে ভালবাসি। কাজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর থেকে বাদ পড়ার কথা নয়।
৩| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: আগস্ট মানে অভিশাপ শেখ হাসিনার জন্য তথা গোটা জাতির জন্য!
২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩২
সনেট কবি বলেছেন: এমাসে দুটি জঘণ্য ঘটনা ঘটেছে।
৪| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো করেছেন।
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৬| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী অনেক ধন্যবাদ আপনাকে শেখ হাসিনাকে নিয়ে সনেট লেখার জন্য।
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৬
সনেট কবি বলেছেন: কিন্তু পাঠকের সাড়া না পেয়ে আমি দুঃখিত।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫
বিজন রয় বলেছেন: আমাদের প্রধানমন্ত্রী খুশি হবেন নিশ্চয়ই।
সুন্দর।
+++