![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
সামুর ব্লগারদের নিয়ে সনেট রচনা আমার পূরনো অভ্যাস। যা এখনো বিদ্যমান রয়েছে। এযাবৎ যে সব ব্লগারদের নিয়ে আমি পোষ্ট দিয়েছি তাদের ১০১ জনের পোষ্টের লিংক নিম্নে উপস্থাপন করা হলো-
১। (ক) ব্লগার জানা
(খ) ব্লগার জানা
(গ) ব্লগার জানা
২।(ক) ব্লগার কাল্পনিক ভালবাসা
(খ) ব্লগার কাল্পনিক ভালবাসা
(গ) ব্লগার কাল্পনিক ভালবাসা
৩।(ক) ব্লগার চাঁদগাজী
(খ) ব্লগার চাঁদগাজী
(গ) ব্লগার চাঁদগাজী
৪।(ক) ব্লগার রাজীব নুর
(খ) ব্লগার রাজীব নুর
৫। ব্লগার বিদ্রোহী ভৃগু
৬। ব্লগার শহীদুল ইসলাম প্রামানিক
৭। ব্লগার নতুন নকিব
৮। ব্লগার নঈম জাহাঙ্গীর নয়ন
৯। (ক) ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাঁই
(খ) ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাঁই
১০। ব্লগার সেলিম আনোয়ার
১১। ব্লগার পদাতিক চৌধুরী
১২। ব্লগার কাওসার চৌধুরী
১৩। ব্লগার মাইদুল সরকার
১৪। ব্লগার তারেক ফাহিম
১৫। ব্লগার সত্যপথিক শাইয়্যান
১৬। ব্লগার কুঁড়ের বাদশা
১৭। ব্লগার ব্লগ মাস্টার
১৮। ব্লগার তারেক মাহমুদ
১৯। ব্লগার পবন সরকার
২০। ব্লগার সামু পাগলা
২১। ব্লগার জুন
২২। ব্লগার শামচুল হক
২৩। (ক) ব্লগার নতুন
(খ) ব্লগার নতুন
২৪। ব্লগার গিয়াস উদ্দিন লিটন
২৫। ব্লগার নীলপরি
২৬। (ক) ব্লগার বিজন রয়
(খ) ব্লগার বিজন রয়
২৭। ব্লগার মোহাম্মদ সজ্জাদ হোসেন
২৮। ব্লগার নূর মোহাম্মদ নূরু
২৯। ব্লগার শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)
৩০। (ক) ব্লগার অর্ক
(খ) ব্লগার অর্ক
৩১। ব্লগার সুমন কর
৩২। ব্লগার শাহরিয়ার কবীর
৩৩। ব্লগার আহমেদ জি এস
৩৪। ব্লগার খায়রুল আহসান
৩৫। ব্লগার মোস্তফা সোহেল
৩৬। ব্লগার শায়মা
৩৭। ব্লগার সাদা মনের মানুষ
৩৮। ব্লগার আক্তার আর হোসাইন
৩৯। ব্লগার হাসান মাহবুব
৪০। ব্লগার জোকস
৪১ ও ৪২। ব্লগার বক ও ব্লগার আলো
৪৩ ও ৪৪। ব্লগার পদ্মপুকুর ও ব্লগার ফজল
৪৫। ব্লগার নাগরিক কবি
৪৬। ব্লগার ওমেরা
৪৭। ব্লগার বি এম বরকত উল্লাহ
৪৮। ব্লগার সামিউল ইসলাম বাবু
৪৯। ব্লগার কথাকথিকেথিকথন
৫০।ব্লগার আমি তুমি আমরা
৫১। ব্লগার হাসান কাল বৈশাখী
৫২। ব্লগার রাবেয়া রাহীম
৫৩। ব্লগার বিলুনী
৫৪। ব্লগার ভ্রমরের ডানা
৫৫। ব্লগার অরুনীমায়া অণু
৫৬। ব্লগার ডঃ এম এ আলী
৫৭। ব্লগার বিলিয়ার রহমান
৫৮। ব্লগার গেম চেঞ্জার
৫৯। ব্লগার কি করি আজ ভেবে না পাই
৬০। ব্লগার কাজী ফাতেমা ছবি
৬১। ব্লগার ধ্রুবক আলো
৬২। ব্লগার সৈয়দ ইসলাম
৬৩। ব্লগার আবুহেনা মোঃ আশরাফুর ইসলাম
৬৪। ব্লগার ল
৬৫। ব্লগার অচেনা হৃদি
৬৬। ব্লগার নূর-ই-হাফসা
৬৭। ব্লগার ঠ্যঠা মফিজ
৬৮। ব্লগার বিদেশ পাগলা
৬৯।ব্লগার কানিজ রিনা
৭০। ব্লগার পাঠকের প্রতিক্রিয়া
৭১। ব্লগার সিগন্যাস
৭২। ব্লগার স্রাঞ্জি সে
