![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
পরম উন্নতকারী আর-রাফি সব
প্রচেষ্টাকারীদেরকে উন্নত করেন
তাদের জীবন তিনি সৌভাগ্যে গড়েন
অলসেরা চিরকাল ভোগে বঞ্চনায়।
যে করে সাধনা তার যতটা সম্ভব
বিধাতায় সে আলোকে উপরে তোলেন
কতিপয় অহেতুক আশায় ভুলেন
তাদেরনা ঝুটে কিছু প্রাপ্তির খাতায়।
দুনিয়া প্রাপ্তিতে যারা দৃঢ় পদে চলে
দুনিয়া তাদের কাছে ধরা দেয় খুব।
পরকাল ভাবনায় যারা কথা বলে
ওপার চিন্তায় তারা দিয়ে দেয় ডুব।
এক দিকে জিৎ হলে অন্য দিকে হার
এমন নগন্য যার দু’দিকেই ধার।
রাফিউ
রাফিউ উন্নত সব গুণ ও রুচিতে
মনভাবে তাঁর মতো উন্নত এমন
নেই আর কোন জন, থাকা অসম্ভব
অন্যদের সব কিছু তাঁর থেকে প্রাপ্ত।
জুটি বাঁধা জীবনেতে আছে কত সুখ
জুটিহীন জীবনের ছন্নছাড়া ভাব
নিরামিষ জীবনটা লাগে অর্থহীন
রাফিউর রুচিতেই সার্থক জীবন।
কূ-রুচির মানুষেরা দৈহিক সম্পর্ক
বিনোদনে তুলে এনে জুটি করে নাশ
যাতে ঘটে জীবনের শান্তির বিনাশ।
দৈহিক সম্পর্ক থাকা জুটিতে জড়ানো
জীবনের জন্য বড় সুখের বিষয়
ভাবলে এ বুঝা কোন কষ্টকর নয়।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
মেহেদী হাসান হাসিব বলেছেন: এ পর্যন্ত ৯৯ এর কতটি নাম নিয়ে লিখেছেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
সনেট কবি বলেছেন: এটা ৬৩ তম।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
নীলপরি বলেছেন: সুন্দর করে পরম সত্যগুলো বলেছেন
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২
মেহেদী হাসান হাসিব বলেছেন: বাহ! লিখে যান কবি।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২
ল বলেছেন: সুন্দর প্রিয় সনেট কবি।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সনেটের নিদারুণ রূপ দেখি। আমি আপনার কবিতায়
।প্রেমে পড়ার মতো রূপ। কবিতার প্রেম
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! ছোট্ট কথা, অথচ কত বড় তার ব্যাপ্তি ।
সুন্দর সনেট ++
শুভকামনা শ্রদ্ধেয় কবিভাইকে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭
সুদীপ কুমার বলেছেন: পড়লাম।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
কেমন আছেন?
খুব সুন্দর লিখেছেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
সামিয়া আক্তার শেহা বলেছেন: খুবই ভাল লাগল।এটা শুধু কবিতা নয় ।
মানুষের জন্য শিক্ষাও বটে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
মাহমুদুর রহমান বলেছেন: মাশা আল্লাহ।মনোমুগ্ধকর কবিতা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
এটা শুধু সনেট-ই নয়। শিক্ষাও আছে অনেক।
শুভেচ্ছা নিবেন, প্রিয় সনেট কবি।