![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মহান্যায়পরায়ণ আল-মুকসিত
প্রত্যেকের প্রাপ্য দেন পরিপূর্ণভাবে
বঞ্চিত হয়না কেউ কিচ্ছুর অভাবে
তাঁর কাজে কোন ক্ষেত্রে নেই অবিচার।
প্রাকৃতিক নিয়মের আছে শক্তভীত
সবকালে সবকিছু ঠিকঠাক পাবে
কে আছে এখানে কোন নিয়ম নড়াবে?
বিধিবদ্ধ বিদ্যমান সকল আচার।
মানুষের কাজে কাজে কত ভুল থাকে
এমন প্রভুর হলে পড়ে লাঞ্চনায়
অশান্তি অনেক হতো জীবনের বাঁকে।
ন্যায়পরায়নতায় আছে যাঁর দায়
তিনিতো সে ক্ষেত্রে থেকে মহা অবিচল
এজগৎ সর্বদায় রাখেন সচল।
মুক্বছিতু
কার্যক্ষেত্রে মুক্বছিতু প্রতিদানকারী
সবাই নিজের প্রাপ্য পাবে ঠিকমত
কেহনাহি কোন কিছু পাবে কম বেশী
পাওনা প্রদানে তিনি ন্যায়পরায়ন।
কেউ যদি মনে করে যা খুশি সে করে
অবলিলে পার পাবে সে ধারনা ভুল
মুক্বছিতু ধরা দিলে না পেয়ে উদ্ধার
বুঝবে সেজন পাপে কি বিপদে ফেলে।
পাপ-পূণ্য মুক্বছিতু হিসেবে রাখেন
প্রতিদান যেন দেয়া যায় ঠিক মত
সবার সকল কাজ তাঁর মনে থাকে।
বলেছেন তিনি তাঁর বাণীতে সুস্পষ্ট
পাপ-পূণ্য সামান্যও আসবে হিসেবে
হিসেবে সামান্য কিছু রইবেনা বাদ।
০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪১
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৭
রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচাজ্বী।
সুন্দর সনেট পড়ে দিন শুরু করলাম।
ভালো থাকুন।
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর। ভালোবাসা নিবেন কবি
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
আপনার কাছে আমার অনুরোধ আপনি আমাকে তুমি করে বলবেন। প্লীজ।
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫
সনেট কবি বলেছেন: আপনার জন্য শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর আল - মুকসিত ++
শুভেচ্ছা নিয়েন কবিভাই।