![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আস-সাবুর পরম ধৈর্যশীল এক
অনুপম মায়াময় অনন্য বিধাতা
অন্যায়ে অবলম্বন করে নিরবতা
পাপীদের খানিকটা অবকাশ দেন।
পাপীদের পাপ হয় অনেক অনেক
আদ্যপান্ত ভরা থাকে অপরাধ খাতা
কত কত অপরাধ ভরা পাতা পাতা
তথাপি পাপেতে প্রভু অপেক্ষা করেন।
অস্বীকারকারী তাঁকে অস্বীকার করে
কত অপমান করে কথায় কথায়
সে সবে দেখেন প্রভু যদি আসে ফিরে
থাকেন অনেক তিনি এর অপেক্ষায়।
সাবুরের অবকাশে সুখে বসবাস
করে, গড়ে সৃষ্টিদল অস্থায়ী নিবাস।
ছাবুরু
ছাবুরু অসীম ধৈর্যে জগত শাসন
করেন সে জন্য এটি বিদ্যমান আছে্
এখনো, নতুবা হয়ে বিনাশ সকলে
একাই থাকতে হতো তাঁকে চিরকাল।
শরিকানা মানুষেরা তাঁর সাথে করে
ক্ষুদ্র বস্তু জীব জড়ে অথবা এমন
ভাবে তাঁকে যাতে আর পরিচয় তাঁর
থাকেনা যেমন তিনি, কি বিরক্তি কর!
শীরকের জুলুমের আঘাতে আঘাতে
জর্জরিত সাবুরের সাথে তামাশায়
মেতে উঠে যত সব নির্বোধ মানব।
ছাবুরের প্রিয়জনে কত অত্যাচার
করে তাঁরে ছুড়ে দেয় প্রত্যহ চ্যালেঞ্জ
ছাবুর না হলে তিনি হতো সব শেষ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
সনেট কবি বলেছেন: তথাপি মানুষের এর জন্য কসরত কম নয়। আর স্থায়ী নিবাসের কথা তারা বেমালুম ভুলে যায়।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২
সূর্যালোক । বলেছেন: অনেক পাপী আমরা। ভালো লিখেছেন
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪
তারেক ফাহিম বলেছেন: আসমাউল হুসনা ৯৯টি নিয়েই লিখবেন শ্রদ্ধেয়?
অসাধারণ প্রতিভা দেখে মুগ্ধ।
আল্লাহ্ আপনার মোঙ্গল করুক।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
সনেট কবি বলেছেন: আল্লাহর ৯৯ নাম নিয়ে সনেট লিখে। সনেট কাব্যে আল-আসমাউল হুসনা সনেট কাব্য ছাফিয়ে মসজিদে মসজিদে বিতরণ করতে চাই যেন শিক্ষিত অবসরপ্রাপ্তরা একটু সময় কাটাতে পারে এবং আল্লাহর গুণ সমূহ জানতে পারে। আল্লাহ আপনার দোয়া কবুর করুন- আমিন।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: কবি কত কঠিন লেখা কত সহজ করে লিখে যায়। অবাক হয়ে যাই। কোন ভাষায় প্রশংসা করব কবি?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১
সনেট কবি বলেছেন: আল্লাহ দয়া করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আর সেটা যে কারো ক্ষেত্রে হতে পারে। আপনাকে শুধু তাঁর দয়া হাসিলের চেষ্টা করতে হবে।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: কিছুটা পড়িনি।
পুরোটাই পড়লাম।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
মাহমুদুর রহমান বলেছেন: বরাবরের মতই চমৎকার।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । ++
হায়রে! অস্থায়ী নিবাস ।
শুভেচ্ছা শ্রদ্ধেয় কবিভাইকে।