নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ভোটের জয়মাল্য

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৬



ভোটের চোর ডাকাত সবকালে আছে
এর আর নেই কোন একাল সেকাল
যুদ্ধ লড়াই রনের অবস্থা বেতাল
ভোটের চিপায় পড়ে কেউ মারা যায়।
ভোটের চুরি ডাকাতি সকলের কাছে
নিতান্ত জায়েজ কাজ ফিরাতে কপাল
জড়িত একাজে সব রাঘব বোয়াল
চতুর সাহসী শেষে জয়মাল্য পায়।

আলিম জালিম সব ভোট ক্ষেত্রে এক
এ যুদ্ধে সবাই নামে নীতি দিয়ে বাদ
যে ভাবেই হোক জয়, উত্তম অনেক।
জায়েজ কি নাজায়েজ চিন্তা দিয়ে বাদ
খুশীমনে সবে দেয় অপরের ভোট
ভোটে ভাল মন্দ নেই সব এক জোট।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৩

হাবিব বলেছেন: নীতি বাদ দিলে তা রাজনীতি হয় কেমনে?

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৬

সনেট কবি বলেছেন: রাজনীতি হলো রাজা হওয়ার নীতি। কাজেই এক্ষেত্রে সাধারণ সব নীতি বাদ থাকে।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪২

বলেছেন: আলিম জালিম এক জোট
এটাই হলো ভোট ----+++

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: "ভোটের চিপায় পড়ে কেউ মারা যায়" - তবুও বুদ্ধু মানুষ বারে বারে ভোট চায়!

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

রাজীব নুর বলেছেন: সব গুলো ডিগবাজি দিবে।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব হলো পল্টিবাজ।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: হতাশা ফুটে উঠেছে নিদারুনভাবে
আশার বাণী কে সুধাবে?
তবে কি এজাতির কপালে দুর্যোগের ঘনঘটা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.