![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ভোটের পাহারাদার হয়েছে অনেক
বেড়ায় হয়ত খাবে জমির ফসল
এক্ষেত্রে নীতির কথা নিতান্ত অচল
নীতিতো হারিয়েগেছে বহুকাল আগে।
বীরবাহু লোক লাগে ডজন খানেক
এরপর ঢেলে দাও ভয়ের গরল
ফাঁকামাঠে গোল দিতে হলেই সফল
দেখবে ভোটের জমি পেয়েগেছ ভাগে।
জয়ে ওভার শিউর তাদের সবাই
ঠিকঠাক যদি থাকে বিলকুল সব
দেখবে জয়ের ক্ষেত্রে আর ভয় নাই।
ভোটার খানিক ক্ষণ কষ্ট অনুভব
করলেও অবশেষে কেটে কষ্ট ক্লান্তি
চেষ্টায় থাকবে শেষে পেতে কিছু শান্তি।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০
সনেট কবি বলেছেন: এটা আমাদের দেশের চেনা চিত্র।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: ৬ নম্বর লাইনে গরল মানে কি বিষ?
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪
সনেট কবি বলেছেন: সেটাই বুঝিয়েছি।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: ছবির সঙ্গে সনেটের দারুন সাযুজ্য তা।++
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবিভাইকে।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
নিউটনিয়ান বলেছেন: ফাঁকা মাঠে গোল গতবার হয়েছিল। যার ফলে জায়গায় বেজায়গায় বেচারাদের লজ্জার সম্মুখীন হতে হয়েছিল। তাই এবার লজ্জা এড়াতে গোল ফাঁকা মাঠে হবে না। এবার ভরা মাঠেই খেলা হবে, তবে প্রতিপক্ষের পা খুঁটিতে বাধা থাকবে।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৫
সনেট কবি বলেছেন: অসাধারণ মন্তব্য।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৭
হাবিব বলেছেন: লোকদের তাড়িয়ে ভোট কেন্দ্রে নেয়া হচ্ছে নাকি?
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৯
সনেট কবি বলেছেন: সে রকম কিছু একটা। এখানে শক্তি যার ভোট তার।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
ছবিটা সুন্দর হয়েছে, নাগরিকদের থেকে ভোট নেয়ার সুন্দর দৃশ্য!