নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মানি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮



মহাপ্রতিরোধকারী আল-মানি যাঁর
অমতে কর্ম সাধন করা অসম্ভব
এমন করায় কারো বন্ধ পথ সব
তিনি না চালালে কিছু থাকেনা সচল।
আল-মানি না চাইলে সাধ্য থাকে কার
কোন কাজ করে ফেলা একাই সম্ভব?
তিনি যদি করে দেন সে কাজ গজব
তবেতো সেখানে সেটা হয় যে অচল!

মানির অমান্যে চলে একান্ত নির্বোধ
তাদের অবস্থা হয় নিতান্ত বেহাল
অমান্যে মানি করেন সব পরিশোধ।
উল্টা পথে উল্টা মতে অবস্থা বেতাল
বিপদে আপদে ঘিরে অবস্থা অগতি
মহাপ্রতিরোধককে মানায় সুগতি।


মানিউ

মানিউ বান্দার মহা কষ্ট নিবারক
দুঃখ-কষ্টে তাঁর চেয়ে বড় বন্ধু নেই
তাঁর ইচ্ছা ভিন্ন অন্যে পারেনা একাজ
সেজন্য অন্যের প্রতি হাত পাতা দোষ।
মানিউর আছে মন ক্ষমতাও আছে
অসীম সম্পদ তাঁর আছে ভান্ডারেতে
প্রাপ্তিক্ষেত্রে ইচ্ছে তার যথেষ্ট বিবেচ্য
বান্দার শুধুই তিনি করেন মঙ্গল।

মানুষ যা চায় সেটা নাও পেতে পারে
যতি তাতে থাকে তার কোন অকল্যাণ
মানুষ জানেনা যেটা মানিউ জানেন।
তবে নিবারন যোগ্য হলে করে সেটা দূর
মানিউ সকল জনে করেন উদ্ধার
সেজন্য স্মরণ তাঁর সদা দরকার।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২

বলেছেন: খুব সুন্দর

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দারুন হয়েছে দারুন !!!
................................................................

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

প্রামানিক বলেছেন: সনেট ভালো লাগল। ধন্যবাদ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: চাচা আপনি আমাকে একটু সনেট লেখা শিখিয়ে দেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

সনেট কবি বলেছেন: আমার সনেট অনুযায়ী চর্চা করতে পারেন।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

বিজন রয় বলেছেন: মানি মানে কি?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

সনেট কবি বলেছেন: মহাপ্রতিরোধকারী।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

জাহিদ অনিক বলেছেন: আপনি অনেক সনেট লিখেছেন। অভিনন্দন।
আজকাল আপনার সনেটগুলো কেমন যেন নিষ্প্রাণ মনে হয়

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

সনেট কবি বলেছেন: প্রাণটা যে কোথায় হারিয়ে যায় কে জানে?

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর !! ++

শুভেচ্ছা নিয়েন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.