নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মুকীত

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৪



আল-মুকীত পরম জীবন সম্বল
দাতা দয়াময় প্রভু।অবারিত তাঁর
বাঁচার উপকরন। যেথা লাগে যার
যতকিছু সব আছে প্রয়োজন মত।
পানিতে রয়েছে মাছ গাছে গাছে ফল
পশু-পাখি ও ফসল আছে বে-শুমার
যেথায় যেমন লাগে সুখেতে সবার
রয়েছে তা’ অফুরন্ত লাগে যার যত।

পরিশ্রম করে সব মানুষেরা পায়
সঞ্চিত তা আছে বলে বিস্তর অধিক
নতুবা হাজার কষ্টে হয়ে নিরুপায়
দেখতো মানুষ তার কিছু নেই ঠিক।
যার দানে সৃষ্টি পায় প্রয়োজনে সব
কৃতজ্ঞ অন্তর তাঁকে করে অনুভব।

মুক্বীতু

জীবন উপকরণ দানকারী হয়ে
মুক্বীতু সবার পাশে থাকেন সর্বদা।
কোথাকার কিযে লাগে তিনি তা’বুঝেন
অনুভবে তাঁর মতো আর কেহ নেই।
যে কালেতে যে বিষয় প্রয়োজন বেশী
সে কালেতে সে বিষয়ে প্রাচুর্যও থাকে
যে স্থানে যে জিনিসের চাহিদা ভীষণ
সে স্থানে তেমন মিলে পরিমাণ মতো।

মুক্বীতু না নিলে কোন উত্তম ব্যবস্থ্যা
মানুষের দূর্দশার থাকতোনা শেষ
যে জাতি বিপদে পড়ে তারা বুঝে এটা।
যার যা না হলে নেই বাঁচার উপায়
তার তেমন পাওয়া সকল সময়
মুক্বীতু করেন এর সার্থক ব্যবস্থা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১০

স্রাঞ্জি সে বলেছেন:

শুভ সকাল, প্রীশু।

ঈশ্বরকে সবাই মানুক, বিশ্বাস করুক, এটাই কাম্য।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১১

সনেট কবি বলেছেন: সেটা না করলে তাদের নিজেদের ক্ষতি!

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

এ.এস বাশার বলেছেন: সালাম নিবেন.... প্রিয় কবি.......

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচাজ্বী।
বরাবরের মতোই সুন্দর।
তবে ইদানিং আপনার সনেট গুলো সব একই রকম লাগছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

সনেট কবি বলেছেন: কেন এমন লাগে ঠিক বুঝতে পারছিনা।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল শ্রদ্ধেয় কবিভাই,

আমার বেশ ভালো লেগেছে। ওনাকে নিয়ে ভাবনার জগৎ ই যেখানে অপরিসীম । কল্পনার আল্পনায় মুগ্ধতা ।

স্রাঞ্জি সের সুরে, হৃপ্রীশু নিয়েন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

ন্যায়দন্ড বলেছেন: হাবা ইসলামিস্ট।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

সনেট কবি বলেছেন: নিজের সম্পর্কে সরল স্বীকারোক্তি।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

বলেছেন: সহজসরল সাবলীল লেখনী। ভা‌লো লাগ‌লো। ***

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.