![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
সামুর সকল কবি লিখুন জনাব
স্বামী ও স্ত্রী নিয়ে নিজ প্রগাঢ় প্রেমের
অমূল্য অমর গাঁথা।কবির নামের
তথাপি কিছুটা হোক দাম্পত্য করন।
হৃদয়ে সুদৃঢ় থাক সাথীর প্রভাব
হিমালয় সম হোক এ ধরা ধামের
দাম্পত্য সম্পর্ক সব।কোন অকামের
কারণে না হোক কারো এ প্রিয় তাড়ন।
ঝেঁটিয়ে বিদায় কর পরকিয়া প্রেম
অনঢ় সম্পর্কে হোক দাম্পত্যের জয়
সাথীর উপরে অন্যে স্থান দেয়া নয়।
পরকিয়া এলে বল ওরে তুই থাম
লেখ কবি সাথী নিয়ে অনন্য কবিতা
এ বিষয়ে কবি হোক সেরা রচয়িতা।
বিঃদ্রঃ লজ্জার কিছু নেই। তাদেরকে নিয়ে লিখলে তারা যথেষ্ট খুশী হয়। তাদের নিকট সম্পর্কটাকে অর্থবহ মনে হয়। এতে তাদের কাজে আন্তরিকতা বাড়ে। আর সেটা সংসারের জন্য মঙ্গল জনক।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
সনেট কবি বলেছেন: আসলে স্ত্রীর অনুপ্রেরণা পেলে লেখালেখিতে সুবিধা হয়। এতে তারা ডিস্টার্ব কম করে। আপনার কাজটাকেই সবার জন্য আদর্শ হিসেবে মনে করি। আর সেটা বুঝাতেই তাজ মহলের ছবি দিয়েছি। স্বামী-স্ত্রীর মাঝে সুসম্পর্ক আসলেই সবার জন্য কল্যাণ কর।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
হাবিব বলেছেন:
ঝেঁটিয়ে বিদায় কর পরকিয়া প্রেম..........
অনঢ় সম্পর্কে হোক দাম্পত্যের জয়।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
সনেট কবি বলেছেন: পরকিয়া নয় দাম্পত্যের জয় হতেই হবে।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
আরোহী আশা বলেছেন: খুব ভালো লাগলো.............++
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
আকিব হাসান জাভেদ বলেছেন: পরকীয়া প্রেম জগঘন্যতম প্রেম ।দুইটা জিবন ধ্বংস করে এক সাথে ।
কবিতায় ভালো লাগা ।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৮
সনেট কবি বলেছেন: দাম্পত্য প্রেমের জয় হোক। এ কাজে এগিয়ে আসুক সকল কবি। সকল দাম্পত্য সম্পর্ক চির অটুট থাকুক।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: মানুষের সর্বশ্রেষ্ঠ গুন ব্যক্তিত্ব। বুদ্ধি, মেধা, টাকা অন্যান্য সাফল্যের চেয়েও ব্যক্তিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
সনেট কবি বলেছেন: ব্যক্তিত্বের সুরক্ষায় পরকিয়া অবশ্যই ছাড়তে হবে। আর বৌ মাকে নিয়ে আরেকটি সনেট লিখেছি। সম্পাদনা হলে তারপর পোষ্ট দেব।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: কবিকূলের প্রতি একটি সুপরামর্শ দিয়েছেন। কবিতা পড়ে বুঝলাম, এ পরামর্শ নারী ও পুরুষ, উভয় লিঙ্গের কবিদের প্রতি প্রযোজ্য। এটা ভাল লেগেছে।
"হৃদয়ে সুদৃঢ় থাক সাথীর প্রভাব
হিমালয়সম হোক এ ধরাধামের
দাম্পত্য সম্পর্ক সব" - চমৎকার! তাই হোক, তবে তাই হোক!
