![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আত-তাওয়াব খাঁটি তাওবাকারীর
তাওবা গ্রহণ করে হন যে পরম
তাওবা কবুলকারী।পাপের গরম
যাতে কমে,পূণ্যপথ সুপ্রশস্ত হয়।
রিপুকে পরাস্ত করা কোন মহাবীর
যদি পায় তওবার উপায় উত্তম
তাহলে সহজে হয় পাপকাজ কম
সেথায় শয়তানের মনে বড় ভয়।
আত-তাওয়াবের এ ক্ষমাকরা মন
সবার মঙ্গল বয়ে ছড়ায় প্রশান্তি,
জগতে সামান্য নয় ক্ষমার ওজন।
তওবা না হলে কারো, বাড়ায় বিভ্রান্তি
হারাতো পথে ফিরার নির্মল আলোক
তাদের জীবন হতো মহাঅমূলক।
তাওয়্যাবু
তাওয়্যাবু বান্দাদের তাওবা করার
সুযোগ প্রদানে দিয়ে ফিরার সুযোগ
পথ হারাদের দেন সুপথের দিশা
যাতে আছে পুরস্কার ক্ষমার সম্পদ।
তাওবা কবুলকারী ডাকেন বান্দায়
ফিরতে আবার পথে বান্দার তেমন
দায়িত্ব সে ডাকে সাড়া প্রদান করার
নতুবা নিজের ক্ষতি সে করবে নিজে ।
তাওবা বিলম্বে হলে পূণ্যের সঞ্চয়
কমহয়ে কমপূণ্যে কমলাভ হয়
সেজন্য তাওবা দ্রুত করে ফেলা ভাল।
পাপের সময়ে যদি পূণ্য করা হয়
সেটাই উত্তম কাজ বুঝে বুদ্ধিমান
তবে পাপ হয়ে গেলে তাওবা উত্তম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ মহান।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী কেম আছেন?
সনেট আপনি কখন লিখেন? রাতে না দিনে?
সনেট লেখার আগে কি আপনি আগে থেকে ভেবে চিনতে রাখেন। না সাথে সাথে লিখে ফেলেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪
সনেট কবি বলেছেন: যখন কবিতার ভাব আসে তখন লিখি।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । ++
শুভেচ্ছা শ্রদ্ধেয় কবিভাইকে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছন। সালাম নিবেন কবি। ++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাঝেমধ্যে মনে হয় তওবা করে ভালো হয়ে যাব....
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
রাকু হাসান বলেছেন: পড়লাম । সনেট লেখার কলা কৌশল নিয়ে যদি কিছু পোস্ট করতেন !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
সনেট কবি বলেছেন: তার জন্য সোনাবীজ রয়েছেন! আল্লাহ আপনার মঙ্গল করুন।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
ল বলেছেন: এত সুন্দর করে আল্লাহ পাকের নামে সনেট কবিতার জন্য
আল্লাহ আপনার আর পাাঠকদের মঙ্গল করুন।
আমিন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
সনেট কবি বলেছেন: এ আয়োজন আল্লাহ খুশির জন্য।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০
ইসমাঈল আযহার বলেছেন: ভাল লাগল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮
ইসমাঈল আযহার বলেছেন: আমীন, সনেট কবি ভাইয়া। আমি ভাবতাম ব্লগে বোধ হয় আল্লাহ রাসূলের কথা লেখার কেউ নেই। যখন ইসলামের কোন বিষয় কাউকে লিখতে দেখি খুব আপন লাগে তাকে। আল্লাহ আপনারও মঙ্গল করুন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
আরোগ্য বলেছেন: আজকের কবিতাটি বেশি ভালো লাগলো।