৭৩। ব্লগার চঞ্চল হরিণী
৭৪। ব্লগার সম্রাট ইজ বেস্ট
৭৫। ব্লগার ভুয়া মফিজ
৭৬। ব্লগার কথার ফুলঝুরি
৭৭। ব্লগার মিথি মারজান
৭৮। ব্লগার দূর আকাশের নীল তারা
৭৯। ব্লগার কলাবাগান১
৮০। ব্লগার লাবণ্য
৮১। ব্লগার কবি ফেনা
৮২। ব্লগার ঠাকুর মাহমুদ
৮৩। ব্লগার সামিয়া আক্তার প্রিয়া
৮৪। ব্লগার হাসু মামা
৮৫। ব্লগার সনেট কবি
৮৬। ব্লগার জহিরুল ইসলাম সেতু
৮৭। ব্লগার টারজান০০০০৭
৮৮। ব্লগার অতঃপর হৃদয়
৮৯। ব্লগার অর্থনীতিবিদ
৯০। ব্লগার রাকু হাসান
৯১। ব্লগার শৈবাল আহম্মেদ
৯২। ব্লগার মোহাম্মদ আলী আকন্দ
৯৩। ব্লগার ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ
৯৪। ব্লগার বিচার মানি তালগাছ আমার
৯৫। ব্লগার মনিরা সুলতানা
৯৭। ব্লগার নজসু (সুজন)
৯৮। ব্লগার বাকপ্রবাস
৯৯। ব্লগার ফাহিমা জেরিন জেবা
১০০। ব্লগার সাহিদা সুলতানা শাহী
১০১। ব্লগার টুনটুনি
১০২। ব্লগার মাহমুদুর রহমান
১০৩। ব্লগার সৈয়দ তাজুল ইসলাম
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১১
সনেট কবি বলেছেন: আমি চাই ব্লগারদের প্রতি সবার আগ্রহ বাড়ুক।
২| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ছোট বালুকার কনা বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ সাগর অতল- কবিতাটাই মনে পড়ল পোষ্টে দেখে!
সত্যি অনেক ধৈয্যে আপনি তেমনি এক বিশাল ভান্ডার তৈরী করে ফেলেছেন দিনে দিনে।
অভিনন্দন ভায়া।
+++
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩
সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে আরেকটা সনেট লিখব লিখব করেও লেখা হচ্ছেনা। দেখি কখন কি করতে পারি।
৩| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি কাজটা কঠিন, নিজের নাম দেখে আবারও আনন্দিত।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫
সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে লিখতে পেরে আমারো বেশ ভাল লেগেছিল।
৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০১
Sujon Mahmud বলেছেন: চুন্দর অইচে
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪
আমি তুমি আমরা বলেছেন: চমতকার একটি কাজ করে চলেছেন। আপনাকে ধন্যবাদ।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬
সনেট কবি বলেছেন: আপনাকে পাশে পেয়ে ভাল লাগছে।
৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬
রাকু হাসান বলেছেন:
বিশাল অর্জনের ব্যাপার । ১০১ জন ব্লগার এক ফ্রেমে বন্ধি করার প্রয়াস খুব চমৎকার । দোয়া রাখছি থাকুন আমাদের মাঝে অনেক দিন ।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭
সনেট কবি বলেছেন: এখানে অন্তত ১০১ জনকে একসঙ্গে পাওয়া যাচ্ছে।
৭| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন আপনাকে !
