![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ব্লগার কাতিআশার স্কেচ দেখে মন
অনবদ্য সুন্দরের স্নিগ্ধ মুগ্ধতায়
ভরে যায়।প্রকৌশলী স্থাপত্য বিদ্যায়,
দেশপ্রেমী বই পোকা ভদ্রের সন্তান।
স্বজাতির মঙ্গলের স্বপন বুনন
সঞ্চিত অনন্য সব চিন্তা চেতনায়,
নিজের প্রকাশ চান জ্ঞানের কথায়,
পরিপাটি সুলেখায় রেখে অবদান।
প্রত্যাশার নায়ে চঁড়ে নিরবধি ভেসে
অপারগতাকে তিনি জয় করবেন
আত্মবিশ্বাসের সুপ্ত কীর্তির উদ্ভাসে।
ইচ্ছে তাঁর নৈপূন্যের দীপ্তি ছড়াবেন
ভবিষ্যৎ যেন হয় আলো ঝলমল
গুঁড়িয়ে বাধার দুর্গ কর্মে অবিচল।
ব্লগার কাতিআশা
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা জনাব।
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ব্লগার কাতিয়াশাকে নিয়ে সনেটে ভালো লাগা ।আমাদের একজন গুণী ব্লগার জ্ঞানে গুনে, লেখায় রেখায় সব দিক থেকেই ।
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সনেট কবি বলেছেন: তাঁর অঙ্কন মনমুগ্ধকর।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর.... এভাবেই অনুপ্রেরণা ছড়িয়ে দিন....
ধন্যবাদ আপনাকে...
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সনেট কবি বলেছেন: গুণীজনদের নিয়ে লিখতে আমারো ভাল লাগে। তবে এখনো মনের মত হচ্ছেনা।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল শ্রদ্ধা কবিভাই ,
খুব সুন্দর সনেট লিখেছেন সম্মানীয় ব্লগারকে। অভিনন্দন প্রিয় ব্লগারকে। আপনাকে ধন্যবাদ এমন কীর্তি স্থাপনের জন্য।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সনেট কবি বলেছেন: দোয় করবেন কবিতার মান যেন বৃদ্ধি পায়।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
রাজীব নুর বলেছেন: মুগ্ধতা।
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
নতুন নকিব বলেছেন:
তিনি গুনী ব্যক্তি। শুভকামনা দু'জনের জন্য।
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
সনেট কবি বলেছেন: আশাকরি তাঁর গুণ আরো বৃদ্ধিপ্রাপ্ত হোক।
৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: ছবিটা দেখে আমিও মুগ্ধ হলাম।
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
সনেট কবি বলেছেন: বাস্তবে তাঁর অঙ্কন মুগ্ধ হওয়ার মতো।
৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২০
কাতিআশা বলেছেন: ইন্সপেক্শনের জন্য সারাদিন বাইরে ছিলাম, --অফিসে ফিরে এসে আপনার আমাকে উৎসর্গ করা সনেট টি পেয়ে খুবি ভাল লাগছে!.. কাজের ব্যাস্ততায় বেশী সময় পাইনা লেখা দিতে!, কিন্তু মাঝেমাঝে ঢু মারি ব্লগে! এত প্রশংসা করলেন...লজ্জাই লাগছে! দোয়া করবেন আমার আর আমার পরিবারের জন্য! অনেক ধন্যবাদ ভাই!
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে লিখতে পেরে আমারো বেশ ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
নজসু বলেছেন:
শুভেচ্ছা প্রিয় ব্লগার
ও
প্রিয় সনেট কবিকে।