![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-মুনইম তাঁর মহানেয়ামত
দানকারীর দায়িত্বে থেকে অনিবার
দেখেন কি প্রয়োজন রয়েছে সবার
হয়েছে কি ক্ষতি কার শয়তানি পাকে।
মানুষ নিজেই করে নিজ খেয়ানত
তথাপি হঠাৎ ঘুরে দাড়িয়ে আবার
সুপথে অদম্য ফের চলে দূর্নিবার
এভাবেই জীবনটা ঠিক ঠাক থাকে।
দান আর সৎপথ নেয়ামত সব
আল-মুনইম দেন গভীর মায়ায়
বুদ্ধিমান এসকল করে অনুভব।
সেই প্রভু বিধাতার করুণা ছায়ায়
মানুষ সর্বদা পায় সুরভী সুবাস
যেথায় গড়ছে তারা সুখের নিবাস।
মুনইমু
নেয়ামত দানকারী মুনইমু হয়ে
বিস্তারিত করেছেন কত নেয়ামত
সে সকল নেয়ামত সৃষ্টি কুল ভোগে
তৃপ্তি সহকারে হেথা করে বসবাস।
আলো পানি মাটি আর বাতাসের শুধু
শুকরিয়া করে কেহ পাবেনাতো কুল
তারপরে ফল শস্য আছে বেশুমার
বর্ণনা করে নাহি করা যাবে শেষ।
বাঁচি যাঁর নেয়ামতে তাঁকে ভুলে গিয়ে
মানুষেরা ভুল করে কারে ভাবে প্রভু?
নিমকহারমদের কি বলার থাকে?
এত এত নেয়ামতে যারা তুষ্ট নয়
যাদের সন্ধানে নেই সুমহান প্রভু
তাদের ব্যাপার সেতো বুঝবেন তিনি।
১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: ''রুপালী গিটার ফেলে একদিন চলে যাবো দূরে বহুদূরে..
সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে।"
১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর সনেট । ++
শুভেচ্ছা নিয়েন কবিভাই।
১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭
ইসমাঈল আযহার বলেছেন: জাঝাকাল্লাহ
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাআল্লাহ্ খুব সুন্দর হয়েছে স্যার। আপনি অসুস্থ ছিলেন? কি হয়েছিলো স্যার?
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি স্মার্টকার্ড আনতে বাড়ি গিয়েছিলাম। সাথে ল্যাপটপ নেইনি। সেজন্য ব্লগিং করতে পারিনি।
৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩০
محمد فسيح الاسلام বলেছেন:
'মানুষ বিবর্তিত হয়েছে'- এই জ্ঞানটা প্রভু আমাদের কাছে এখনো পাঠাননি যে!
ইয়া আলেম, নাহলে মানুষ সৃষ্টি'র অনেক আগেই প্রভু আদমের গন্ধম খাওয়ার কথা লিখে রাখতেন না। উনার অনেক আগে থেকেই 'মানব' সৃষ্টি'র পরিকল্পনা ছিলো।
মন করে দেখুন, তিনি কিভাবে প্রথমে 'মাটি' দিয়ে আদমের অবয়ব তৈরী করেছিলেন নিজ পবিত্র 'হাত' দিয়ে। বিবর্তনের মাধ্যমে মানব তৈরির ইচ্ছে থেকে থাকলে, মাটির কাঠামো বানানো'র দরকার ছিলো কি, ও জ্ঞানী প্রবর?
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭
সনেট কবি বলেছেন: এটা ডারউইনের বিবর্তন নয়। এটা হলো এক আকৃতির সামান্য রদ বদল করে অন্য আকৃতি সৃষ্টি করা। তারমানে বিবর্তন নিজে নিজে হয়নি বরং করা হয়েছে। আর ডারউইনবাদীরা সেটাকেই এমনি এমনি হওয়ার তালিকায় ফেলে দিয়েছে। বিবর্তনে একই সৃষ্টির ভিন্নরূপ না হয়ে সম্পূর্ণ নতুন সৃষ্টি হয়েছে। বানর থেকে মানুষ হয়নি। বরং মানুষ ও বানর আলাদা সৃষ্টি। বিবর্তনে পুরাতনের নতুন রূপে আবর্তনের বদলে সম্পূর্ণ নতুনের প্রবর্তন ঘটেছে। আর এটা আল্লাহর কাজ। অথচ আল্লাহর কাজ দিয়েই কেউ কেউ তাঁকে অস্বীকার করতে চায়। বানর থেকে মানুষ হবে কেন? বানরের কাছাকাছি আকৃতির নতুন প্রাণী মানুষ বানাতে অসুবিধা কোথায়?
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
আল্লাহর গুণকীর্তন করে
চমৎকার সনেট রচনা করার জন্য।