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৮| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০
ল বলেছেন: ৬৪ এ আছি -----------
আপনাকে ধন্যবাদ।
দোয়া রাখছি থাকুন আমাদের মাঝে অনেক দিন ।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:২০
সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে লিখতে পেরে আমারো বেশ ভাল লেগেছে।
৯| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা আপনার দ্বারাই সম্ভব...
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:২১
সনেট কবি বলেছেন: সকলি আল্লাহর দয়া।
১০| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ, ব্লগারদের নিয়ে সুন্দর সুন্দর সনেটের বুননে; অতঃপর অতিব ধৈর্য্য অার বিমুগ্ধ মননশীলতায় সনেট সংকলন।
দুঅা এবং শুভকামনা নিরন্তর। পোস্টে +++ এবং যথারীতি প্রিয়তে সনেট সংকলন।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।
১১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১০
আরোগ্য বলেছেন: অভিনন্দন সনেট কবিকে। সেই সাথে সকল ব্লগারদের যাদের নিয়ে সনেট রচনা করা হয়েছে।
সদা আরোগ্য থাকুন।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪
সনেট কবি বলেছেন: ভাল দোয়া করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
১২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি সত্যিকার কবি। কাব্যপ্রেমে মুগ্ধ হলাম
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
সনেট কবি বলেছেন: এক হাজার সনেট লিখতে চাই। অবশ্য এর থেকে এখন আমি খুব দূরে নই।
১৩| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ২:০১
নতুন বলেছেন: অনেক ধন্যবাদ...
আপনার সনেটের জন্য গিনিজের কাছে আবেদনের জবাব এখনো পাইনাই। পেলে জানাবো।
http://www.somewhereinblog.net/blog/neoblog/30250464
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮
সনেট কবি বলেছেন: আপনার প্রচেষ্টায় আমি কৃতজ্ঞ।
১৪| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
একজন সহব্লগার থেকে অকৃত্রিম ভালোবাসা ও উৎসাহ
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
সনেট কবি বলেছেন: প্রিত্যেকে তার নিজের অবস্থান থেকে কাজ করলে সবার মঙ্গল হবে।
১৫| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৩:৪৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: খুব চমৎকার আর নিঃস্বার্থ কাজ। এতে করে সবাই উৎসাহ পাবে। নতুন আরে পুরানো সবাই। অনেক শুভেচ্ছা। সাথে আছি।
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন। তালিকায় নতুন পুরাতন সবাই আছেন।
১৬| ০২ রা নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকুরে নিয়ে ৩টি!!!
আমি হিংসিত
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
সনেট কবি বলেছেন: তিনি ব্লগে যতটা সময় ব্যয় করেন তেমন আর কেউ করেনা।
১৭| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
নীল আকাশ বলেছেন: বাকি দের নিয়ে চেস্টা করুন! |আপনি পারবেন, আমি নিশ্চিত!
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
সনেট কবি বলেছেন: আপনাদের উৎসাহ ভাল লাগছে।
১৮| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
সাাজ্জাাদ বলেছেন: চমৎকার আর নিঃস্বার্থ কাজ।
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
১৯| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: গ্রেট চাচাজ্বো। গ্রেট।
স্যলুট।
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
সনেট কবি বলেছেন: আমার এক ছাত্রের গুণীজনদের সম্বর্ধনা দেওয়ার অভ্যাস ছিল। এর জন্য সে অনেক পরিশ্রম করতো। হয়ত তার থেকে আমি অনুপ্রানীত হয়েছি।
২০| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অসাধারণ, প্রিয় কবি। ১০১-এর মাঝে নিজেকে পেয়ে অভিভূত। আপনার দীর্ঘায়ু কামনা করি। আগামী বই মেলায় আপনার একটি বই স্বাক্ষর-সহ পাওয়ার আশা রাখি।
শুভেচ্ছা নিরন্তর।
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
সনেট কবি বলেছেন: আগামী বই মেলার জন্য কাজ করছিনা। হয়ত এর পরের বার চেষ্টা করব যদি আল্লাহ সহায় থাকেন।
২১| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাহ বাহ! এতো দেখছি বিরাট সনেট গ্রন্থ! ধন্যবাদ ফরিদ ভাই। আপনার জন্য অশেষ দু'আ থাকলো।
১০২ এ আমায় না এনে আমায় ১০৩ এ আনতে পারেন! কারণ আমি দুই সতিন নিতে পারুম না
প্লাস+++
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
সনেট কবি বলেছেন: অবশেষে আপনার কথামত কাজ হলো। আপনি ১০৩ -এ আছেন।
২২| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর একটি কাজ করেছেন।
এখন থেকে ইচ্ছে মতো সবার লেখা পড়া যাবে
অনেক অনেক ধন্যবাদ
প্রিয়তে ...
