![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-ওয়াদুদ মহা বন্ধু আমাদের
সুখে দুঃখে সকলের কল্যাণ সাধনে
জড়ায়ে রাখেন যিনি মায়ার বাঁধনে
বান্দাদের দয়া দানে স্নেহে চিরকাল।
তাঁর পানে নেই কোন চেতনা যাদের
অভাগা সে সব জন।শয়তানি বানে
দিশেহারা হয় তারা, তাদেরকে টানে
জাহান্নাম দূর্নিবার, কি পোড়া কপাল!
কৃতজ্ঞ জনের প্রিয় মহান মাবুদ
প্রশান্তি ছড়িয়ে দেন সবার আত্মায়
নিজ করুনায় কত।পাপের বারূদ
না থাকলে মনে কারো এটা বুঝা যায়।
এ বান্ধব সাথে যদি কেউ রাখে প্রীতি
তবে তার কোন কালে রইবেনা ভীতি।
ওয়াদুদু
ওয়াদুদু সৃষ্টিকুলে সর্বদা সদয়
বলেন না ছাড়বনা ত্রুটি হয়ে গেলে
সে জন্য স্বাচ্ছন্দ মনে জীবন যাপন
করা যায় তাঁর রাজ্যে শান্তিপূর্ণভাবে।
কথায় কথায় যদি দোষ ধরা হতো
গ্রেফতার যদি হতো কথায় কথায়
যদিনা মিলতো কারো অবকাশ কোন
তবেতো সৃষ্টির হতো কঠিন জীবন।
অথচ কি অনায়াশে ত্রুটির নিষ্কৃতি
মিলে যায় সব কাজে যখন তখন
এ জন্য সবাই করে খুশীমনে কাজ।
মালিকের দয়ামন শ্রমিকের জন্য
নিতান্ত প্রয়োজনীয় নির্বিগ্ন কাজেতে
ওয়াদুদু সে ব্যাপারে অতুল্য অনেক।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
ঠ্যঠা মফিজ বলেছেন: সূবাহানআল্লা ! ভালো লাগল মনে যেন কিছুটা প্রশান্তি ফিরে পেলাম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
নজসু বলেছেন: মাইকেল মধূসূদন দত্তের সনেট পড়েছি।
হৃদয় খোদা প্রেমে মত্ত হয় এমন সনেট পড়লাম আপনার লেখনিতে।
দোয়া রাখবেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। সনেট ভান্ডার
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এ বান্ধব সাথে যদি কেউ রাখে প্রীতি
তবে তার কোন কালে রইবেনা ভীতি।
ব্রেশ ব্রেশ ব্রেশ
ফ্রেশ ফ্রেশ ফ্রেশ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সনেট কবি বলেছেন: সুন্দর
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
কোয়েজার বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা !
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর হয়েছে, ভালো লাগলো সনেটিটি পড়ে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আল-ওয়াদুদ মানে কি?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সনেট কবি বলেছেন: মহা বন্ধু, বান্দার প্রতি স্নেহশীল।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪
হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: অসাধারন ৷ধন্যবাদ ৷
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন লিখেছেন,আল্লাহ আপনার মঙ্গল করুক।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনারো মঙ্গল করুন।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: অনবদ্য।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবির মতোই কবিতা। সুন্দর কবিতা