নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর বিধানের মন্দ দিক তালাস করতে নেই

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬



আল্লাহর বিধান ভাল মনে নাহলেও মানতে হবে। নতুবা আল্লাহর শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।কেউ যদি মনে করে আল্লাহ নেই, অথবা যা আল্লাহর বিধান বলা হচ্ছে তা’ আসলে আল্লাহর বিধান নয় তবে সে হয়ত খুশীমনে আল্লাহর বিধান অমান্য করবে, তবে অবকাশ শেষে যখন আল্লাহ তার বিচার করবেন তখন তার আর রক্ষে থাকবেনা।আল্লাহর বিধানের ভাল-মন্দ দেখা বিষয়ে মূলত কোন লজিক নেই।আল্লাহ আছে কি না, বা কোন বিধান আল্লাহর বিধান কি না সে বিষয়ে অনুসন্ধান চলতে পারে।
নবির (সা.) কাজের দায় আল্লাহর। কারণ আল্লাহ নবিকে (সা.) মানতে বলেছেন। নবির (সা.) কোন কাজে যদি আল্লাহ আপত্তি না তুলে থাকেন তাহলে বুঝতে হবে তাতে আল্লাহর অনুমোদন রয়েছে।কাজেই সে কাজের জন্য নবির (সা.)সমালোচনা করা অযোক্তিক।আর আল্লাহর কাজে প্রশ্ন তোলা হলে এর উত্তর নিশ্চয়ই আল্লাহ দিবেন।তবে এর জন্য শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আল্লাহ, নবি (সা.), কোরআন ও ইসলামের ভাল-মন্দ বিবেচনা কোন বিষয় নয়, বিষয় হলো এগুলো সঠিক না বেঠিক সেটা বিবেচনা করা।আল্লাহ, নবি (সা.), কোরআন ও ইসলাম যখন মানাই লাগবে তখন এর ভাল-মন্দ বিবেচনা করে হবে কি? তবে কেউ যদি এগুলো সঠিক নয় বলে নিশ্চিত করতে পারে তাহলে হয়ত লোকেরা খুশী মনে এগুলো অমান্য করতে পারে। তবে সমস্যা হলো আল্লাহ, নবি (সা.), কোরআন ও ইসলাম যে সঠিক এটা অকাট্যভাবে প্রমাণ করা যায়।কাজেই ভাল-মন্দ বিবেচনা বাদ দিয়ে এসব অকাট্য সঠিক বিষয় মেনে চলা বুদ্ধিমানের কাজ।
যারা জান্নাতে যেতে চায় এবং জাহান্নাম থেকে বাঁচতে চায় তারা আল্লাহ, নবি (সা.), কোরআন ও ইসলাম মেনে চলবেই।তাদের ভালবাসার বিষয়ে কেউ কূ-মন্তব্য করলে তারা সহ্য করতে না পেরে কিছু করে ফেললে তাদের হয়ত বিচার করা যাবে তবে তারা যাদের জান নিয়ে নিল তাদের সে জান কেউ ফিরাতে পারবেনা।কাজেই অহেতুক ঝামেলা পাকানো থেকে সবার বিরত থাকা উচিত।
বিঃদ্রঃ আল্লাহর বিধান মন্দ মনে করে অমান্য করলে তাঁর শাস্তি থেকে রেহাই মিলবেনা।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল। প্রীশু সনেট জ্বি।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ। প্রীশু নিয়েন।

২| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: ভালো বলেছেন

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৪

সনেট কবি বলেছেন: অনেকেই আল্লাহর বিধানের সমালোচনায় মুখর থাকে। তারা এটা বুঝেনা যে আল্লাহ বিশ্বাসীর নিকট এ সমালোচনা অর্থহীন। কারণ আল্লাহর বিধান মন্দ হলেও আল্লাহ বিশ্বসী সেটা মেনে চলবেই। আর যে আল্লাহ বিশ্বাসী নয় সে তো আল্লাহকেই বিশ্বাস করেনা তাঁর বিধান দিয়ে সে কি করবে? আর আল্লাহর বিধান মন্দ হলে আল্লাহ নেই এটা প্রমাণ হয়না। কাজেই আল্লাহর বিধানের সমালোচনা আজাইরা কেসাল ছাড়া কিছুই নয়। এসব লোক অহেতুক বিষয় উপস্থাপন করে মানুষের সময় নষ্ট করে।

৩| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ভাল লিখেছেন সনেট কবি ভাই।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১১

সনেট কবি বলেছেন: হাস্যকর বিষয় হলো তারা নিজেরা অমুসলীম হয়ে আল্লাহর বিধানের সমালোচনা করে। আরে বাপু তোরাতো আল্লাহকেই মাননা তবে তাঁর বিধান দিয়ে করবে কি? আর যারা আল্লাহকে মানে তাদের এটা মনে করার কারণ নেই যে আল্লাহর বিধান মন্দ বললেই তারা এটা না মেনে আল্লঅহর শাস্তি থেকে রেহাই পাবে।

৪| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৮

বিজন রয় বলেছেন: ++++
কেউ তা শোনেনা।

২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

সনেট কবি বলেছেন: যারা অহেতুক অশান্তি সুষ্টি করছে তারা ভুল করছে।

৫| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

বেশ ভালো লিখেছেন।

শুভেচ্ছা অফুরান।

২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩

সনেট কবি বলেছেন: চৌধুরি ভাই আপনার জন্যও অফুরান শুভেচ্ছা।

৬| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৮

কাদা মাটি জল বলেছেন: যেই বিধান পরিবর্তনের সুযোগ নেই, সেই বিধান অকল্যাণ আনলেও মানারও সুযোগ নেই।

সোজা বাংলায়, দুচি না।

২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

সনেট কবি বলেছেন: নিজেকে যে ভাল কিছু প্রমাণ করলেন বিষয়টা তেমন নয়।

৭| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯

নতুন নকিব বলেছেন:



সুন্দর লিখেছেন।

মোবারকবাদ।

২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৮| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অকাট্য যুক্তি। সুন্দর...

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: চাচা বাইরে ছিলাম তাই পোষ্ট পড়তে বিল্পম্ব হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সনেট কবি বলেছেন: তথাপি সময় করে পোষ্ট পড়েছেন, সেটাইবা কম কিসে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.