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
সনেট কবি বলেছেন: দাম্পত্যে উভয়ের প্রতি উভয়ের দায়িত্ব থাকে। আর সামুর মহিলা কবিরাও কবিতায় যথেষ্ট শক্তিশালী।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
নতুন নকিব বলেছেন:
সদুপদেশে সুন্দর কবিতায় ভালোলাগা।
এখন থেকে আশা করা যায়, কবিগন এ বিষয়ে মনযোগী হয়ে উঠবেন।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫১
সনেট কবি বলেছেন: কবিরা কত কিছু নিয়ে লিখে। কিন্তু নিজের সবচেয়ে দরকারী মানুষ নিয়েই লিখে না। আমি তাদেরকে সে কথাই মনে করিয়ে দিতে চেয়েছি। শাহজাহানের তাজমহল দেখেও যদি কবিদের মনে ভাবের উদয় না হয় তবে তাদেরকে নিয়ে আর কি করা যায়?
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
চাঁদগাজী বলেছেন:
কবিরা যাকে তাকে ভালোবেসে ফেলেন, সমস্যা
০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
সনেট কবি বলেছেন: যাকে তাকে ভালবাসলে বিপদ ঘটা অস্বাভাবিক হবে না।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
নিউটনিয়ান বলেছেন: আমি যে স্ত্রীর পাশাপাশি কবিতার প্রেমে পড়েছি। ইহা কি পরকীয়া?
০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০১
সনেট কবি বলেছেন: স্ত্রীকে নিয়ে কবিতা লিখে অতঃপর কবিতার প্রেমে পড়লে সেটা স্ত্রীর প্রেম বলে বিবেচিত হবে।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
Monthu বলেছেন: কবিদের মন অনেক বড় হয়। সবাই তা বুঝে না। চাদ গাজিত আরো না।
কবি মানে নজরুল।। আর কবি মানে হেলাল হাফিজ
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২
সনেট কবি বলেছেন: বড় মনের কারনে কবিরা কবিতা লিখতে পারেন।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
কথার ফুলঝুরি! বলেছেন: একদম ঠিক কথা বলেছেন কবি। সব কবিরাই যেনো আপনার মতই হয়' এই কামনা।
@চাঁদগাজঁী সাহেব' কথা কিন্তু একেবারে খারাপ বলেননি' তবে আমি কিন্তু কবি নই
কবিরাই বা কি করবে বলুন' তাদের কবিতার প্রেমেও যে সবাই পরে যায় তাই তারাও একটু আধটু
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪
সনেট কবি বলেছেন: কবির থেকে পরকিয়া প্রেম কাম্য নয়।
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোলাগা....
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতায় মুগ্ধতা ।কিন্তু কবিরা যে এ রকম বিধিনিষেধ মানবে না । ভাগ্যিস আমি কবি নই . ....
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবিভাইকে।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬
সনেট কবি বলেছেন: আপনি কবি নন বলেই তবে কি বেঁচে গেলেন?
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
রানার ব্লগ বলেছেন: পরকীয়া শব্দটার সাথে আমার ভয়ানক ভাবে দ্বিমত আছে । ভালোবাসা সবসময় শুদ্ধ !! কেউ জানে না কে কখন কি ভাবে এটার স্বাদ গ্রহন করবে যেমন মৃত্যু। ভালোবাসা এবং মৃত্যু দুটই না জানিয়ে আসে। ভালোবাসা কে প্রেম বা পরকিয়া নামক দুটি শব্দ দিয়ে বেধে রাখা ঠিক না। আমি অন্তত মানি না।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮
সনেট কবি বলেছেন: প্রেমও পাগলাটে লাগাম ছাড়া হওয়া ঠিক নয়। সব কিছুতেই নিয়ন্ত্রণ থাকা দরকার।
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানুষের মনোভাব দিনদিন পরিবর্তন হয়,একজনকে দীর্ঘকাল ভালো নাও লাগতে পারে।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩
সনেট কবি বলেছেন: কিন্তু স্বামী-স্ত্রী পরিবর্তনের বিষয় নয়।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: কবিদের মন তো রাজাবাদশাহ্ দের মতো! এত বাঁধানিষেধ কি তারা মানে!
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪
সনেট কবি বলেছেন: রাজা হোল রেয়ার কেস। কিন্তু কবি সে রকম নয়। যে যেমন নয় সে তেমন হতে যাওয়া বোকামী।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
হাবিব বলেছেন: আমি কিন্তু আপনার নিবেদনের আগেই লিখেছি...........।