![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ব্লগার নূর আলম হিরণ লিখেন
নিবন্ধ চমৎকার, কোথায় কি ঘটে
প্রতিদিন প্রতিক্ষণে, তার প্রেক্ষাপটে
সাজিয়ে লেখেন সব নিপূন কথায়।
মহাশয় সব কিছু খুঁটিয়ে দেখেন
নিরপেক্ষ দৃষ্টিকোণে। তাঁর অকপটে
চেতনার নিরীক্ষণে ঘটনা যা রটে
সকল তদন্ত হয় সুবিবেচনায়।
পরিশুদ্ধ ভাবনায় আসে মতামত
যা কাড়ে পাঠকদের সুবোধ অন্তর
তারাও প্রকাশ করে নিজ অভিমত।
খোলামন আলোচনা সুব্যখ্যা সুন্দর
পেয়ে যেন পাঠকের মন অবিরল
হীরের কণার মত করে ঝলমল।
ব্লগার নূর আলম হিরণ
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
সনেট কবি বলেছেন: চাঁদগাজীর পর তিনি রাজনীতির অন্যতম লেখক।
২| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪২
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
হাবিব বলেছেন:
কি চমৎকার কথাতে সনেটের ভঙ্গিতে
ব্লগারদের আপনি দিলেন প্রেরণা।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪২
সনেট কবি বলেছেন: কাজটা আপনিও ভালই পারেন।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
তিনি দেশের রাজনীতির উপর নজর রেখেছেন, এখন আপনার সমর্থন পেয়েছেন; আশাকরি, আরো উৎসাহের সাথে দেশকে বুঝার চেষ্টা করবেন।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩
সনেট কবি বলেছেন: তিনি অনেকটা আপনার পথের পথিক।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী একের পর সনেট লিখে চলেছেন। আমরা মুগ্ধ হয়ে পড়ে যাচ্ছি।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
সনেট কবি বলেছেন: আর আপনার সুখপাঠ্য নিবন্ধগুলো সবাইকে মুগ্ধ করে।
৬| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
নূর আলম হিরণ বলেছেন: আমি সত্যিই মিস করেছি, সময়মতো দেখতে পারিনি। আমি অভিভূত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
সনেট কবি বলেছেন: আপনার মত একজন গুণী ব্লগারকে সম্মান জানাতে পেরে আমি খুব খুশী হয়ে ছিলাম। কিন্তু পোষ্ট আপনার দৃষ্টি এড়িয়ে যাওয়াতে আমার আনন্দটাও একটু দেরীতে হলো। কারণ যার জন্য পোষ্ট তাঁর নজরে না এলে আনন্দ পূণ্যতা পায়না। যাক এখন আমি খুশী।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
উনি রাজনীতি নিয়ে লেখেন দেখে আমার কাছে ভাল লাগে।
শুভকামনা আপনাদের উভয়ের জন্য