![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ব্লগার সামিয়া এক সরল মনের
লেখিকা চমৎকার গল্প কবিতায়,
অনন্য ঘটনা ঋদ্ধ নিবন্ধ কথায়
তাঁর মত নেই আর এমন অনেক।
পড়ায় সুস্নিগ্ধ কথা সুবোধ জনের
বদলায় চিন্তাধারা। মন মুগ্ধতায়
তারা হয় সুসমৃদ্ধ, সৎ চেতনায়
জেগে উঠে আলোময় নৈতিক বিবেক।
সভ্যতা সুন্দর হয় সাহিত্যের রূপে
সামিয়ার মনমতি সে রূপেই আছে
সাহিত্য সুরত্ন সেথা রয়েছে নিশ্চুপে।
সঞ্চিত নিপূণ কথা সামিয়ার কাছে
পায় যারা প্রকাশেতে অনিবার গতি
রোধে সব মানুষের অহেতুক ক্ষতি।
ব্লগার সামিয়া
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২০
সনেট কবি বলেছেন: আমিও তাদেরকে নিয়ে লিখে খুব শান্তি পাই।
২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০১
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর সনেট। মাননীয়া ব্লগারকে অভিনন্দন জানাই, আর ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা শ্রদ্ধেয় কবি ভাইকে।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২১
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ চৌধুরি ভাই।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সম্প্রতিকালে উনার লেখা দেখে মনে হচ্ছে উনি একজন ভ্রমণ পিপাসী...
সনেট ভাল হয়েছে প্রিয় সনেট কবি
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
মীর সাজ্জাদ বলেছেন: বরাবরের মত মুগ্ধকর।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
উনি একজন প্রানবন্ত মানুষ।
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর লিখেছেন।
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
নজসু বলেছেন: সুন্দর
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: সনেট ভালো লেগেছে প্রিয় কবি।
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
সামিয়া বলেছেন: সনেটে অনেক অনেক ভালোলাগা, আমাকে নিয়ে এই প্রথম কেউ কিছু লিখল, কৃতজ্ঞতা অশেষ কবি-------------
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে লিখতে পেরে আমারো খুব ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
ব্লগারদের নিয়ে সনেট গুলো বেশি ভাল লাগে ।
ব্লগার সামিয়ার জন্য শুভ কামনা ।