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
সনেট কবি বলেছেন: অন্তত ১০১ জনকে এখানে পাওয়া যাবে।
২৩| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
বিশাল সৃষ্টিযজ্ঞ! চমৎকার।
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২৪| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার 'আল্লাহ'র ৯৯টি নামের সনেট' বা 'সামু'র ১০১'-কে নিয়ে একটি বই-এর প্রথম ১০১টি মুদ্রন কপিতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করলে আশা করি রাগ করবেন না।
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
সনেট কবি বলেছেন: সমস্যাটা আসলে অন্য স্থানে। পুস্তক সম্পাদনার সময়টা হয়ত এ বই মেলার আগে আমার হবে না।
২৫| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ফরিদ ভাইয়ের এমন অক্লান্ত পরিশ্রমকে স্যালুট, কিন্তু আমি সনেট বুঝি কম
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে যেটা লিখেছি অন্তত সেটা বুঝলেও হয়।
২৬| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২
তারেক ফাহিম বলেছেন: সহ ব্লগারদের প্রতি আন্তরিকতা দেখে বিমুগ্ধ।
এখানে সম্ভবত একজন ব্লগারের জন্য একটি সনেটই উপস্থাপন করছেন।
একজনের নামে একাধিক সনেটও আপনি রচনা করেছেন।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৭
সনেট কবি বলেছেন: যেগুলো মন্তব্যে রয়েছে সেগুলোর লিংক যুক্ত করিনি।
২৭| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
২৮| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
প্রামানিক বলেছেন: এসব কাজে যেমন মেধার প্রয়োজন তেমনি পরিশ্রম। এমন কাজের জন্য অসংখ্য ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯
সনেট কবি বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ প্রিয় কবি।
২৯| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
জুন বলেছেন: অভিনন্দন সনেট কবি আপনার এই পরিশ্রমসাধ্য কাজকে । এর মাঝে আমাকে দেখে ভীষন ভালোলাগছে ।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
সনেট কবি বলেছেন: আপনাকে তালিকায় স্থান দিতে পেরে আমারো খুব ভাল লেগেছে।
৩০| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
সুমন কর বলেছেন: কঠিন এবং চমৎকার কাজটি নিরবে করে যাচ্ছেন........
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৬
সনেট কবি বলেছেন: চেষ্টা করছি যতটা পারি, এ ক্ষেত্রে আপনাদের উৎসাহ বেশ কাজে লাগে।
৩১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২০
নীলপরি বলেছেন: অসাধারণ একটা কাজ করেছেন । আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানবেন ।
শুভকামনা
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।
৩২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
উম্মে সায়মা বলেছেন: বাহ। অভিনন্দন এবং শুভ কামনা সনেট কবি।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৩৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন হয়েছে মামা।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
