![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-আদল পরম ন্যায়পরায়ন,
বিবেক বিবেচনায় থেকে অবিচল
ন্যায়নিষ্ঠ ভাবেনেন সিদ্ধান্ত সকল
দূরত্ব বজায় রেখে জুলুমের থেকে।
আজাব ও গজবের ঘটে আগমন
কষ্টকর পরিস্থিতি ভেঙ্গে মনবল
ন্যায়পরায়নতার বিশ্বাস সচল
থাকেনা প্রভুর প্রতি মন ঘুরে বেঁকে।
দুঃখ-কষ্ট ও যন্ত্রণা আসে বার বার
পরীক্ষা ও শাস্তি জন্যে।বিধাতা অক্ষয়
থাকেন ন্যায়ের পথে দৃঢ় মনে তাঁর।
তথাপি অনেক মন সুবোধের নয়
বিধাতায় তারা সবে দোষ দিয়ে অতি
তাঁর পথ ছেড়ে তারা করে নিজ ক্ষতি।
আদিলু
আদিলু সিদ্ধান্তে নিজ ন্যায় বিচারক
নিরপেক্ষ ভাবে সব কাজের বেলায়
সে জন্য নবীকে তাঁর যুদ্ধের মাধ্যমে
শত্রুত্বের সমাধান করতে হয়েছে।
এখনো মুসলীমের অস্তিত্ব রক্ষায়
যা করার তার সব করতেই হবে
এমনি এমনি হেথা মিলবেনা কিছু
দোয়াপর সেই সাথে খাটতেও হবে।
পৃথিবী কখনো নয় প্রতিদান ক্ষেত্র
এখানে সকল প্রাপ্তি কষ্টে মিলে থাকে
ইবাদত ফল সবে পরকালে পাবে।
মুসলীম আছে বড় দূর্গতি ভিতরে
নিরাময়ে সে দূর্গতি বুদ্ধি ও কৌশল
লাগবে নিয়ম মত যথাযথভাবে।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫১
নতুন নকিব বলেছেন:
দারুন প্রকাশ। +++
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০
কানিজ রিনা বলেছেন: বিধাতায় তারা সবে দোষ দিয়ে অতি,
তার পথ ছেরে তারা করে নিজ ক্ষতি।
অনেক সুন্দর করে বলেছেন। শুভকামনা।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচাজ্বী।
সকালবেলা সনেট পড়ে মনটা ভরে গেল।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩
নজসু বলেছেন: প্রত্যেক ব্যক্তি প্রতিটি কাজে যখন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করবে,
তখন সমাজে শান্তি, স্বস্তি ফিরে আসবে।
শান্তির সুবাতাস বইবে ব্যক্তি, পরিবার, এবং সমাজে।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন জনাব। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০
ওমেরা বলেছেন: আমরা আল্লাহর পথে চলি, বা না চলি আল্লাহর এতে কোন লাভ-ক্ষতি নেই। আল্লাহর পথে চল্লে আমাদের লাভ না চল্লে আমাদেরই ক্ষতি। খুব ভাল লাগল।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮
হাবিব বলেছেন:
দারুন অভিব্যক্তি, আমি মুগ্ধ
আপনার সনেটে,
সত্যকে মহা সুন্দর করে-
প্রকাশ করেছেন বটে।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর ভাবনা।