![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
বেগম সুরভী নুর রয়েছে যেথায়
রাজীবের মন বাগে, সে পেরেছে দিতে
প্রিয়স্বামী যাতনায় পুরো আচ্ছাদিতে
নিজের সুরভী দিয়ে নৈপূণ্যে অনেক।
বিস্তর সুরভী যেন ছড়ানো সেথায়
সুরভী যেথায় আছে, যোগ্য সাথী হতে
রয়েছে যোগ্যতা তার।সমাদর পেতে
সে অনন্যা নিজগুণে সময়ে প্রত্যেক।
স্বামী ও সন্তান জন্যে সুরভী রতন
যে চায় সকল ক্ষেত্রে খুব ভাল হোক
তাদের, সেজন্য করে সে খুব যতন।
পত্নীত্বে সুরভী নয় কখনও ঠক
গুণে সে ছড়িয়ে দেয় সুরভী সুবাস
যা হয় সুখের সেরা নির্মল নির্জাস।
বিঃদ্রঃ যাকে নিয়ে কবিতা তিনি প্রখ্যাত ব্লগার রাজীব নুরের স্ত্রী। তাঁর স্বামীর প্রতিবেদন অনুযায়ী তিনি একজন ভাল মানুষ। ভাল মানুষদের তিনি আদর্শ হতে পারেন এমন বিবেচনা থেকে তাঁকে নিয়ে কবিতা লেখা হলো।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
সনেট কবি বলেছেন: কোথাও যাবেন না তাঁরা একত্রেই থাকবেন।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
Monthu বলেছেন: হ।এতোদিন পর দেখলাম সেই সুরভী ভাবিকে।। যাকে নিয়ে এতো কিছু গল্প
০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
সনেট কবি বলেছেন: তাদের পারস্পরিক বুঝাপড়া বেশ ভাল। আর তেমনটাই থাকা উচিত।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
সমালোচক মন্তব্যকারী বলেছেন: আমরা সবসময়ই একটি আনদদায়ক জীবন আশা করি যা আমাদের জীবনকে আরো অর্থবহ করে তুলবে। এই জীবন ইতিবাচক এবং ভালো লাগার শক্তি তৈরী করে, এবং আমাদেরকে অনুপ্রানিত করে ভবিষৎতের দিকে উচ্চ্ আশা নিয়ে তাকিয়ে থাকতে।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
সনেট কবি বলেছেন: সবার মাঝে তেমন জীবন গড়ার প্রচেষ্টা ও প্রত্যয় থাকতে হবে।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাবিকে দিলেন দেখিয়ে
সনেট্ লিখেছেন দারুন,
রাজীব ভাইয়ের অবস্থা
সুখের নাকি করুণ !!
০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
সনেট কবি বলেছেন: তাঁরা সুখী দম্পতি।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন: রাজীব ভাইয়ের কমেন্টের আশায় আছি....
সুন্দর সনেট
০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
সনেট কবি বলেছেন: তাঁকে আমি বিষয়টা বলেছি।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
ঢাবিয়ান বলেছেন: সুন্দর জুটি। অনেক অনেক শুভকামনা রইল।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
সনেট কবি বলেছেন: কামনা করি আল্লাহ যেন তাদের চির সুসম্পর্ক বজায় রাখেন।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
হাবিব বলেছেন: সুন্দর জুটি.......। সুখী হোক.............
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সনেট কবি বলেছেন: আল্লাহ তাঁদের মঙ্গল করুন।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮
ডার্ক ম্যান বলেছেন: রাজীব নূর একজন বুদ্ধিমান মানুষ , সেজন্য বউ ভাল হিসেবে রিপোর্ট দিয়েছেন। আমিও তার মত বুদ্ধিমান হতে চাই।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
সনেট কবি বলেছেন: তবে কিছু মানুষ যে ভাল হয় এটা বাস্তব।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সুন্দর লিখেছেন। শুভেচ্ছা রইল ভাই ও ভাইয়ের পরিবারের প্রতি। ধন্যবাদ আপনাকে ।।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
সনেট কবি বলেছেন: তাঁদের সম্পর্ক অবশ্য অনুকরণীয়।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, মাত্র চা নাস্তা খেয়ে ব্লগে বসেছি।
আর দেখি এই পোষ্ট! আমি খুব খুশি। সুরভিও খুশি।
সে চায় আপনি আমাদের বাসায় আসেন। সুরভি নিজের জাতে রান্না করে আপনাকে খাওয়াবে।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
সনেট কবি বলেছেন: হয়ত কোন একদিন আপনার বাসায় হাজির হলেও হতে পারি।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
আরোগ্য বলেছেন: সুরভি ভাবিকে অনেক অভিনন্দন ও তাদের উভয়ের জন্য অনেক শুভ কামনা।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
সনেট কবি বলেছেন: তাঁকে আমার একজন ভাল মানুষ বলেই মনে হয়।
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
রাজিব নুর সুখী মানুষ
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সনেট কবি বলেছেন: কামনা করি তাঁর সুখ এভাবে সব সময় বজায় থাকুক।
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
ল বলেছেন: সনেট কবি এ যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮
ইয়োডা বলেছেন: আপনি প্রথম স্তবকে কি সমস্যা বা আবেগ প্রকাশ করেছেন ? প্রথম স্তবকের চিহ্নিত সমস্যা বা রেখে যাওয়া প্রশ্নের উত্তর ২য় স্তবকে পাওয়ার কথা ।আমি কিছুই পাইনি । আমাকে কিছু জ্ঞান দান করুন তো ।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
সনেট কবি বলেছেন: বিষয় এমন জটিল নয়। আরেকটু চেষ্টা করলে সমাধানটা হয়ত আপনি নিজেই পেয়ে যাবেন।
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৬
হাসান রাজু বলেছেন: রাজীব নূর ভাই সহজ সরল মানুষ। উনার মত আবেগি দু তিন জন বন্ধু আমারও আছে। সব সময় ভাবি এই বন্ধুগুলো এই কঠিন দুনিয়ায় কিভাবে চলবে। দেখি, ঠিকই আল্লাহ তাদের সংসার জীবনে এমন একজন সঙ্গী করে দিয়েছেন যিনি সব সামলে নেন। এমন হাজারো সুরভী ভাবিদের অশেষ ধন্যবাদ আমার বন্ধুদেরকে আগলে রাখার জন্য। আল্লাহ উনাদের ভালো রাখুন সর্বদা।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২০
আলমগীর কাইজার বলেছেন: বেশ ভালো লিখেছেন, তবে সুরভী ভাবীর সাথে সাক্ষাৎ করার পর লিখলে হয়তো আরও ভালো হতো।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
সনেট কবি বলেছেন: তখন না হয় আরেকটা লেখার চেষ্টা করা যাবে।
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
নজসু বলেছেন:
রাজীব ভাইয়ের জন্মদিনের একটা পোষ্টে
সুরভী ভাবীকে আগে দেখেছিলাম।
আবারও দেখলাম।
দুজনের জন্য শুভকামনা রইল।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহবা!
বাহবা!!
রাজীব ভাইয়ের ঘর-বাহির সবই দেখি ব্লগে একাকার!!
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০
সনেট কবি বলেছেন: ইনি খুব পরিশ্রমি ব্লগার।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
বিজন রয় বলেছেন: হা হা হা ...... দিলেন তো সব দেখিয়ে!!
দেখি এবার যায় কোথা!!!