অর্ক বলেছেন: দারুণ উদ্যোগ শ্রদ্ধেয় ফরিদ ভাই। আপ্লুত হলাম আবারও আমাকে নিয়ে আপনার সনেট দুটি পড়ে। কাছাকাছি সময়ে আমার লেখা একটি কবিতা আপনার জন্য যুক্ত করলাম। আশা করি ভালো লাগবে প্রিয় কবি। নিরবচ্ছিন্ন শুভকামনা রইলো।
"
রৌদ্রত্রপা, কেউ না জানুক আমি তো জানি, পৃথিবীর সমস্ত গোলাপ সেদিন শুকিয়ে গিয়েছিল তোমার জল টলমলে আনত চোখে! এখন আর তাই গোলাপ নেই কোথাও। কোথ্থাও পাবে না আর একটি গোলাপও, যতো দামই দিতে চাও। এ পৃথিবী আজ সম্পূর্ণরূপে গোলাপ শূন্য।
আমার বাড়ির নিকটবর্তী সড়কে রাজ্যের রকমারি ফুল নিয়ে বসা ফুল বিক্রেতার কাছে আমি সেদিন একটি গোলাপ চেয়েছিলাম। সাফ জানিয়ে দিল, ‘একটি গোলাপও আজ আর অবশিষ্ট নেই কোথাও। হঠাৎ একদিন কোনও অজ্ঞাত কারণে পৃথিবীর সমস্ত গোলাপ বাগান নষ্ট হয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল সব ফুলও। সেই থেকেই পৃথিবীর গোলাপ বন্ধ্যাত্ব। সুমেরু থেকে দক্ষিণমেরু, যেখানেই যাও শুধু খুঁজে ফেরাই হবে সার, কিন্তু একটি গোলাপও কোত্থাও পাবে না আজ আর। তুমি অন্য কোনও ফুল নাও সাহেব, যতো ইচ্ছে, গাদা টগর বেলি শিউলি যা খুশি। দেশি বিদেশি হরেক রকমের বহু দুর্লভ মহামূল্যবান ফুলও আছে আমার সংগ্রহে, পানির দামে ছেড়ে দেবো। হিবাস্কাস কোকি, স্ট্রঙ্গিলোডোন ম্যাক্রোবোট্রিস, সুদূর মেক্সিকো থেকে নিয়ে আসা চকোলেট কসমস, সব দিয়ে দেবো পানির দামে। শুধু তুমি গোলাপ চেয়ো না সাহেব। এখন আর গোলাপ ফোটে না পৃথিবীতে। এ নিয়ে বিস্তর গবেষণা চলছে চারিদিকে আজও, কিন্তু দুর্ভেদ্যই রয়ে গেছে এ রহস্য!’
সত্যিই, আজ আর পৃথিবীতে গোলাপ নেই রৌদ্রত্রপা। অনেক খুঁজেছি হন্যে হয়ে। পাইনি। জানি, সে সম্ভাবনাও ক্ষীণ। কারণ পৃথিবীর সব গোলাপ সেদিন শুকিয়ে গিয়েছিল তোমার জল টলমলে আনত চোখে। মরে গিয়েছিল সমস্ত গাছ। তারপর থেকেই পৃথিবীতে গোলাপ বন্ধ্যাত্ব। আজও রুদ্ধশ্বাসে গোলাপ খুঁজে ফিরছি সবখানে। দৈবাৎ যদি পেয়ে যাই একটি বা দুটি। যতো দামই হোক তার, আমি তা এনে পরিয়ে দিবো তোমার কবরীতে, তবেই পৃথিবীর এ গোলাপ বন্ধ্যাত্ব ঘুচবে।
"
৩৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
এস এম ইসমাঈল বলেছেন: অনেক কঠিন একটা কাজ নিজ দায়ীত্বে করে যাচ্ছেন, সুপ্রিয় সনেট কবি। অভিনন্দন। ভালো থাকুন।আরও বেশী বেশী সনেট লিখুন, সনেট কবি।
৩৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫
মিথী_মারজান বলেছেন: আমি সত্যিই আনন্দিত, আপনার সনেটের সাথে আমাকে রেখেছেন জন্য।
সনেটে উল্লেখিত প্রত্যেকটি নিক এবং শতাধিক সনেট সংকলনে আপনার জন্য শুভ কামনা।
আচ্ছা, জাহিদ অনিক কে নিয়ে কোন সনেট নেই আপনার?
প্রিয় কবিকে খুঁজে পেলাম না তাই আশা করছি অচিরেই তাকে নিয়েও একটা সনেট পাবো আমরা।
উত্তরোত্তর সমৃদ্ধ হোক আপনার সনেটীয় স্বপ্ন।
ভালো থাকবেন সনেট কবি।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১
নূর আলম হিরণ বলেছেন: আপনি অনেক কষ্টসাধ্য কাজ করে যাচ্ছেন। দীর্ঘজীবী হউন।