![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
পরম কল্যাণকারী আন-নাফি নিজ
সৃষ্টজীব প্রাণিদের কল্যাণ করেন
তারাও কথায় তাঁর সুপথ ধরেন
ভোগেনা কখনো তারা অযথা বিকারে।
ভালগাছ হয়ে থাকে হলে ভাল বীজ
সেজন্য সুবোধ ভাল তালাসে থাকেন
বিধাতাও তাদেরকে শান্তিতে রাখেন
সব কিছু হয়ে থাকে যোগ্যতা বিচারে।
কল্যাণের উপযোক্ত সেসকল নয়
নিজেই নিজের যারা করেনা কল্যাণ
তাদের থাকেনা ভাগ্যে সুখরাজ্য জয়।
পরিশ্রম থেকে দূরে থাকে অকল্যাণ
বিধাতা চেষ্টায় দেন সৌভাগ্য কপাল
আলস্য বিব্রত করে রাখে চিরকাল।
নাফিউ
নাফিউ কল্যাণকারী সকল সৃষ্টির
এ সত্যের অমান্যতা ক্ষতির কারণ
তখন গজব এসে বিপদ ঘটায়
অকৃতজ্ঞ দল এতে পড়ে বিপাকেতে।
কল্যাণে কৃতজ্ঞ হলে সেটা আরো বাড়ে
কৃতজ্ঞতা প্রকাশের জন্য দান করা
কৃতজ্ঞতা প্রকাশের একটি নিয়ম
তারপর খুশিমনে ইবাদত করা।
পরের কল্যাণ করা নিজের কল্যাণে
নাফিউর অনুগ্রহ প্রাপ্তির কারণ
ইহকাল পরকাল এতে হয় ভাল।
অপরের ক্ষতি যদি করে কোন জন
সেই জন নিজ ক্ষতি ডেকে আনে এতে
কল্যাণ্যে কল্যাণ মিলে নাফিউর থেকে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই , আন-নাফি অর্থ কি?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
নজসু বলেছেন: আল্লাহ অনুগ্রাহক। তিনি আমাদের উপকর্তা। হিতকারী।হিসেবে আমরা তাকেই পেয়ে থাকি।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
নজসু বলেছেন: ভাই হাসান জাকির ৭১৭১ আন নাফির অর্থ আমি আমার কমেন্ট বক্সে লিখেছি।
অনধিকার চর্চার জন্য শ্রদ্ধেয় সনেট কবির কাছে ক্ষমাপ্রার্থী।
আসলে আমার কমেন্টটা পোষ্ট করার পর হাসান জাকির ভাইয়ের কমেন্ট নজরে আসে। তাই জবাবটা আমিই দিলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: আন - নাফি আপনাকে। বরাবরের ন্যায় সুন্দর । ++
শুভেচ্ছা শ্রদ্ধেয় কবিভাইকে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: যন্ত্রণাভোগের মিলই দুজন মানুষকে কাছাকাছি
এনে দেয়!
(-অান্দ্রেই তারকোভস্কি )
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
তারেক ফাহিম বলেছেন: আল্লাহ্ আপনার মঙ্গল করুক।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
সনেট কবি বলেছেন: আমিন।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিধাতাও তাদেরকে শান্তিতে রাখেন
সব কিছু হয়ে থাকে যোগ্যতা বিচারে।
আমরাও তাই আশা করি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,