![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-আজীম পরম মর্যাদাবানের
আসনে আসিন থেকে দায়িত্বের দায়
সুচারু সুন্দর রূপে পালন করায়
অনেকের পান তিনি অকুন্ঠ সম্মান।
যারা তাঁরে ভুলে থাকে ঘোরে অকামের
তারা সব হবে শেষে মহানিরুপায়
তাদের জীবন শেষে মরন যাত্রায়
দেখবে তাদের টানে বিপদের বান।
যে করে সবার ভাল তাঁরে মানে সব
উপকার ভোগীগণ। তাঁর কাছে নতি
স্বীকার করেন সবে যতটা সম্ভব।
মর্যাদাবানের গুণে সৃষ্টিদের ক্ষতি
হয়না ইচ্ছায় তাঁর, অনিচ্ছার তাড়া
সকলে সর্বদা রাখে সুখ-শান্তি ছাড়া।
আজীমু
আজিমু সৃষ্টির প্রতি মহত্বে মহান
মহিয়ান প্রভু প্রিয় অন্তরে সবার
উদারতা ধন্য তিনি সমগ্র জগতে
সকলের জন্য তাঁর রয়েছে কল্যাণ।
ত্রুটিহীন পরোয়ার নিখাঁদ মঙ্গলে
দেখেন কোথায় কার কি অভাব আছে
সকলের প্রয়োজন মিটাতে নিরন্ত
ব্যবস্থা করেন তিনি সকল সময়।
মহত্বের দার তাঁর বন্ধ যদি থাকে
তাহলে মানব কূল দেখবে নরক
মরার আগেই এই পৃথিবীর মাঝে।
মানুষ অন্যায় কত বেশুমার করে
সে সব না ক্ষমা করে দিলে মহিয়ান
পৃথিবী অনেক আগে হয়ে যেত শেষ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
সনেট কবি বলেছেন: পাঠ ও মূল্যায়নে অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: সুন্দর++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ সনেট।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
সনেট কবি বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগছে।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সাবলীল কবিতা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! কাব্য ও কথায় সুন্দর সনেটে ভালো লাগা রেখেগেলাম।
শুভেচ্ছা নিয়েন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই। নিরন্তর শুভেচ্ছা।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও কথা সুন্দর !
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২২
সনেট কবি বলেছেন: মূল্যায়নে খুশী হলাম।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ভালোলাগা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২২
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: সুন্দর সনেট।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+