![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মাননীয় মোজাদ্দিদে আলফাসানীর
বিবেচনা অবশেষে স্বপক্ষে আসায়
জলঢেলে দিল যেন তপ্ত হতাশায়
আবার ব্লগের যাত্রা হলো স্বাভাবিক।
কাল্পনিক ভালবাসা জাদিদ চৌচির
ভাঙ্গামন জুড়ে দিল।দেখি প্রত্যাশায়
লেগেছে নতুন রঙ।জাগে কল্পনায়
জোছনার শুভ্রতার আলোক অধিক।
শুভেচ্ছা, তোলায় বাধা, মডু ধন্যবাদ
দেখেছি ক’দিন যেন কি মহা অকাল
এখন পেলাম ফের খুশীর সংবাদ।
মনেতে বিস্তর জাগে সমূদ্র প্রবাল
সুখ এলে এরকম মনে হয় খুব
সবাই প্রশান্তি মাঝে দিতে চায় ডুব।
উৎসর্গঃ মাননীয় মডু মোজাদ্দিদে আলফাসানী জাদিদ-ব্লগার কাল্পনিক ভালবাসা
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
সনেট কবি বলেছেন: ভাল একটা ভয় পাওয়া গেছে। তবে অসময়ে অনেকেই পাশে ছিল।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪
স্রাঞ্জি সে বলেছেন: - ভয় না। আপনার সনেটের উপর প্রচুর স্টাডি আছে। তাই আপনি সনেটে সমালোচিত হন না।
যেটার উপর গভীর স্টাডি নাই সেটা নিয়া যদি আপনি বলতে যান তাহলে নিশ্চয় কি হবে, তা আপনি উপলব্ধি করতে পেরেছেন।
ভাইয়ার প্রতি দীর্ঘায়ু কামনা।
আরেকটা কথা হলো। আপনি সামনে থেকে সনেট এমন ভাবে লিখুন। যেটা বাস্তববাদী কিংবা কল্পনার গভীর থেকে আসা বিষাদের ঢেউ ।
- অসময়য়ে সুময়ে কেউ না কেউ থাকে । মানুষ মিত্রই বটে আবার শত্রুর হতেও কর্ণপাত করে মোটেই।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬
সনেট কবি বলেছেন: ভাল পরামর্শ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭
স্রাঞ্জি সে বলেছেন: কর্ণপাত করে মোটেই) মিস্টেক = কর্ণপাত করে না মোটেই।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭
সনেট কবি বলেছেন: ঠিক আছে।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯
কাউয়ার জাত বলেছেন: ভালোই হলো
আশা করি এখন কমেন্টে সনেটের লিংক দেয়া বন্ধ করে আমাদের একটু শান্তি দিবেন।
কাল থেকে দশ টাকা কেজি চাল বিক্রির কার্যক্রম শুরু
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
সনেট কবি বলেছেন: সনেট লিংক আপনার কি সমস্যা করে? এমন লিংকতো অনেক থাকে। যার ইচ্ছা সে লিংক এ প্রবেশ করে, যার ইচ্ছা সে লিংক এ প্রবেশ করেনা। এতেতো কোন সমস্যা হওয়ার কথা নয়। এখন আপনার শান্তি ও অশান্তি বিবেচনা করে সবাই কিভাবে চলবে সেটাইতো আমি বুঝতে পারিনা।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
স্রাঞ্জি সে বলেছেন:
লেখক বলেছেন: ভাল পরামর্শ। /
ভাল থাকবেন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
সনেট কবি বলেছেন: ভালকেতো ভাল বলতেই হবে।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
কাউয়ার জাত বলেছেন: না ঠিকাছে। আপনার ইচ্ছা আপনি যত খুশি লিংক দিতে থাকুন। দেখেন না আপনের মত আমিও শুরু করেছি-
ওয়াজ করে দশ হাজার টাকা হাদিয়া পেলেন শামীম ওসমান!!
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪
সনেট কবি বলেছেন: আর ওরকম লিংক পেলে আমিও একবার ঘুরে আশি। তবে ইউ টিউব আমি দেখিনা। কারণ ঘুরে আর ঘুরে।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: কি হয়েছিল কবি ভাই?
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬
সনেট কবি বলেছেন: সেই হৃদয় বিধারক কথা আর বলতে চাইনা। আল্লাহ কোন সেফ ব্লগারকে এমন বিপদে না ফেলুক।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, কিছু একটা ঘটেছিলো?
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
সনেট কবি বলেছেন: ঘটেছিল মানে? আলবৎ ঘটেছে!
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
কাউয়ার জাত বলেছেন: চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, কিছু একটা ঘটেছিলো?
কিচ্ছুনা, হাল্কা সর্দি হইছিলো।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯
সনেট কবি বলেছেন: যার হয়েছে সে বুঝে কি হয়েছে!
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! শান্তি পেলাম। আজ আর কিছুই বলার নেই।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০
সনেট কবি বলেছেন: সেই বিপদ কালে আপনি সব সময় সাথে ছিলেন চৌধুরি ভাই।
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩
সূচরিতা সেন বলেছেন: ও উনি ব্লগের মডু, ভালো লাগল ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০
সনেট কবি বলেছেন: উনি ব্লগ নিয়ন্ত্রক।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম বাঁধা উত্তীর্ণ হয়েছেন জেনে।
প্রশংসা বার্তাও গড়েছেন চমৎকার ।
শুভ কামনা আপনার জন্য সবসময়
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১
রাকু হাসান বলেছেন:
কি সমস্যা হয়েছিল বা কেন হয়েছিল ঠিক আমি ঠিক জানি না ,আপনার সনেট নিয়ে কোন ঝামেলা হওয়ার কথা না ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫০
সনেট কবি বলেছেন: স্রাঞ্জির প্রিয় হে পোষ্ট দেখলাম একজন বিতর্কীত লেখিকা সম্পর্কে। আমি সে লেখিকা ও তার একটা বিতর্কীত বই সম্পর্কে পোষ্ট দিয়ে ছিলাম। সামুর সেটা ব্যক্তি আক্রমন মনে হয়েছে। তার পরেরটা শুধুই ইতিহাস।
১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১১
অনল চৌধুরী বলেছেন: ছবিটা মনে হচ্ছে মোগল হেরেমের!!!
মহা-অানন্দিত হলে সম্রাট অার সুলতানদের মতোই হেরেমে যাওয়ার শখ হয় নাকি জনাব?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫২
সনেট কবি বলেছেন: এটা যাঁর সম্পর্কে লেখা তাঁর পোষ্ট থেকে নেয়া।
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: অন্যবদ্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
স্রাঞ্জি সে বলেছেন:
সনেট কবিকে পেয়ে আবার ভাল লাগল।
আশা করি সামনে খুব ধীর স্থির ভাবে বুঝেশুঝে পোস্ট দিবেন।
শুভকামনা রইল ভাইয়া