![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মহা পথ প্রদর্শক আর-রাশীদের
দেখানো সুপথে আছে সুখের জান্নাত
জাহান্নাম থেকে আছে সুমহা নাজাত
তাঁর কাছে আছে মহা শান্তির সন্ধান।
তাঁর বিপরীত উল্টা পথ বিপদের
যেনকি অমাবশ্যার অন্ধকার রাত
যেথায় বিপদ চির করবে আঘাত
রইবেনা সে বিপথে শান্তি ও সম্মান।
আর-রাশীদের পথ তালাসেতে মিলে
চিরকাল জুড়ে থাকা শান্তির সুপথ
যা ঝুটে অবশ্য মনে অকপট হলে।
ছেড়ে চলা ভাল হয় চরিত্র অসথ
শুদ্ধ হলে জীবনের কাজ কারবার
যাত্রা হবেই সঠিক জীবনে সবার।
রাশীদু
সৎপথ প্রদর্শক রাশীদু সবার
যারা এই সৎপথ নিজে থেকে খোঁজে
তাদের বেলায় তিনি সদয় অনেক
সহজেই তারা সবে সৎপথ পায়।
অসতের জন্য আসে পয়গাম তাঁর
পেয়েও নেয়নি তারা সেকথা বুঝাতে
সেজন্য বিচারে তারা নির্বিকার থেকে
বুঝবে নিজের ভুল শাস্তির মাত্রায়।
সৎপথ পেতে হলে সেপথ খোঁজায়
নিজেকে রাখতে হবে নিবেদীত প্রাণ
পাওয়া মাত্র সে পথ লুপে নিতে হবে।
সৎপথে কষ্ট সহ্য করার পরেতে
পুরস্কারে জীবনটা ধন্য হয়ে যাবে
কাজেই সে পথে চলা সবার উচিত।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: সবসময়ের মত ভাল হয়েছে। +++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: চাচা একটা সমস্যা-
ইদানিং সব গুলো সনেট একই রকম লাগছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
সনেট কবি বলেছেন: ক’দিন বিরতি দিয়ে নতুন করে পড়লে অন্য রকম লাগতে পারে।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
নজসু বলেছেন: বরাবরের মতো শিক্ষণীয়।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
ন্যায়দন্ড বলেছেন: একজন লেখক বা কবি হিসেবে আপনার যোগ্যতা আছে, কিন্তু একজন মুসলিম হিসেবে আপনি অপরিপক্ক। ইসলামকে আপনি হয় কম বোঝেন নয় বেশি বোঝেন, সঠিক বোঝেন না।
এইজন্য আপনি দুমখো মুসলিম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
সনেট কবি বলেছেন: আপনি যে আমাকে সঠিক বুঝেন তার কি নিশ্চয়তা আছে? আর আমার হিসাব নিবেন আল্লাহ!
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের ন্যায় সুন্দর । ++
শুভেচ্ছা নিয়েন কবিভাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
আরোগ্য বলেছেন: বাহ্,ভালো লিখেছেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবির কবিতা পড়ে আমি মুগ্ধ ।।