![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মহাকর্মবিধায়ক আল-ওয়াকীল
ছাড়িয়ে আনেন সবে মুছিবত থেকে
সুখ আর শান্তিগুলো ধরে একে একে
প্রশান্তি সৌধ গড়েন নিজ মমতায়।
সবার জীবন জুড়ে কত মুশকিল
যন্ত্রণায় গাঁথে যেন লোহার পেরেকে
বিপদের দিকে পথ যায় এঁকে বেঁকে
সেথা হতে রক্ষা মিলে তাঁর করুনায়।
এমন উকিল তিনি সুরক্ষায় মন
থাকে সব বান্দাদের।প্রার্থনায় যাঁচে
প্রতি জন প্রতি ক্ষণে, সুখের নয়ন
অশ্রু থেকে পরিপূর্ণ যেন চির বাঁচে।
বান্দার মহাউকিল কমিয়ে বিভ্রান্তি
বিস্তারে সকল স্থানে নিদারুন শান্তি।
ওয়াকীলু
ওয়াকিলু বান্দাদের উকিল বিপদে
ইবলিশের বিরুদ্ধে নির্দোষ প্রমাণে
কঠিন আজাব থেকে উদ্ধারে সকলে
বিচারক হয়ে তিনি উকিল আবার।
শয়তান এ প্রচেষ্টা করবে সর্বদা
আল্লাহর বান্দাদের নিতে জাহান্নামে;
আল্লাহ থামায়ে তাকে যুক্তি খন্ডনেতে
বলবেন বান্দা তাঁর জান্নাতের যোগ্য।
শ্রেষ্ঠ উকিল আল্লাহ বান্দা সকলের
বিপদের জেল থেকে জামিন প্রদানে
তাঁর তুল্য নেই কেহ এ জগতে আর।
কে করে কি করে কোথা উকিল জানেন
সেইমত তিনি নেন তরিৎ ব্যবস্থা
বান্দাদের বিপদের মিলে পরিত্রাণ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাললাগা রেখে গেলুম কবি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭
সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক শ্রদ্ধা।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
নতুন নকিব বলেছেন:
সুন্দর। চলতে থাকুক। +++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর। ++
এগিয়ে যান শ্রদ্ধেয় কবিভাই।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০
মাহমুদুর রহমান বলেছেন: মাশা আল্লাহ।খুব সুন্দর।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২০
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর, অসাধারণ, শুভ কামনা কবি।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লিখেছেন ফরিদ ভাই।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯
সূর্যালোক । বলেছেন: কবিতা দারুণ । অামার ব্লগে আমন্ত্রণ কবি ।