![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
পরম হিসাবকারী আল-মুহসীর
জ্ঞানায়ত্ব সবকিছু, কি আছে কোথায়,
সকল জানেন তিনি।কিছু না হারায়
হিসাবের খাতা থেকে তাঁর কোন ভাবে।
প্রাপ্য পাওয়ার ক্ষেত্রে হওয়া অস্থির
প্রয়োজন নেই কারো।বিধাতার দায়
সকলেই সিক্ত হয় করুনা ছোঁয়ায়,
কর্মফল সকলেই পরিপূর্ণ পাবে।
জগতের প্রতি কোণে এক আওয়াজ
বিধাতার সবগুণ পরম অসীম
অনুপম সে প্রভুর প্রত্যেকটি কাজ
নিরখে সে সব কিছু মাথা করে ঝিম।
আল-মুহসী সর্বত্র হাজির থাকেন
এভাবে সবার তিনি হিসাব রাখেন।
মুহছিয়্যু
মুহছিয়্যু অবগত সকল সুষ্টির
ভাবগতি মনভাব সুখ দুঃখ সব
অনুভবে আছে তাঁর সব অনুভুতি
সেই মত তিনি সব ব্যবস্থা করেন।
কারো যদি মনে হয় তার কথা তিনি
জানেননা তাহলে এ নিচক অজ্ঞতা
তার শুধু সে জন্য নয় মুহছিয়্যু তার
ধারনার মত কোন অবগতিহীন।
মানুষ অবাক হবে দেখবে যখন
তার সব কাজ আছে সবিস্তারে লেখা
তখন যে বুঝবে এ মুহছিয়্যু জ্ঞান।
সব কিছু আছে তাঁর নখ দর্পনেতে
তাঁর অবগতি ছেড়ে যায়নাতো কিছু
মুহছিয়্যু মহিমায় অনন্য মহান।
''আল-মুহছিয়্যু'' নামের ফজিলত
-হাবিবুর রহমান (হাবিব স্যার)
পরম হিসাবকারী মুহছিয়্যু রব
ভালমন্দ কাজ যত অবগত সব,
লোক চক্ষুর আড়ালে মন্দ করো কিছু?
হাশরে প্রকাশ হলে মান হবে নিচু।
আল-মুহছিয়্যু প্রভু তাঁর অগোচরে
লুকানো অসাধ্য কাজ সাগর পাহাড়ে,
পূণ্যকর্ম যত আছে হোক ক্ষুদ্র কিছু
শেষ বিচারের দিনে মান হবে উঁচু।
ঘোর শাস্তি কেয়ামতে মাফ পেয়ে যাবে
কবরের যত ধরা ক্ষমা তুমি পাবে
মুহছিয়্যু আল্লাহকে ডাকো দৃঢ় মনে।
নাজাতের ওসিলায় মুহছিয়্যু তিনি
শাফায়াতে নবী পাবে যদি চলো মানি
অটল বিশ্বাসে তাঁকে সতত স্মরনে।
বিঃদ্রঃ এখানে আল্লাহর ৯৯ নাম নিয়ে আমার সনেট লেখা সমাপ্ত হলো।
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর বর্ণনা। ভালো লিখেছেন কবি
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের ন্যায় সুন্দর । ++
অভিনন্দন আপনাকে এমন একটি কর্মযজ্ঞ শেষ করার জন্য।
শুভেচ্ছা নিয়েন কবি ভাই।
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনাকে স্যলুট।
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯
নতুন নকিব বলেছেন:
বরাবরের মত মুগ্ধতা। +++
অাপনাকে মোবাইলে পাচ্ছি না। দয়া করে অামাকে কল দিলে কৃতজ্ঞ হব।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬
সনেট কবি বলেছেন: প্রিয় কবি আমার ইমেইল এড্রেস হলো, [email protected] এতে আপনার মোবাইল নম্বর পাঠিয়ে দিলে আমি আপনাকে ফোন করব, ইনশা আল্লাহ। তবে ইমেইল করলে কমেন্টে জানাবেন। তাহলে আমি ইমেইল সেক করব।
৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
কথার ফুলঝুরি! বলেছেন: এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ? এইতো মনে হল সেদিন দেখলাম নাকি আমি আসার অনেক আগে থেকেই আপনার এই সুন্দর প্রচেষ্টা চলছে ?
আমি মন্তব্য করিনি । কিন্তু আল্লাহর নাম নিয়ে আপনার যে কয়টি সনেটই আমার চোখে পরেছে আমি তা পড়ে আল্লাহর সেই নামের অর্থ বোঝার চেষ্টা করেছি ।
আপনি আপনার কবিতার মাধ্যমে সামু ব্লগের ব্লগারদের পরিচয় দিয়েছেন আবার মহান আল্লাহ তায়ালার ৯৯ নাম নিয়ে সনেট লিখে তার গুনবাচক নামসমূহের সাথেও আপনার পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন । আপনার প্রশংসা করারও যেন কোন শব্দ খুজে পাচ্ছিনা । শ্রদ্ধা রইলো কবি আপনার জন্য । সাথে শুভকামনা ও দোয়া ।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮
সনেট কবি বলেছেন: আল্লাহর নামে ৯৯ সনেট এটাও একটা বিশ্ব রেকর্ড। এ সংক্রান্ত বই সম্পাদনার কাজ শুরু করেছি দোয়া করবেন।
৭| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০
নতুন নকিব বলেছেন:
জ্বি, আপনার মেইলের জবাব দিয়েছি। কৃতজ্ঞতা অশেষ।
২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৮| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১
হাবিব বলেছেন:
''আল-মুহছিয়্যু'' নামের ফজিলত
পরম হিসাবকারী মুহছিয়্যু রব
ভালমন্দ কাজ যত অবগত সব,
লোক চক্ষুর আড়ালে মন্দ করো কিছু?
হাশরে প্রকাশ হলে মান হবে নিচু।
আল-মুহছিয়্যু প্রভু তাঁর অগোচরে
লুকানো অসাধ্য কাজ সাগর পাহাড়ে,
পূন্যকর্ম যত আছে হোক ক্ষুদ্র কিছু
শেষ বিচারের দিনে মান হবে উঁচু।
ঘোর শাস্তি কেয়ামতে মাফ পেয়ে যাবে
কবরের যত ধরা ক্ষমা তুমি পাবে
মুহছিয়্যু আল্লাহকে ডাকো দৃঢ় মনে।
নাজাতের ওসিলায় মুহছিয়্যু তিনি
শাফায়াতে নবী পাবে যদি চলো মানি
অটল বিশ্বাসে তাঁকে সতত স্মরনে।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
সনেট কবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
হাবিব বলেছেন: পূণ্যকর্ম যত আছে হোক ক্ষুদ্র কিছু
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
সনেট কবি বলেছেন: পোষ্টে ঠিক করে দিয়েছি প্রিয় কবি।
১০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২
ফেইরি টেলার বলেছেন: খুব ভালো হয়েছে সনেট কবি ভাই
২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
পদাতিক চৌধুরি বলেছেন: " অনুভবে আছে তার সব অনুভূতি।'" সনেটে অনুভূতি বানানটি ঠিক করে নিন। যতই দে ডিলিট করবেন প্লীজ।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২
নজসু বলেছেন:
আল্লাহ একমাত্র শ্রেষ্ঠ হিসাবগ্রহণকারী।