![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ব্লগার বিদ্রোহী ভৃগু দ্রোহের অনল
ছড়ান প্রতি অন্তরে রোধে অপছায়া
কবিতায় দিয়ে কিছু অমলিন মায়া
প্রাণের ছোঁয়ার পদ্যে এর প্রতি বাঁকে।
দ্রোহের আড়ালে প্রেম রেখে অবিরল
অবিচল পদ্যছত্রে বিবেকের কায়া
দৃশ্যমান করে কবি বাতাস বেহায়া
তাড়ান স্বক্রোধে নিজে যারা কাছে থাকে।
বিদ্রোহী ভৃগুন মন সাগরের পানে
তাকিয়ে দেখে বিশাল জলরাশি ছুটে
অবিরাম বলে যায় সে জলের গানে
রেখনা হে আবর্জনা জীবনের তটে।
প্রকৃতি প্রেমের কবি সুরম্য অন্তর
বিদ্রোহী ভৃগু সুকাব্যে নির্মল সুন্দর।
ব্লগার বিদ্রোহী ভৃগু
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উভয়কে ধন্যবাদ ও শুছেচ্ছা
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯
আখেনাটেন বলেছেন: প্রকৃতি প্রেমের কবি সুরম্য অন্তর
বিদ্রোহী ভৃগু সুকাব্যে নির্মল সুন্দর। -- বেশ লিখেছেন কবিকে নিয়ে।
ইদানিং কবিকে কম দেখা যাচ্ছে ব্লগে। ভালো থাকুন আপনারা।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমার প্রিয় ব্লগার ।
শুভেচ্ছা রইল
আর ভৃগু ভাইয়ের জন্য রইল ভালবাসা
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭
সনেট কবি বলেছেন: তিনি আমারো প্রিয় একজন ব্লগার।
৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর। অভিনন্দন প্রিয় ভৃগুভাইকে।
শুভকামনা ও শ্রদ্ধা আপনাকে।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই।
৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিদ্রোহীকে ইদানিং নিরব মনে হচ্ছে...
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
সনেট কবি বলেছেন: হয়ত কিছুটা বিশ্রামে আছেন।
৮| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
আশাকরি উনি উৎসাহিত হবেন, সবার কবি হবেন; আমি উনার কবিতার আগামাথা বুঝি না; মাঝে মাঝে ধর্মীয় পদ্য লেখেন, সেগুলো কিছুটা বুঝা যায়; বুঝা যায় যে, তিনি নিজের এলাকায় আছেন; যখন প্রেম নিয়ে কিছু লেখেন, আমার কাছে সব ঝাপসা মনে হয়।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০
সনেট কবি বলেছেন: তবে তাঁর কবিতা আমার বেশ ভাল লাগে।
৯| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: আমি রেললাইনের মতো একা ! আমি ভালোবাসার ম্যাজিক জানি না । ঘুমের মধ্যেও আমি একটা না একটা কিছু করি । হয় ঘুমাই না হয় ঘুমাই ।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬
সনেট কবি বলেছেন: আপনার কাজের ফল আপনি পাচ্ছেন। হয়ত আরো পাবেন।
১০| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৯
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর সনেট প্রিয় কবি।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
শামচুল হক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার।
১২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখো দেখি কান্ড!!!!!!!!!!!
প্রিয় সন্টে কবি এত দারুন কাব্য দিয়ে বসে আছেন ! আমারই খবর নেই।
আজকের কবিতায় না বললে হয়তো দেখাই হতো না।
সরি প্রিয় সনেট কবি। আর কৃতজ্ঞথা সম্রণ করিয়ে দেয়ায়!
সত্যি এ মাসে বেশ কাজের চাপ এক ধরনের শুন্যতায় আচ্ছন্ন ছিলাম।
মাঝে মাঝেই ঘুরে গেছি বা লগিন দিয়ে হয়তো রাতে যাবার সময় লগআউট হয়েছি!
প্রিয় সিনিয়র খায়রুল ভায়ার ফোনের পর যেন আমি সহসা উঠেছি জেগে
ব্যাস আবার আছি আপনাদের সাথে।
অনেক অনেক ধণ্যবাদ আবারো।
আপনার ব্লগার নিয়ে সনেট সিরিজে আমাকে নিয়ে আবারো লেখায়
অন্শুতহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪
নজসু বলেছেন:
শুভেচ্ছা আর অভিনন্দন।