![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আর-রাকীব পরম তত্ত্বাবধায়ক,
তীক্ষ্মপর্যবেক্ষক এ মহাজগতের
প্রতিটি সৃষ্টির সর্ব দিক বলয়ের
সুচারু সুন্দর রূপে পালনে সকল।
এ মহামহিম এক শান্তি প্রবাহক
অশান্তির নিবারনে।সুস্নিগ্ধ মতের
চেতনায় আছে তাঁর সর্ব মঙ্গলের
চিন্তা যা প্রবাহমান থাকে অবিরল।
তত্ত্বাবধায়নে থেকে সকল সময়
বিধাতা দেখেন তাঁর সৃষ্টির সুগতি
যেন না কোথাও হয় কোন অপচয়।
তত্ত্বাবধায়ন কাজে থাকলে অগতি
সবকিছু সহজেই হয়ে গিয়ে নাশ
অল্পতেই হয়ে যেত সৃষ্টির বিনাশ।
রাক্বীবু
রাক্বীবু পাহারাদার সকল সৃষ্টির
তাঁর পাহারায় থাকে সৃষ্টি নিরাপদে
বিবিধ কারণে তবে বিপদও ঘটে
সে ক্ষেত্রে এ নিরাপত্তা তুলে নেন তিনি।
তবে তাঁর পাহারাটা থাকলে বহাল
হয়না সৃষ্টির ক্ষতি কোন কিছুতেই
সেজন্য চাই তাঁর সন্তুষ্টি বিধান
আরো চাই সেই সাথে নিজের প্রচেষ্টা।
যে চায় নিজেই যেঁছে পড়তে বিপদে
তার পাহারার দায় হয়ত রাক্বীবু
নিবেননা রক্ষায় তাকে বিপদের থেকে।
সব কিছু মিলে যায় নিয়ম মাপিক
অনিয়মে কোনকিছু আশা করা ভুল
তবেই রাক্বীবু থেকে নিরাপত্তা মিলে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
সনেট কবি বলেছেন: এ নামে আল্লাহর কোন নাম নেই। আর রাজিব নাম হিন্দুরাও রাখে।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
ল বলেছেন: রাজীব আল্লাহর কোন নাম নাই কিন্ত নূর আছে ---- তাই আমরা কি নুর ভাই বলে ডাকতে পারি অবশ্য উনার নিক নাম খান, , পাকিস্তানের খান গোষ্ঠীর লোক কি না?
অনেক ভালো লাগলো প্রিয় সনেট কবি।
বইয়ের লিংক দেওয়ার জন্য ধন্যবাদ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর।
আচ্ছা, চাচাজ্বী আল্লাহর ৯৯ টা নামের মধ্যে কি 'ইয়া রাজীবু' নামে কোনো নাম আছে ?
মানে আমার নাম তো রাজীব।