![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ব্লগার দৃষ্টিসীমানা সুস্বাদু রান্নার
রেসিপি প্রচার করে ব্লগের পাতায়
রাখছেন অবদান রন্ধন শিক্ষায়
লোভনীয় পোষ্ট তাঁর দৃষ্টির নন্দন।
তাঁর সুন্দর সময় কর্মব্যস্ততার
মাঝে পড়ে অপরূপ মৌন মুগ্ধতায়
দেখেনা আকাশ নীল। নিমিশে হারায়
দায়িত্বের বনে, করে কর্ম সম্পাদন।
মন যাঁর পরিপাটি তাঁর মন ঢাকে
কে আছে এমন আর? অচঞ্চল আঁখি
দেখে তাঁর কাজ আছে কোন পথ বাঁকে?
এমন কাজের মন কোন খানে রাখি?
দৃষ্টিসীমানা এভাবে সময়ের ভেলা
চালিয়ে করেন পার জীবনের বেলা।
ব্লগার দৃষ্টিসীমানা
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪
সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
নজসু বলেছেন:
উনার সাথে খাতির জমাতে হবে।
খানাপিনা জম্পেস হবে।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬
সনেট কবি বলেছেন: যেহেতু ভাল রান্না করেন সেহেতু খাতির জমাতে পারলে খানাপিনা ভাল হবার কথা।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩
মাহমুদুর রহমান বলেছেন: আপনার সনেটের অপেক্ষায় ছিলাম।
প্রিশু নিবেন।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮
সনেট কবি বলেছেন: আমিও তাঁকে নিয়ে সনেট লেখার অপেক্ষায় ছিলাম। অতঃপর লিখতে পেরে ভাল লাগছে।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮
সজিব আহমেদ আরিয়ান বলেছেন: আপনার লেখা নিয়ে কিচ্ছু বলার নেই সত্যিই অসাধার!
আপনার জন্য অনেক দোয়া করি যাতে অনেক দীর্ঘজীবী হন এবং আমিও যেনো একদিন আপনার পোস্টে থাকতে পারি।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০১
শাহরিয়ার কবীর বলেছেন: শ্রদ্ধেয়"ব্লগার দৃষ্টিসীমানা" উনাকে নিয়ে অসাধারণ সনেট লিখেছেন।।
দু'জন শ্রদ্ধাভাজন এর জন্যই শুভকামনা রইল।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
হাবিব বলেছেন: ভালো লেগেছে.............
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি, হাবিব স্যার।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩
সনজিত বলেছেন: সত্যিই অসাধা্রন!
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪
সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সনেটের ভালোলাগা রেখে গেলাম কবি